ETV Bharat / state

Suffocated to Death: ঘরের ভিতরে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু ব্যক্তির, ধূমপানের জেরে আগুন অনুমান পুলিশের - দাসপুর থানা

ঘরের ভিতরে আগুনের জেরে মৃত্যু ঘটল এক ব্যক্তির (Suffocated to Death) ৷ মোবাইল শর্ট-সার্কিট না ধূমপানের ধোঁয়ায়, তা ক্ষতিয়ে দেখছে পুলিশ ৷

ETV Bharat
Death
author img

By

Published : Jan 2, 2023, 9:33 PM IST

দাসপুর, 2 জানুয়ারি: শীতের অন্ধকারে গভীর রাতে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু ঘটল এক মধ্য বয়স্ক ব্যক্তির । আর এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । যদিও পুলিশ এই ঘটনায় দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে । ক্ষতিয়ে দেখা হচ্ছে মৃত্যুর কারণ ।

জানা গিয়েছে, ঘুমন্ত অবস্থায় বাড়ির মধ্যে আগুন লাগে ৷ আগুন লেগেছে বুঝতে না পেরে ঘরের ভিতরে ছিলেন ওই ব্যক্তি ৷ শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর (Man Suffocated to Death due to fire) । এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার নহলা চাঁইপাট গ্রামে । মৃত ব্যক্তির নাম ভবেশ ঘোড়ই(45)।

সূত্রের খবর, সোমবার ভোর নাগাদ ভবেশ ঘোড়ই-এর ঘরের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন প্রতিবেশীরা । তারাই দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে অচৈতন্য অবস্থায় দরজার সামনে পড়ে রয়েছেন ভবেশ । এরপর তাঁকে উদ্ধার করে বাড়ির বাইরে বের করে আনা হয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় ভবেশ ঘোড়ইয়ের । খবর দেওয়া হয় দাসপুর থানায় । পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

ঘরে একাই ঘুমাচ্ছিলেন ভবেশ ৷ কী কারণে তার ঘরের ভিতরে আগুন লাগল খতিয়ে দেখছে পুলিশ ৷ তবে তাঁর বিছানার উপর একটি মোবাইল চার্জ দেওয়া অবস্থায় পড়ে ছিল ৷ সেটিও অগ্নিদ্বগ্ধ অবস্থায় মিলেছে । মোবাইল ব্লাস্ট করে আগুন লাগার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান ৷ পাশাপাশি মৃত ভবেশ ঘোড়ই ধূমপান করতো বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা ৷ তা থেকেও আগুন লাগার ঘটনা ঘটতে পারে বলে অনুমান তাদের ।

আরও পড়ুন: দুই রুশ নাগরিকের রহস্যমৃত্যুতে ওড়িশা পুলিশের কাছে রিপোর্ট চাইল জাতীয় মানবাধিকার কমিশন

তবে সঠিক তথ্য পেতে ঘটনা খতিয়ে দেখছে দাসপুর থানার পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান, ধূমপান করায় তা থেকে আগুন লেগে এই ঘটনা ঘটতে পারে । কিন্তু ঘরের ভিতর আগুন লাগার ঘটনা ঘটলেও অগ্নিদগ্ধ হননি মৃত ভবেশ ঘোড়ই । ঘরের ভিতর আগুন লাগে বুঝতে না পেরে তার ধোঁয়ায় শ্বাস রোধ হয়ে মৃত্যু হয়েছে, এমনটাই মনে করছে পুলিশ ।

আরও পড়ুন: প্রেসিডেন্সি কলেজ ক্যাম্পাসে ছাত্রীকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

দাসপুর, 2 জানুয়ারি: শীতের অন্ধকারে গভীর রাতে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু ঘটল এক মধ্য বয়স্ক ব্যক্তির । আর এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । যদিও পুলিশ এই ঘটনায় দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে । ক্ষতিয়ে দেখা হচ্ছে মৃত্যুর কারণ ।

জানা গিয়েছে, ঘুমন্ত অবস্থায় বাড়ির মধ্যে আগুন লাগে ৷ আগুন লেগেছে বুঝতে না পেরে ঘরের ভিতরে ছিলেন ওই ব্যক্তি ৷ শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর (Man Suffocated to Death due to fire) । এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার নহলা চাঁইপাট গ্রামে । মৃত ব্যক্তির নাম ভবেশ ঘোড়ই(45)।

সূত্রের খবর, সোমবার ভোর নাগাদ ভবেশ ঘোড়ই-এর ঘরের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন প্রতিবেশীরা । তারাই দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে অচৈতন্য অবস্থায় দরজার সামনে পড়ে রয়েছেন ভবেশ । এরপর তাঁকে উদ্ধার করে বাড়ির বাইরে বের করে আনা হয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় ভবেশ ঘোড়ইয়ের । খবর দেওয়া হয় দাসপুর থানায় । পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

ঘরে একাই ঘুমাচ্ছিলেন ভবেশ ৷ কী কারণে তার ঘরের ভিতরে আগুন লাগল খতিয়ে দেখছে পুলিশ ৷ তবে তাঁর বিছানার উপর একটি মোবাইল চার্জ দেওয়া অবস্থায় পড়ে ছিল ৷ সেটিও অগ্নিদ্বগ্ধ অবস্থায় মিলেছে । মোবাইল ব্লাস্ট করে আগুন লাগার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান ৷ পাশাপাশি মৃত ভবেশ ঘোড়ই ধূমপান করতো বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা ৷ তা থেকেও আগুন লাগার ঘটনা ঘটতে পারে বলে অনুমান তাদের ।

আরও পড়ুন: দুই রুশ নাগরিকের রহস্যমৃত্যুতে ওড়িশা পুলিশের কাছে রিপোর্ট চাইল জাতীয় মানবাধিকার কমিশন

তবে সঠিক তথ্য পেতে ঘটনা খতিয়ে দেখছে দাসপুর থানার পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান, ধূমপান করায় তা থেকে আগুন লেগে এই ঘটনা ঘটতে পারে । কিন্তু ঘরের ভিতর আগুন লাগার ঘটনা ঘটলেও অগ্নিদগ্ধ হননি মৃত ভবেশ ঘোড়ই । ঘরের ভিতর আগুন লাগে বুঝতে না পেরে তার ধোঁয়ায় শ্বাস রোধ হয়ে মৃত্যু হয়েছে, এমনটাই মনে করছে পুলিশ ।

আরও পড়ুন: প্রেসিডেন্সি কলেজ ক্যাম্পাসে ছাত্রীকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.