ETV Bharat / state

Bharati Ghosh: ভারতী কী ফুল এঁকেছেন বোঝেনি বাম নেতৃত্ব, 24 ঘণ্টার মধ্যেই মোছা হল দেওয়াল - সিপিএমের প্রতীকের পাশেই পদ্ম এঁকেছিলেন ভারতী ঘোষ

24 ঘন্টা কাটল না ভারতী ঘোষের ফুল মুছল সিপিএম ৷ একই সঙ্গে, ভারতী আদৌ কী ফুল এঁকেছিলেন তা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন বাম নেতৃত্ব ৷ বুথ নেতৃত্বের দাবি দেওয়াল লেখাতে খারাপ প্রভাব পড়ার জন্যই দেওয়াল মুছে দেওয়া হয়েছে ৷

Etv Bharat
ভারতী ঘোষের ফুল মুছল সিপিএম
author img

By

Published : Jun 29, 2023, 3:51 PM IST

ভারতী ঘোষের ফুল মুছল সিপিএম

দাসপুর, 29 জুন: একদিন আগে সিপিএমের প্রতীকের পাশেই পদ্ম এঁকেছিলেন ভারতী ঘোষ ৷ আর 24 ঘণ্টা কাটতে না-কাটতে বিতর্ক ধামাচাপা দিতে নিজেদের দেওয়াল নিজেরাই মুছে দিল সিপিএম নেতৃত্ব। যদিও প্রথমে অন্যায়ের কিছু দেখেনি সিপিএম নেতারা ৷ কিন্তু সোশাল মিডিয়ায় বিতর্ক শুরু হতেই দেওয়াল লিখন মুছে দিয়েছে বামেরা ৷ পরে অবশ্য নেতৃত্ব জানিয়েছে দলের উপর চাপ আছে ৷ সেইসঙ্গে, বিজেপি নেত্রী ভারতী ঘোষের বক্তব্যের বিরূপ প্রভাব পড়েছে এলাকায়। আর সে কারণেই দেওয়াল লেখা মুছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে নেতৃত্ব ৷

প্রসঙ্গত, বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের কলমিজোড় পশ্চিম বুথে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রচারে নেমেছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। সেই সময় ওই এলাকায় চলছিল সিপিএমের দেওয়াল লিখনের কাজ। তাৎপর্যপূর্ণভাবে, এলাকাতে প্রচার চলাকালীন সিপিএমের দেওয়ালেই রং-তুলি দিয়ে পদ্মফুল এঁকে দেন বিজেপি নেত্রী ৷ দেখা গিয়েছে, রীতিমতো সিপিএম নেতার হাত থেকে তুলি নিয়ে নিজের হাতেই কাস্তে হাতুড়ির চিহ্নের পাশে পদ্ম ফুল আঁকেন ভারতী ঘোষ। আর এতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

সিপিএম নেতার হাত থেকে তুলি নিয়ে তাদের দেওয়ালেই পদ্ম ফুল আঁকার ঘটনায় শেখ লিয়াকত আলি নামে কলমিজোড় পশ্চিম বুথের সিপিএমের সম্পাদক অবশ্য প্রথমে বলেন, "এতে তো অন্যায়ের কিছু দেখছি না। পাশাপাশি দেওয়াল লিখুক না। মানুষের য়াকে মনে হবে ভোট তাকেই দেবে।" সেই সঙ্গে, তিনি দাবি করেন, রাজ্য জুড়ে তৃণমূলের দুর্নীতি-সন্ত্রাস ঠেকাতে সিপিএম, বিজেপি, কংগ্রেস সকলেই যে যার মতো করে লড়াই করছে। যদিও রাতে যখন তাঁকে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন, "আমি বাড়ির মালিকের অনুমতি নিয়েই দেওয়ার লিখছিলাম কিন্তু ভারতী ঘোষ তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে যখন চলে আসে আমি একা হয়ে যাওয়ায় কিছু বলতে পারিনি। এরপর তিনি আমার তুলি নিয়ে যখন ফুল আঁকেন সেটা পদ্মফুল না কী ফুল সেটা বোঝা যাচ্ছে না। তাই তাঁকে আর বারণ করিনি ৷ কিন্তু যখন দেখলাম এই খবর বিভিন্ন সোশাল মাধ্যমে পোস্ট হয়েছে তাতে পার্টির ভাবমূর্তি নষ্ট হয়েছে।"

আরও পড়ুন: এক যুগ পর খুলল কার্যালয়ের তালা, নির্বাচনের প্রাক্কালে চন্দ্রকোনায় উজ্জীবিত সিপিএম

কারণ হিসাবে তাঁর দাবি, সিপিএম এবং তৃণমূল সেটিং হয়েই বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। এই বক্তব্যে তাদের দলের উপর প্রভাব পড়ছে। আর সে কারণেই বাম নেতৃত্ব তাদের দেওয়ালে আঁকা ভারতী ঘোষের ফুলের ছবি মুছে দিয়েছে ৷ যদিও এ ঘটনায় পালটা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের জেলা-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, "আমরা আগেই বলেছিলাম বিজেপি এবং সিপিএম তলে তলে এক হয়ে রয়েছে। তাদের এই ভোটে লড়াই লোক দেখানো। তাই দেখলাম একটা দেওয়ালে সিপিএমের লেখার পরই বিজেপির ফুল আঁকা হচ্ছে। আর তাই আজ সেই ছবি প্রকাশ্যে এসেছে। তবে এই ফুল মুছে তারা নিজেদের সেটিং কখনোই মানুষের মন থেকে বুঝতে পারবে না।"

