ETV Bharat / state

Mamata Banerjee: টাটা মেটালিকে চাকরি হবে 1 হাজার, জানালেন মুখ্যমন্ত্রী - Modi Government

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সেখানে তিনি একাধিক সরকারি কর্মসূচির উদ্বোধন ও শিলান্যাস করেন ৷ তার পর তাঁর সরকারের একাধিক উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন ৷

Mamata Banerjee says Tata Investment in Bengal will Create More Jobs
Mamata Banerjee: টাটা মেটালিকে চাকরি হবে 1 হাজার, জানালেন মুখ্যমন্ত্রী
author img

By

Published : Sep 15, 2022, 3:14 PM IST

Updated : Sep 15, 2022, 3:34 PM IST

খড়গপুর (পশ্চিম মেদিনীপুর), 15 সেপ্টেম্বর : অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সম্ভাবনার খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ বৃহস্পতিবার তিনি জানালেন, বাংলায় 600 কোটি টাকা বিনিয়োগ করেছে টাটা মেটালিক্সের (Tata Metaliks) ৷ সেখানে 1 হাজার চাকরি হবে ৷

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সরকারি কর্মসূচির উদ্বোধন ও শিলান্যাস করেন ৷ তার পর তাঁর সরকারের একাধিক উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন ৷ সেখানে তিনি টাটা মেটালিক্সের বিনিয়োগ নিয়ে বলেন ৷

এছাড়াও তিনি জানান, স্কিল ট্রেনিংয়ে বাংলা এক নম্বরে ৷ আগামিদিনে 89 হাজার শিক্ষক নিয়োগ হবে ৷ লেদার ইন্ডাস্ট্রিতে আড়াই লক্ষ চাকরি পেয়েছে ৷ দেউচা পাচামিতে 1 লক্ষ চাকরি হবে ৷

কর্মসংস্থান নিয়ে কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে তোপ দাগেন ৷ তিনি জানান, সারা ভারতে বেকারত্ব বেড়েছে, বাংলায় কমেছে ৷ বাংলায় 40 শতাংশ চাকরি বেড়েছে ৷ তাঁর কথায়, ‘‘আমরা চুপচাপ করি বলে কেউ জানতে পারে না ৷’’

এছাড়া বাংলায় নতুন বিমানবন্দর তৈরির ইস্যুতেও তিনি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷ তিনি জানিয়েছেন, বাংলায় তিনটে বিমানবন্দর তৈরি হচ্ছে ৷ একটা বালুরঘাট, কোচবিহার আর মালদা ৷ রাজ্য সরকার এই বিমানবন্দর তৈরির জমি বেছে রেখেছে ৷ কিন্তু কেন্দ্রীয় সরকার অনুমতি দিচ্ছে না ৷ একই সঙ্গে তিনি জানান, অন্ডাল বিমানবন্দরকে আন্তর্জাতিক করা হবে ৷ পুরুলিয়াতেও বিমানবন্দর তৈরি করবে রাজ্য সরকার ৷

আরও পড়ুন : পাঁচ জেলার 10 হাজার প্রার্থীর চাকরি, কর্ম মেলায় নিয়োগের শংসাপত্র দেবেন মুখ্যমন্ত্রী

খড়গপুর (পশ্চিম মেদিনীপুর), 15 সেপ্টেম্বর : অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সম্ভাবনার খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ বৃহস্পতিবার তিনি জানালেন, বাংলায় 600 কোটি টাকা বিনিয়োগ করেছে টাটা মেটালিক্সের (Tata Metaliks) ৷ সেখানে 1 হাজার চাকরি হবে ৷

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সরকারি কর্মসূচির উদ্বোধন ও শিলান্যাস করেন ৷ তার পর তাঁর সরকারের একাধিক উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন ৷ সেখানে তিনি টাটা মেটালিক্সের বিনিয়োগ নিয়ে বলেন ৷

এছাড়াও তিনি জানান, স্কিল ট্রেনিংয়ে বাংলা এক নম্বরে ৷ আগামিদিনে 89 হাজার শিক্ষক নিয়োগ হবে ৷ লেদার ইন্ডাস্ট্রিতে আড়াই লক্ষ চাকরি পেয়েছে ৷ দেউচা পাচামিতে 1 লক্ষ চাকরি হবে ৷

কর্মসংস্থান নিয়ে কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে তোপ দাগেন ৷ তিনি জানান, সারা ভারতে বেকারত্ব বেড়েছে, বাংলায় কমেছে ৷ বাংলায় 40 শতাংশ চাকরি বেড়েছে ৷ তাঁর কথায়, ‘‘আমরা চুপচাপ করি বলে কেউ জানতে পারে না ৷’’

এছাড়া বাংলায় নতুন বিমানবন্দর তৈরির ইস্যুতেও তিনি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷ তিনি জানিয়েছেন, বাংলায় তিনটে বিমানবন্দর তৈরি হচ্ছে ৷ একটা বালুরঘাট, কোচবিহার আর মালদা ৷ রাজ্য সরকার এই বিমানবন্দর তৈরির জমি বেছে রেখেছে ৷ কিন্তু কেন্দ্রীয় সরকার অনুমতি দিচ্ছে না ৷ একই সঙ্গে তিনি জানান, অন্ডাল বিমানবন্দরকে আন্তর্জাতিক করা হবে ৷ পুরুলিয়াতেও বিমানবন্দর তৈরি করবে রাজ্য সরকার ৷

আরও পড়ুন : পাঁচ জেলার 10 হাজার প্রার্থীর চাকরি, কর্ম মেলায় নিয়োগের শংসাপত্র দেবেন মুখ্যমন্ত্রী

Last Updated : Sep 15, 2022, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.