বেলদা, 5 জানুয়ারি: সন্তানের সামনেই মায়ের গলা কেটে খুন করল বাবা (Man Kills Wife by cutting her throat) ৷ নৃশংস সেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেলদা জুড়ে । মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে পারিবারিক অশান্তিকেই দায়ী করেছে পুলিশ। এই ঘটনায় প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে ৷ যদিও সন্তানের জবানবন্দি অনুযায়ী বাবাকেই প্রাথমিকভাবে ঘটনার জন্য দায়ী করা হয়েছে।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা থানার গহিরাতে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সাংসারিক অশান্তি চলছিল এই দম্পতির মধ্যে। গতকাল রাতে ফের অশান্তি লেগেছিল তাঁদের মধ্যে। এরপর মঞ্জু বারিকের স্বামী কালিপদ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী'র গলা কেটে দেয়। এমনটাই অভিযোগ মৃতের পরিবারে ৷ ওই মহিলার স্বামীর বাড়ির প্রতিবেশীরা মৃত মহিলার বাড়িতে এই ঘটনার খবর জানায় বলে দাবি মৃতের ভাইয়ের ।
পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ । এই ঘটনায় ধৃতকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে ৷ পাশাপাশি দেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ছেলের চোখের সামনে সমস্ত ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ৷ ফলে আতঙ্কে রয়েছে সে ৷ তাই ঘটনাস্থলে মোতায়ন রয়েছে পুলিশ । তবে মৃত্যুর সঠিক কারণ তদন্ত করে দেখছে বেলদা থানার পুলিশ (Belda Murder Case)।
আরও পড়ুন: বিবাহবিচ্ছেদ চাওয়ায় স্ত্রীকে খুন, দুর্গাপুরকাণ্ডে আদালতে স্বীকার স্বামীর
ইব্রাহিম শাহ নামে এক স্থানীয় বলেন, "প্রতিদিন ঝগড়া লেগেই থাকতো ওই পরিবারে । গতকাল রাতে খুব চিৎকার-চেঁচামেচির আওয়াজ পাওয়া গিয়েছে । ওই বাচ্চা ছেলের বয়ান অনুযায়ী তার বাবা ধারাল কিছু দিয়ে মাকে মেরে দিয়েছে । পুলিশ এসেছিল । দেহ নিয়ে গিয়েছে ৷ সঙ্গে ওই ব্যক্তিকেও নিয়ে গিয়েছে থানায় ।"
আরও পড়ুন: রাস্তায় ইট দিয়ে মাথা থেঁতলে স্ত্রীকে খুন মানসিক ভারসাম্যহীনের