বেলদা, 14 অগাস্ট : প্রেম বড় বালাই ৷ প্রেমিকার বিয়ের রাতেই ছাদনা তলায় ফুলের মালা নিয়ে হাজির প্রেমিক ৷ দাবি একটাই, তাকেই বিয়ে করতে হবে ৷ এদিকে প্রেমিকা রাজি নয় ৷ তবুও নাছোড়বান্দা প্রেমিক ৷ অবশেষে পুলিশ এসে প্রেমিককে থানায় নিয়ে যায় ৷ বৃহস্পতিবার রাতে বেলদা থানার বারবেড়িয়া এলাকার ঘটনা ৷
পরিবার সূত্রে জানা গেছে, বিগত চার বছর ধরে বারবেড়িয়া গ্রামের যুবতির সঙ্গে প্রতিবেশি গ্রাম সুশিন্দার যুবকের প্রেমের সম্পর্ক ছিল ৷ বৃহস্পতিবার বিকেলে ওই যুবক জানতে পারে প্রেমিকার অন্যত্র বিয়ের ঠিক হয়েছে ৷ এক প্রতিষ্ঠিত পাত্রের সঙ্গে ৷ জানার পরেই ফুলের মালা কিনে নিয়ে এসে হাজির প্রেমিকার বাড়ির সামনে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আসে ৷
ঘটনায় যুবতি সাফ জানিয়ে দেয়, বাড়ির অমতে বিয়ে করতে চায় না সে ৷ বাবা মায়ের পছন্দের পাত্রকেই বিয়ে করতে চায় ৷ তারপরেও যুবক পুলিশের সামনে দাবি করে, তার সামনে এসে পরিষ্কার করে জানাতে হবে যে সে কাকে বিয়ে করতে চায় ! পুলিশ তারপর দুই প্রাপ্ত বয়স্কের রায়কে গুরুত্ব দেয় ৷ পুলিশ যুবককে থানায় নিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেয় ৷