ভগবানপুর, 28 মে : হয় মদের দোকান, না হলে স্কুল । আজ এই দাবি নিয়েই ভগবানপুর থানার গোপীনাথপুর গ্রামে একটি মদের দোকান খোলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা । বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের বচসা বাধে । পুলিশ লাঠিচার্জ করেছে বলে গ্রামবাসীদের অভিযোগ ।
আজ সকালে মদের দোকান খোলাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা । এলাকাবাসীদের অভিযোগ, এলাকায় সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান রয়েছে একদম রাস্তার ধারে । আর এই রাস্তার উপর দিয়েই গ্রামের মানুষ যাওয়া আসা করে । মদের দোকানের পাশেই রয়েছে স্কুল । মদ খেয়ে অনেকেই স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করে বলেও অভিযোগ । তাই আজ গ্রামবাসীরা একজোট হয়ে বিক্ষোভ দেখায় । এই বিক্ষোভে মহিলাদের ভূমিকাই ছিল বেশি । দোকানের সামনে একত্রিতভাবে বিক্ষোভ দেখায় তারা ।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ভগবানপুর থানার পুলিশ । বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাধে গ্রামবাসীদের । তারপরই পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ গ্রামবাসীদের । এলাকার এক মহিলা বলেন, "রাস্তার পাশেই একটি মদের দোকান রয়েছে । তার পাশেই স্কুল । আমাদের দাবি, হয় এখানে মদের দোকান থাকবে, না হলে স্কুল । একই জায়গায় দু'টো থাকতে পারে না ।"
ভগবানপুর থানার OC প্রণব রায় বলেন, "বিক্ষোভের খবর পেয়ে আমরা ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি । ওখানে লাইসেন্স প্রাপ্ত মদের দোকান রয়েছে । আমাদের কিছু করার নেই । তবে, পুলিশ কোনও লাঠিচার্জ করেনি । মানুষকে বুঝিয়েই অবরোধ তোলা হয়েছে ।"