ভারতী ঘোষের ফুল মুছল সিপিএম

দাসপুর, 29 জুন: একদিন আগে সিপিএমের প্রতীকের পাশেই পদ্ম এঁকেছিলেন ভারতী ঘোষ ৷ আর 24 ঘণ্টা কাটতে না-কাটতে বিতর্ক ধামাচাপা দিতে নিজেদের দেওয়াল নিজেরাই মুছে দিল সিপিএম নেতৃত্ব। যদিও প্রথমে অন্যায়ের কিছু দেখেনি সিপিএম নেতারা ৷ কিন্তু সোশাল মিডিয়ায় বিতর্ক শুরু হতেই দেওয়াল লিখন মুছে দিয়েছে বামেরা ৷ পরে অবশ্য নেতৃত্ব জানিয়েছে দলের উপর চাপ আছে ৷ সেইসঙ্গে, বিজেপি নেত্রী ভারতী ঘোষের বক্তব্যের বিরূপ প্রভাব পড়েছে এলাকায়। আর সে কারণেই দেওয়াল লেখা মুছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে নেতৃত্ব ৷

প্রসঙ্গত, বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের কলমিজোড় পশ্চিম বুথে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রচারে নেমেছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। সেই সময় ওই এলাকায় চলছিল সিপিএমের দেওয়াল লিখনের কাজ। তাৎপর্যপূর্ণভাবে, এলাকাতে প্রচার চলাকালীন সিপিএমের দেওয়ালেই রং-তুলি দিয়ে পদ্মফুল এঁকে দেন বিজেপি নেত্রী ৷ দেখা গিয়েছে, রীতিমতো সিপিএম নেতার হাত থেকে তুলি নিয়ে নিজের হাতেই কাস্তে হাতুড়ির চিহ্নের পাশে পদ্ম ফুল আঁকেন ভারতী ঘোষ। আর এতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

সিপিএম নেতার হাত থেকে তুলি নিয়ে তাদের দেওয়ালেই পদ্ম ফুল আঁকার ঘটনায় শেখ লিয়াকত আলি নামে কলমিজোড় পশ্চিম বুথের সিপিএমের সম্পাদক অবশ্য প্রথমে বলেন, "এতে তো অন্যায়ের কিছু দেখছি না। পাশাপাশি দেওয়াল লিখুক না। মানুষের য়াকে মনে হবে ভোট তাকেই দেবে।" সেই সঙ্গে, তিনি দাবি করেন, রাজ্য জুড়ে তৃণমূলের দুর্নীতি-সন্ত্রাস ঠেকাতে সিপিএম, বিজেপি, কংগ্রেস সকলেই যে যার মতো করে লড়াই করছে। যদিও রাতে যখন তাঁকে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন, "আমি বাড়ির মালিকের অনুমতি নিয়েই দেওয়ার লিখছিলাম কিন্তু ভারতী ঘোষ তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে যখন চলে আসে আমি একা হয়ে যাওয়ায় কিছু বলতে পারিনি। এরপর তিনি আমার তুলি নিয়ে যখন ফুল আঁকেন সেটা পদ্মফুল না কী ফুল সেটা বোঝা যাচ্ছে না। তাই তাঁকে আর বারণ করিনি ৷ কিন্তু যখন দেখলাম এই খবর বিভিন্ন সোশাল মাধ্যমে পোস্ট হয়েছে তাতে পার্টির ভাবমূর্তি নষ্ট হয়েছে।"

আরও পড়ুন: এক যুগ পর খুলল কার্যালয়ের তালা, নির্বাচনের প্রাক্কালে চন্দ্রকোনায় উজ্জীবিত সিপিএম

কারণ হিসাবে তাঁর দাবি, সিপিএম এবং তৃণমূল সেটিং হয়েই বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। এই বক্তব্যে তাদের দলের উপর প্রভাব পড়ছে। আর সে কারণেই বাম নেতৃত্ব তাদের দেওয়ালে আঁকা ভারতী ঘোষের ফুলের ছবি মুছে দিয়েছে ৷ যদিও এ ঘটনায় পালটা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের জেলা-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, "আমরা আগেই বলেছিলাম বিজেপি এবং সিপিএম তলে তলে এক হয়ে রয়েছে। তাদের এই ভোটে লড়াই লোক দেখানো। তাই দেখলাম একটা দেওয়ালে সিপিএমের লেখার পরই বিজেপির ফুল আঁকা হচ্ছে। আর তাই আজ সেই ছবি প্রকাশ্যে এসেছে। তবে এই ফুল মুছে তারা নিজেদের সেটিং কখনোই মানুষের মন থেকে বুঝতে পারবে না।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.