ETV Bharat / state

Road Accident in Daspur: দাসপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত একাধিক - বাস দুর্ঘটনা

এক ভয়াবহ বাস দুর্ঘটনার সাক্ষী থাকল দাসপুর। এই দুর্ঘটনার জেরে আহত হয়েছেন কমপক্ষে 30 থেকে 35 জন। জানা গিয়েছে, চন্দ্রকোনা থেকে দাসপুরের দিকে যাচ্ছিল একটি বাস (Bus Accident) ৷ একটি লরিকে ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনা শিকার হয়েছে বাসটি ।

Road Accident in Daspur
দাসপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা
author img

By

Published : Feb 20, 2023, 12:58 PM IST

দাসপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা

দাসপুর, 20 ফেব্রুয়ারি: ফের বাস দুর্ঘটনার শিকার পশ্চিম মেদিনীপুরের দাসপুর। একটি লরিকে ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনা শিকার হয়েছে বাসটি। তবে এই দুর্ঘটনায় কারও মৃত্যু না-হলেও আহত হয়েছেন একাধিক। বাস উলটে যাওয়ার চাপেই আহত হয়েছেন বাসযাত্রীরা। তবে দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ও পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয়েছে হয়েছে আহত যাত্রীদের ৷ তারপরই তাঁদের ভরতি করা হয় হাসপাতালে (Many People Injured in Road Accident) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালেই দুর্ঘটনাটি ঘটেছে ৷ এরপর ওই দুর্ঘটনাস্থলে তড়িঘড়ি আসেন স্থানীয় বাসিন্দারা ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ খবর পেয়ে পুলিশও তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছয় ৷ এরপর আহত যাত্রীদের উদ্ধার করে পাঠানো হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। লরি ও বাসের সংঘর্ষের ফলে আহত হয়েছেন কমপক্ষে 30 থেকে 35 জন। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন যাত্রীরা ৷ যদিও মৃত্যুর কোনও খবর নেই। জানা গিয়েছে, গোয়ালতোড় থেকে প্রায় 60 জন যাত্রী নিয়ে হাওড়া যাচ্ছিল বাসটি। যাওয়ার পথে দাসপুরের চাঁদপুর এলাকায় ঘাটাল-পাঁশকুড়া রাজ্যসড়কে একটি লরির সঙ্গে ওভারটেক করতে যায়। ওভারটেক করতে গিয়ে ওই বাসটিকে ডান সাইড থেকে বাম সাইডে হঠাৎই চেপে দেয় লরিটি। আর তাতেই তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উলটে যায় রাজ্য সড়কের ধারে।

আরও পড়ুন: বান্দায় বিয়ে বাড়ির দুটি গাড়ির সংঘর্ষ, মৃত 5, আহত 6

যাত্রীদের মধ্যে বেশিরভাগই ছিলেন বয়স্ক ও মাঝ বয়স্ক। তাঁদের অভিযোগ, বাসটি ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়। যদি না-গাছে বাসটি আটকে যেত তাহলে হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। প্রথমে লরিটাকে ওভারটেক করতে গিয়ে দ্বিতীয় লরিটাকে ধাক্কা দেয় বাসটি। দুর্ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক ৷ পুলিশ যানজট কাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে ৷ ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করা হয়েছে প্রশাসনের তরফে। সাত সকালে ভয়াবহ এই দুর্ঘটনায় একদিকে আতঙ্ক ছড়িয়েছে বাস যাত্রীদের মধ্যে অন্যদিকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

দাসপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা

দাসপুর, 20 ফেব্রুয়ারি: ফের বাস দুর্ঘটনার শিকার পশ্চিম মেদিনীপুরের দাসপুর। একটি লরিকে ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনা শিকার হয়েছে বাসটি। তবে এই দুর্ঘটনায় কারও মৃত্যু না-হলেও আহত হয়েছেন একাধিক। বাস উলটে যাওয়ার চাপেই আহত হয়েছেন বাসযাত্রীরা। তবে দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ও পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয়েছে হয়েছে আহত যাত্রীদের ৷ তারপরই তাঁদের ভরতি করা হয় হাসপাতালে (Many People Injured in Road Accident) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালেই দুর্ঘটনাটি ঘটেছে ৷ এরপর ওই দুর্ঘটনাস্থলে তড়িঘড়ি আসেন স্থানীয় বাসিন্দারা ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ খবর পেয়ে পুলিশও তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছয় ৷ এরপর আহত যাত্রীদের উদ্ধার করে পাঠানো হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। লরি ও বাসের সংঘর্ষের ফলে আহত হয়েছেন কমপক্ষে 30 থেকে 35 জন। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন যাত্রীরা ৷ যদিও মৃত্যুর কোনও খবর নেই। জানা গিয়েছে, গোয়ালতোড় থেকে প্রায় 60 জন যাত্রী নিয়ে হাওড়া যাচ্ছিল বাসটি। যাওয়ার পথে দাসপুরের চাঁদপুর এলাকায় ঘাটাল-পাঁশকুড়া রাজ্যসড়কে একটি লরির সঙ্গে ওভারটেক করতে যায়। ওভারটেক করতে গিয়ে ওই বাসটিকে ডান সাইড থেকে বাম সাইডে হঠাৎই চেপে দেয় লরিটি। আর তাতেই তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উলটে যায় রাজ্য সড়কের ধারে।

আরও পড়ুন: বান্দায় বিয়ে বাড়ির দুটি গাড়ির সংঘর্ষ, মৃত 5, আহত 6

যাত্রীদের মধ্যে বেশিরভাগই ছিলেন বয়স্ক ও মাঝ বয়স্ক। তাঁদের অভিযোগ, বাসটি ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়। যদি না-গাছে বাসটি আটকে যেত তাহলে হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। প্রথমে লরিটাকে ওভারটেক করতে গিয়ে দ্বিতীয় লরিটাকে ধাক্কা দেয় বাসটি। দুর্ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক ৷ পুলিশ যানজট কাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে ৷ ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করা হয়েছে প্রশাসনের তরফে। সাত সকালে ভয়াবহ এই দুর্ঘটনায় একদিকে আতঙ্ক ছড়িয়েছে বাস যাত্রীদের মধ্যে অন্যদিকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.