ETV Bharat / state

বাইকে মাইক্রোফোন ও সাউন্ডবক্স লাগিয়ে মানুষকে কোরোনা সচেতনতার বার্তা মশালের - মশাল

সঙ্গী একটি মোটর বাইক, মাইক্রোফোন ও সাউন্ড বক্স । এই তিনের সহযোগিতায় কেশপুরের বিভিন্ন প্রান্তে মানুষকে কোরোনা নিয়ে সচেতন করছেন মশাল ।

Seikh Moslem Ali
শেখ মোসলেম আলি
author img

By

Published : Apr 28, 2020, 9:48 AM IST

কেশপুর, 28 এপ্রিল : এলাকার মানুষের কাছে তিনি মশাল নামে পরিচিত । সেই নামের মর্যাদা রেখেই কোরোনা সংক্রমণ রোধে সচেতনতামূলক বার্তা প্রচার করে মানুষকে মশালের আলোয় আলোকিত করছেন । তাঁর এই কাজে সঙ্গী একটি মোটর বাইক, মাইক্রোফোন ও সাউন্ড বক্স । এই তিনের সহযোগিতায় কেশপুরের বিভিন্ন প্রান্তে মানুষকে কোরোনা নিয়ে সচেতন করছেন মশাল ।

মশালের ভালো নাম শেখ মোসলেম আলি । কেশপুরের মুগবসান অঞ্চলের কুচিয়াড়া গ্রামের বাসিন্দা । মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে শিক্ষকতা করেন । পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট রেফারি অ্যাসোসিয়েশনের কোর কমিটির সদস্যও । বিবি উপ স্বাস্থ্যকেন্দ্রের কর্মী । দুই মেয়ে রয়েছে তাঁদের । তারা পড়াশোনা করছে ।

জনতা কারফিউর দিন থেকেই মোটর বাইকে মাইক্রোফোন, সাউন্ড বক্স ও প্ল্যাকার্ড লাগিয়ে কেশপুরের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন তিনি । কোরোনা রোধে স্বাস্থ্যবিধিগুলি মেনে চলতে বলে মানুষকে সচতেন করছেন । প্রতিদিন তিন ঘণ্টা করে বিভিন্ন অঞ্চলে গিয়ে কোরোনার সচেতনতামূলক বার্তা প্রচার করেন তিনি । প্রথমদিকে প্রশাসনের থেকে কোনও অনুমতি না নিয়েই প্রচার চালিয়েছেন । তবে, এখন প্রশাসনিক স্তরে অনুমতি নিয়েই প্রচার করতে বেরোন তিনি ।

শেখ মোসলেম আলি বলেন, "সামাজিক কাজকর্ম করা আমার নেশা । তাই গ্রামের মানুষকে কোরোনা সম্পর্কে সচেতন করছি । মানুষকে মহামারীর প্রকোপ থেকে রক্ষা করার জন্যই আমার এই কর্মসূচি ।"

কেশপুর, 28 এপ্রিল : এলাকার মানুষের কাছে তিনি মশাল নামে পরিচিত । সেই নামের মর্যাদা রেখেই কোরোনা সংক্রমণ রোধে সচেতনতামূলক বার্তা প্রচার করে মানুষকে মশালের আলোয় আলোকিত করছেন । তাঁর এই কাজে সঙ্গী একটি মোটর বাইক, মাইক্রোফোন ও সাউন্ড বক্স । এই তিনের সহযোগিতায় কেশপুরের বিভিন্ন প্রান্তে মানুষকে কোরোনা নিয়ে সচেতন করছেন মশাল ।

মশালের ভালো নাম শেখ মোসলেম আলি । কেশপুরের মুগবসান অঞ্চলের কুচিয়াড়া গ্রামের বাসিন্দা । মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে শিক্ষকতা করেন । পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট রেফারি অ্যাসোসিয়েশনের কোর কমিটির সদস্যও । বিবি উপ স্বাস্থ্যকেন্দ্রের কর্মী । দুই মেয়ে রয়েছে তাঁদের । তারা পড়াশোনা করছে ।

জনতা কারফিউর দিন থেকেই মোটর বাইকে মাইক্রোফোন, সাউন্ড বক্স ও প্ল্যাকার্ড লাগিয়ে কেশপুরের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন তিনি । কোরোনা রোধে স্বাস্থ্যবিধিগুলি মেনে চলতে বলে মানুষকে সচতেন করছেন । প্রতিদিন তিন ঘণ্টা করে বিভিন্ন অঞ্চলে গিয়ে কোরোনার সচেতনতামূলক বার্তা প্রচার করেন তিনি । প্রথমদিকে প্রশাসনের থেকে কোনও অনুমতি না নিয়েই প্রচার চালিয়েছেন । তবে, এখন প্রশাসনিক স্তরে অনুমতি নিয়েই প্রচার করতে বেরোন তিনি ।

শেখ মোসলেম আলি বলেন, "সামাজিক কাজকর্ম করা আমার নেশা । তাই গ্রামের মানুষকে কোরোনা সম্পর্কে সচেতন করছি । মানুষকে মহামারীর প্রকোপ থেকে রক্ষা করার জন্যই আমার এই কর্মসূচি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.