মেদিনীপুর, 16 ফেব্রুয়ারি : মেদিনীপুর পৌরসভার 4 নং ওয়ার্ডের বামুনপাড়া (Medinipur Municipality News) ৷ আর পাঁচটা ওয়ার্ডের থেকে অনেকটাই আলাদা ৷ এখানকার প্রায় প্রত্যেক বাড়িতেই দু-একজন করে কুষ্ঠরোগী রয়েছেন ৷ শারিরীক অসুস্থতার জন্য ভিক্ষাবৃত্তির উপর নির্ভর করেই সংসার চালান অনেকে ৷ রেশন কার্ড না থাকায় বিনামূল্যে রেশনটুকুও পান না ৷ বাড়ি থেকে অনেকদূরে জলের কল ৷ তাই অনেক কষ্টে জল আনতে হয় ৷ এরকমই নানা সমস্যায় জর্জরিত এখানকার মানুষজন ৷ প্রাকৃতিক বিপর্যয়কে সঙ্গে নিয়ে এবং অর্ধাহারে দিন কাটে তাঁদের । ভিক্ষে করা ছাড়া কজের সুযোগ নেই । থাকবেই বা কী করে, ওরা যে শরীরে তেমন বল নেই ৷ তাই ওর চাইছেন সরকারি সুযোগ-সুবিধা ।
মেদিনীপুর শহরের 25টি ওয়ার্ডের মধ্যে 4 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত তাঁতিগেড়িয়ার এক প্রান্তে রয়েছে এই বামুনপাড়া (Leprosy Patient of Medinipur Municipality) । প্রায় 45 থেকে 50 পরিবারের বাস এখানে । ভোটের সময় নেতা-নেত্রীরা এলেও বছরের বাকি সময় এই কলোনীতে তাদের দেখা পাওয়ায় ভার ৷ শর্মা সান্তা নামে এই এলাকার এক বাসিন্দা বলেন, "দীর্ঘদিন ধরে রেশন কার্ড নেই । বহুবার আবেদন করা হলেও সমস্যা মেটেনি ৷ তাই ভিক্ষা করে দিন কাটাতে হয় ৷ আমাদের হাতে-পায়ের তেমন জোর নেই ৷ জলের কল বহুদূরে ৷ সেখান থেকে জল আনতে কষ্ট হয় ৷ আমাদের সমস্যা না মিটলে ভোট দিতে যাব না ৷"
আগেও ছিলেন, এবার ভোটে জিতলেও এই এলাকার মানুষদের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন তৃণমূল প্রার্থী নিরূপমা কুঙর শীট ৷
আরও পড়ুন : Potato Cultivation in Chandrakona : অকাল বর্ষণে ফলন কম, দামও নেই ; ভিন রাজ্যে আলু পাঠানোর দাবি কৃষকদের