ETV Bharat / state

তৃণমূল নেত্রীর জনসভার প্রস্তুতি চলছে জোরকদমে

আগামী সপ্তাহে জঙ্গলমহলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার আয়োজন করা হয়েছে । পশ্চিম মেদিনীপুরের কলেজিয়েট মাঠে তার জন্য প্রস্তুতি চলছে জোর কদমে । জনসভায় বুথ স্তর থেকে জেলার দলীয় নেতৃত্ব এই জনসভায় উপস্থিত থাকবেন বলে আশা করছেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি ।

author img

By

Published : Dec 2, 2020, 6:56 PM IST

তৃণমূল নেত্রীর জনসভার প্রস্তুতি চলছে জোরকদমে
তৃণমূল নেত্রীর জনসভার প্রস্তুতি চলছে জোরকদমে

মেদিনীপুর, 2 ডিসেম্বর : আগামী 7 ডিসেম্বর মেদিনীপুরে জনসভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তবে সেই সভায় শুভেন্দু অধিকারী থাকবেন কিনা সেই সেই নিয়ে সঠিক উত্তর এখনও পাওয়া যায়নি । যদিও এই সভা ঘিরে এখন চলছে কলেজ কলেজিয়েট মাঠে জোরদার প্রস্তুতি । স্থানীয় তৃণমূল নেতৃত্বদের অনুমান, লক্ষাধিক দলীয় সমর্থনকারীরা এই জনসভায় উপস্থিত হবে ।

পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক শহর সেজে উঠছে । রাজনৈতিক সভা অনুষ্ঠিত হবে মেদিনীপুর শহরের কলেজিয়েট মাঠে । সেই মাঠে চলছে মোরাপ বাঁধার কাজ । জেলার বিভিন্ন স্থানে মুখ্যমন্ত্রীর ব্যানর, ফেস্টুন ও সভার গেট লাগানো হচ্ছে । আগামী সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী জনসভায় বক্তব্য রাখবেন ।

সম্প্রতি মাসখানেক আগে মেদিনীপুর এবং জঙ্গলমহল, ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠক সেরে কলকাতা ফিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার রেশ এখনও কাটেনি । তবে পুনরায় জনসভাকে ঘিরে আবার নতুন করে উৎসবের চেহারা নিয়েছে তৃণমূল নেতৃত্বের মধ্যে । রাজনৈতিক মতে, মুখ্যমন্ত্রীর এই সভা মূলত শুভেন্দু অনুগামী এবং তৃণমূলের সঙ্গে সম্পর্ক স্থাপনের লক্ষ্য । এর মধ্য দিয়ে 2021-এর নির্বাচনে তৃণমূলের দখলে কতগুলো সিট থাকবে সে বিষয়ে পাকাপোক্ত সিদ্ধান্ত নিতে তৃণমূল নেত্রী এই সভায় বক্তব্য রাখবেন ।

রাজনৈতিক মহলের একাংশের ধারণা, গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহল যেভাবে তৃণমূলের হাতছাড়া হয়েছে সেই জঙ্গলমহলকে পুনরুদ্ধার করার জন্যই তৃণমূল নেত্রী খোদ আসছেন এই সভায় । কোরোনা পরিস্থিতিতে লক্ষাধিক মানুষের সমাগম হওয়ার কারণে, প্রশাসন জোর তৎপরতার সঙ্গে মাঠে নেমেছে ।

জনসভা হওয়ার আগেই প্রশাসনের আধিকারিকরা দফায় দফায় মাঠ পরিদর্শন করছেন । কাজের হাল-হকিকত নিয়ে খোঁজখবর করছেন । এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, "এই প্রথম কোরোনা পরিস্থিতিতে এত বড় জনসভার আয়োজন করা হচ্ছে । সমস্ত বুথ স্তরের কর্মী থেকে শুরু করে জেলার তাবড় দলীয় নেতারা এই জনসভায় উপস্থিত থাকবেন । যেভাবে আমাদের নেত্রী মানুষের উপকার করছেন তাতে সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সভায় অংশ গ্রহণ করবেন ।" তবে এই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী থাকবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে ।

7 ডিসেম্বর জঙ্গলমহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা

মেদিনীপুর, 2 ডিসেম্বর : আগামী 7 ডিসেম্বর মেদিনীপুরে জনসভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তবে সেই সভায় শুভেন্দু অধিকারী থাকবেন কিনা সেই সেই নিয়ে সঠিক উত্তর এখনও পাওয়া যায়নি । যদিও এই সভা ঘিরে এখন চলছে কলেজ কলেজিয়েট মাঠে জোরদার প্রস্তুতি । স্থানীয় তৃণমূল নেতৃত্বদের অনুমান, লক্ষাধিক দলীয় সমর্থনকারীরা এই জনসভায় উপস্থিত হবে ।

পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক শহর সেজে উঠছে । রাজনৈতিক সভা অনুষ্ঠিত হবে মেদিনীপুর শহরের কলেজিয়েট মাঠে । সেই মাঠে চলছে মোরাপ বাঁধার কাজ । জেলার বিভিন্ন স্থানে মুখ্যমন্ত্রীর ব্যানর, ফেস্টুন ও সভার গেট লাগানো হচ্ছে । আগামী সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী জনসভায় বক্তব্য রাখবেন ।

সম্প্রতি মাসখানেক আগে মেদিনীপুর এবং জঙ্গলমহল, ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠক সেরে কলকাতা ফিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার রেশ এখনও কাটেনি । তবে পুনরায় জনসভাকে ঘিরে আবার নতুন করে উৎসবের চেহারা নিয়েছে তৃণমূল নেতৃত্বের মধ্যে । রাজনৈতিক মতে, মুখ্যমন্ত্রীর এই সভা মূলত শুভেন্দু অনুগামী এবং তৃণমূলের সঙ্গে সম্পর্ক স্থাপনের লক্ষ্য । এর মধ্য দিয়ে 2021-এর নির্বাচনে তৃণমূলের দখলে কতগুলো সিট থাকবে সে বিষয়ে পাকাপোক্ত সিদ্ধান্ত নিতে তৃণমূল নেত্রী এই সভায় বক্তব্য রাখবেন ।

রাজনৈতিক মহলের একাংশের ধারণা, গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহল যেভাবে তৃণমূলের হাতছাড়া হয়েছে সেই জঙ্গলমহলকে পুনরুদ্ধার করার জন্যই তৃণমূল নেত্রী খোদ আসছেন এই সভায় । কোরোনা পরিস্থিতিতে লক্ষাধিক মানুষের সমাগম হওয়ার কারণে, প্রশাসন জোর তৎপরতার সঙ্গে মাঠে নেমেছে ।

জনসভা হওয়ার আগেই প্রশাসনের আধিকারিকরা দফায় দফায় মাঠ পরিদর্শন করছেন । কাজের হাল-হকিকত নিয়ে খোঁজখবর করছেন । এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, "এই প্রথম কোরোনা পরিস্থিতিতে এত বড় জনসভার আয়োজন করা হচ্ছে । সমস্ত বুথ স্তরের কর্মী থেকে শুরু করে জেলার তাবড় দলীয় নেতারা এই জনসভায় উপস্থিত থাকবেন । যেভাবে আমাদের নেত্রী মানুষের উপকার করছেন তাতে সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সভায় অংশ গ্রহণ করবেন ।" তবে এই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী থাকবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে ।

7 ডিসেম্বর জঙ্গলমহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.