ETV Bharat / state

নতুন বাড়ির ইচ্ছে অপূর্ণ, চলে গেলেন শ্যামল - অনন্তনাগে জঙ্গি হামলা

26 জুন অনন্তনাগে জঙ্গি হামলায় শহিদ হন পশ্চিম মেদিনীপুরের সবং-এর শ্যামল দে । আজ সকালে গ্রামের বাড়িতে তাঁর দেহ নিয়ে আসা হয় । গান স্যালুটে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয় ।

Shyamal Dey
শহিদ শ্যামল দে
author img

By

Published : Jun 28, 2020, 3:09 PM IST

Updated : Jun 28, 2020, 11:02 PM IST

সবং , 28 জুন : বয়স মাত্র 27 বছর । স্বপ্ন ছিল অনেক । কথা ছিল, নতুন বাড়ি তৈরি করে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করবেন । সেইমতো কয়েকদিন আগে বাবার সঙ্গে ফোনে কথা হয়েছিল । খুব তাড়াতাড়ি নতুন জীবন শুরু করারও কথা ছিল । কিন্তু সব থমকে গেল একটি মাত্র ফোনে । 26 জুন অনন্তনাগে জঙ্গি হামলায় শহিদ হন পশ্চিম মেদিনীপুরের সবং-এর শ্যামল দে । আজ সকালে সবং-এর সিংপুর গ্রামের বাড়িতে তাঁর দেহ নিয়ে আসা হয় । সেখানে ফুল , মালা ও গান স্যালুটের মাধ্যমে তাঁকে শেষ বিদায় জানানো হয় । উপস্থিত ছিলেন IG CRPF প্রদীপ কুমার সিং , সাংসদ দেব , BJP নেত্রী ভারতী ঘোষ , পুলিশ সুপার দীনেশ কুমার , রাজ্যসভার সাংসদ মানস রঞ্জন ভুঁইঞা । সকাল থেকে শ্যামলকে শ্রদ্ধা জানাতে হাজির হন হাজার হাজার মানুষ ।

শুক্রবার প্রতিদিনের মতো দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহরা অঞ্চলে পাদশাবহি বাগ সেতুর কাছে পাহারা দিচ্ছিলেন 90 নম্বর ব্যাটালিয়নের CRPF জওয়ানরা । টহলরত CRPF 90 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের উপর আচমকা গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা । আচমকা হামলায় আহত হয় এক বালক ও CRPF-এর এক জওয়ান । তাঁদের হাসপাতালে নিয়ে গেলে শ্যামল দে ও ওই বালককে মৃত বলে ঘোষণা করা হয় । ওই বালকের বাড়ি কুলগামে ।

2015 সালে সেনাবাহিনীতে যোগ দেন শ্যামল । তিনি 90 নম্বর ব্যাটেলিয়নের কাশ্মীরের অনন্তনাগে কর্মরত ছিলেন । শহিদের পরিবার সূত্রে জানা গেছে , গত ডিসেম্বরে বাড়ি এসেছিলেন শ্যামল । তারপর থেকে আর আসার সুযোগ হয়নি । জম্মু-কাশ্মীরের সমস্যা মিটে গেলে তাড়াতাড়ি বাড়ি ফিরবেন বলে জানিয়েছিলেন ৷ বাড়ি নির্মাণের জিনিসপত্র কেনার কথা ছিল। ঘটনার দিন বাবার সঙ্গে কথাও হয় তাঁর । তারপর দুপুর দেড়টা নাগাদ তাঁর মৃত্যুর খবর আসে ।

গান স্যালুটে বিদায় শহিদ শ্যামল দে কে

শ্যামলের বাবা বাদল দে জঙ্গিদের কঠোর হাতে দমন করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানান । IG CRPF বলেন , "আমরা খুব দুঃখিত । আমাদের একটা তরুণ ছেলেকে হারালাম । এই পরিবারের পাশে সব সময় আছি । সরকারি সমস্ত সাহায্য পাবে এই পরিবার । "

সবং , 28 জুন : বয়স মাত্র 27 বছর । স্বপ্ন ছিল অনেক । কথা ছিল, নতুন বাড়ি তৈরি করে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করবেন । সেইমতো কয়েকদিন আগে বাবার সঙ্গে ফোনে কথা হয়েছিল । খুব তাড়াতাড়ি নতুন জীবন শুরু করারও কথা ছিল । কিন্তু সব থমকে গেল একটি মাত্র ফোনে । 26 জুন অনন্তনাগে জঙ্গি হামলায় শহিদ হন পশ্চিম মেদিনীপুরের সবং-এর শ্যামল দে । আজ সকালে সবং-এর সিংপুর গ্রামের বাড়িতে তাঁর দেহ নিয়ে আসা হয় । সেখানে ফুল , মালা ও গান স্যালুটের মাধ্যমে তাঁকে শেষ বিদায় জানানো হয় । উপস্থিত ছিলেন IG CRPF প্রদীপ কুমার সিং , সাংসদ দেব , BJP নেত্রী ভারতী ঘোষ , পুলিশ সুপার দীনেশ কুমার , রাজ্যসভার সাংসদ মানস রঞ্জন ভুঁইঞা । সকাল থেকে শ্যামলকে শ্রদ্ধা জানাতে হাজির হন হাজার হাজার মানুষ ।

শুক্রবার প্রতিদিনের মতো দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহরা অঞ্চলে পাদশাবহি বাগ সেতুর কাছে পাহারা দিচ্ছিলেন 90 নম্বর ব্যাটালিয়নের CRPF জওয়ানরা । টহলরত CRPF 90 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের উপর আচমকা গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা । আচমকা হামলায় আহত হয় এক বালক ও CRPF-এর এক জওয়ান । তাঁদের হাসপাতালে নিয়ে গেলে শ্যামল দে ও ওই বালককে মৃত বলে ঘোষণা করা হয় । ওই বালকের বাড়ি কুলগামে ।

2015 সালে সেনাবাহিনীতে যোগ দেন শ্যামল । তিনি 90 নম্বর ব্যাটেলিয়নের কাশ্মীরের অনন্তনাগে কর্মরত ছিলেন । শহিদের পরিবার সূত্রে জানা গেছে , গত ডিসেম্বরে বাড়ি এসেছিলেন শ্যামল । তারপর থেকে আর আসার সুযোগ হয়নি । জম্মু-কাশ্মীরের সমস্যা মিটে গেলে তাড়াতাড়ি বাড়ি ফিরবেন বলে জানিয়েছিলেন ৷ বাড়ি নির্মাণের জিনিসপত্র কেনার কথা ছিল। ঘটনার দিন বাবার সঙ্গে কথাও হয় তাঁর । তারপর দুপুর দেড়টা নাগাদ তাঁর মৃত্যুর খবর আসে ।

গান স্যালুটে বিদায় শহিদ শ্যামল দে কে

শ্যামলের বাবা বাদল দে জঙ্গিদের কঠোর হাতে দমন করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানান । IG CRPF বলেন , "আমরা খুব দুঃখিত । আমাদের একটা তরুণ ছেলেকে হারালাম । এই পরিবারের পাশে সব সময় আছি । সরকারি সমস্ত সাহায্য পাবে এই পরিবার । "

Last Updated : Jun 28, 2020, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.