ETV Bharat / state

Woman Tortured in Ghatal : যুবকের মৃত্যুতে জড়িত সন্দেহে মহিলার চুল কেটে মারধর, বাড়ি ভাঙচুর

দু'মাস আগে এক যুবকের মৃত্যুতে গ্রামেরই মহিলাকে সন্দেহ হয় ৷ তার জেরেই ওই মহিলার চুল কেটে নেওয়ার পাশাপাশি বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল মৃতের পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার অজবনগর মধ্যপাড়ায় (Woman Tortured in Ghatal) ৷

Women Torture
গৃহবধূর চুল কেটে নেওয়া ও বাড়ি ভাঙচুরের অভিযোগ
author img

By

Published : Jan 16, 2022, 10:24 PM IST

অজবনগর (পশ্চিম মেদিনীপুর), 16 জানুয়ারি : একটি পুরনো ঘটনার জেরে সন্দেহের বশে গৃহবধূর চুল কেটে তাঁকে মারধর ও বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে ৷ ঘটনায় গ্রেফতার 6 ৷

দু'মাস আগে ঘাটাল থানার অজবনগর মধ্যপাড়ার পেশায় গাড়িচালক খোকন বরদলুই নামে এক যুবকের মৃত্যু হয় (Ghatal news) ৷ মৃতের পরিবারের তরফে অভিযোগ, গ্রামেরই কয়েকজন মহিলা মিলে খোকনকে বিষ খাইয়ে মেরে ফেলেছে ৷ তাই সেই সময় ওই মহিলাদের বাড়িতে চড়াও হয় মৃত খোকনের বাড়ির লোকজন ৷ খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ৷

তবে সন্দেহের তালিকায় থাকা মহিলাদের মধ্যে একজন তখন বাপের বাড়ি চলে যান ৷ দু'মাস পর রবিবার সেই মহিলা শ্বশুরবাড়ি ফিরতেই তাঁর বাড়িতে চড়াও হয় তিনজন স্থানীয় বাসিন্দা ও মৃতের বাড়ির লোকজন ৷ সেখানেই গৃহবধূকে টেনে বাইরে বের করে নিয়ে এসে চুল কেটে নেওয়ার পাশাপাশি তাঁর বাড়িও ভাঙচুর করে বলে অভিযোগ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷ এই ঘটনায় মৃত খোকনের পরিবারের 3 জন ও তাঁদের 3 জন প্রতিবেশীকে গ্রেফতার করে ঘাটাল থানার পুলিশ ৷ ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

আরও পড়ুন : Couple Burnt in Chandrakona : পৌষ পার্বণের পিঠে পুলি তৈরি করতে গিয়ে অগ্নিদগ্ধ স্বামী-স্ত্রী

অজবনগর (পশ্চিম মেদিনীপুর), 16 জানুয়ারি : একটি পুরনো ঘটনার জেরে সন্দেহের বশে গৃহবধূর চুল কেটে তাঁকে মারধর ও বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে ৷ ঘটনায় গ্রেফতার 6 ৷

দু'মাস আগে ঘাটাল থানার অজবনগর মধ্যপাড়ার পেশায় গাড়িচালক খোকন বরদলুই নামে এক যুবকের মৃত্যু হয় (Ghatal news) ৷ মৃতের পরিবারের তরফে অভিযোগ, গ্রামেরই কয়েকজন মহিলা মিলে খোকনকে বিষ খাইয়ে মেরে ফেলেছে ৷ তাই সেই সময় ওই মহিলাদের বাড়িতে চড়াও হয় মৃত খোকনের বাড়ির লোকজন ৷ খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ৷

তবে সন্দেহের তালিকায় থাকা মহিলাদের মধ্যে একজন তখন বাপের বাড়ি চলে যান ৷ দু'মাস পর রবিবার সেই মহিলা শ্বশুরবাড়ি ফিরতেই তাঁর বাড়িতে চড়াও হয় তিনজন স্থানীয় বাসিন্দা ও মৃতের বাড়ির লোকজন ৷ সেখানেই গৃহবধূকে টেনে বাইরে বের করে নিয়ে এসে চুল কেটে নেওয়ার পাশাপাশি তাঁর বাড়িও ভাঙচুর করে বলে অভিযোগ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷ এই ঘটনায় মৃত খোকনের পরিবারের 3 জন ও তাঁদের 3 জন প্রতিবেশীকে গ্রেফতার করে ঘাটাল থানার পুলিশ ৷ ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

আরও পড়ুন : Couple Burnt in Chandrakona : পৌষ পার্বণের পিঠে পুলি তৈরি করতে গিয়ে অগ্নিদগ্ধ স্বামী-স্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.