ETV Bharat / state

কেশিয়াড়িতে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ, গুরুতর আহত 2 - কেশিয়াড়ি অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ,গুরুতর আহত 2

কেশিয়াড়ির আনাড় গ্রামে এক অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ । গুরুতর আহত 2 ব্যক্তি ৷ স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিয়ে যান খড়গপুর চাঁদমারি হাসপাতালে ।

আগুনে ঝলসে গিয়েছে বাজি কারখানা
আগুনে ঝলসে গিয়েছে বাজি কারখানা
author img

By

Published : Feb 10, 2021, 3:42 PM IST

কেশিয়াড়ি, 10 ফেব্রুয়ারি : কেশিয়াড়ির আনাড় গ্রামে অবৈধ বাজি কারখানায় বড়সড় বিস্ফোরণে গুরুতর আহত হন দু'জন ৷ তাঁদের নাম কানাই কর ও রতন কর ৷ বয়স যথাক্রমে 45 ও 38 ৷ তাঁরা দুজনেই কোশিয়াড়ির বাসিন্দা ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ভরতি করা হয়েছে খড়গপুর চাঁদমারি হাসপাতালে । ঘটনাস্থানে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন ও কেশিয়াড়ি থানার পুলিশ ৷

আজ সকালে বাজি কারখানাটিতে হঠাৎই বিস্ফোরণ ঘটে ৷ গলগল করে কালো ধোঁয়া বেরোতে থাকে কারখানাটি থেকে ৷ মুহূর্তেই গোটা এলাকা ভরে যায় কালো ধোঁয়ায় ৷ বিস্ফোরণের জেরে কারখানাটির একাংশের বাড়ির চাল উড়ে যায় ৷ ভেঙে পড়ে দেওয়ালের একাংশও ৷ বিস্ফোরণের আওয়াজ এতটাই তীব্র ছিল যে আশপাশের লোক জড়ো হয়ে যায় ৷ ঘটনাস্থানেই অগ্নিদগ্ধ অবস্থায় কাতরাচ্ছিলেন দু'জন ৷ সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা ৷ ঘণ্টাখানেকের মধ্যে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনে ৷

বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে কী বললেন স্থানীয় বাসিন্দা!

আরও পড়ুন:ট্যাংরায় আগুনে পুড়ে ছাই রেশন দোকান

এলাকায় অবৈধ বাজি কারখানার অস্তিত্বের কথা অস্বীকার করেছে কেশিয়াড়ি থানার পুলিশ ৷ তদন্তকারি এক অফিসার জানিয়েছেন, বাজির মশলাতে কোনওভাবে আগুন লেগে যাওয়াতেই এই বিস্ফোরণ ঘটে ৷ তদন্ত শুরু হয়েছে ৷ সঠিক কারণ খুব তাড়াতাড়ি জানা যাবে ৷ কারখানাটির মালিক পুলিনবিহারী জানাও আহত হন ৷ যদিও তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷

স্থানীয় বাসিন্দা মাখন জানা বলেন, "সকাল সাড়ে আটটা নাগাদ বিস্ফোরণটি ঘটে ৷ ঘটনাস্থানে গিয়ে দেখি দুজনের গায়ের চামড়া পুরো ঝলসে গিয়েছে ৷"

এর পিছনে কোনও রাজনৈতিক যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷ প্রসঙ্গত, আজ খড়্গপুরে হরিয়াতাড়া গ্রামে বিজেপির চায়ে পে চর্চায় যোগ দেন জে পি নাড্ডাসহ দিলীপ ঘোষ ৷

কেশিয়াড়ি, 10 ফেব্রুয়ারি : কেশিয়াড়ির আনাড় গ্রামে অবৈধ বাজি কারখানায় বড়সড় বিস্ফোরণে গুরুতর আহত হন দু'জন ৷ তাঁদের নাম কানাই কর ও রতন কর ৷ বয়স যথাক্রমে 45 ও 38 ৷ তাঁরা দুজনেই কোশিয়াড়ির বাসিন্দা ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ভরতি করা হয়েছে খড়গপুর চাঁদমারি হাসপাতালে । ঘটনাস্থানে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন ও কেশিয়াড়ি থানার পুলিশ ৷

আজ সকালে বাজি কারখানাটিতে হঠাৎই বিস্ফোরণ ঘটে ৷ গলগল করে কালো ধোঁয়া বেরোতে থাকে কারখানাটি থেকে ৷ মুহূর্তেই গোটা এলাকা ভরে যায় কালো ধোঁয়ায় ৷ বিস্ফোরণের জেরে কারখানাটির একাংশের বাড়ির চাল উড়ে যায় ৷ ভেঙে পড়ে দেওয়ালের একাংশও ৷ বিস্ফোরণের আওয়াজ এতটাই তীব্র ছিল যে আশপাশের লোক জড়ো হয়ে যায় ৷ ঘটনাস্থানেই অগ্নিদগ্ধ অবস্থায় কাতরাচ্ছিলেন দু'জন ৷ সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা ৷ ঘণ্টাখানেকের মধ্যে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনে ৷

বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে কী বললেন স্থানীয় বাসিন্দা!

আরও পড়ুন:ট্যাংরায় আগুনে পুড়ে ছাই রেশন দোকান

এলাকায় অবৈধ বাজি কারখানার অস্তিত্বের কথা অস্বীকার করেছে কেশিয়াড়ি থানার পুলিশ ৷ তদন্তকারি এক অফিসার জানিয়েছেন, বাজির মশলাতে কোনওভাবে আগুন লেগে যাওয়াতেই এই বিস্ফোরণ ঘটে ৷ তদন্ত শুরু হয়েছে ৷ সঠিক কারণ খুব তাড়াতাড়ি জানা যাবে ৷ কারখানাটির মালিক পুলিনবিহারী জানাও আহত হন ৷ যদিও তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷

স্থানীয় বাসিন্দা মাখন জানা বলেন, "সকাল সাড়ে আটটা নাগাদ বিস্ফোরণটি ঘটে ৷ ঘটনাস্থানে গিয়ে দেখি দুজনের গায়ের চামড়া পুরো ঝলসে গিয়েছে ৷"

এর পিছনে কোনও রাজনৈতিক যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷ প্রসঙ্গত, আজ খড়্গপুরে হরিয়াতাড়া গ্রামে বিজেপির চায়ে পে চর্চায় যোগ দেন জে পি নাড্ডাসহ দিলীপ ঘোষ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.