দাসপুর, 12 সেপ্টেম্বর : পশ্চিম মেদিনীপুরের দাসপুর 2 নং ব্লকের খুকুড়দহ 12 নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাশীনাথপুরে খুকুড়দহ থেকে গোপীগঞ্জ যাওয়ার রাস্তার দোগাভাঙা ও নারায়ণচক এলাকার মধ্যে পড়ে দুর্বাচটি খাল ৷ খালের পাশেই রয়েছে গ্রামীণ সড়ক যোজনার পিচ রাস্তা ৷ বৃষ্টির জল বাড়ায় ধস নেমেছে খাল সংলগ্ন এলাকায় ৷ খালের পাশে থাকা রাস্তার একাংশ ধসের জেরে ভেঙে পড়েছে ৷
খাল পাড়ের গুরুত্বপূর্ণ রাস্তায় ধস নামায় যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন একাধিক গ্রামের মানুষ । ওই রাস্তা দিয়ে যাত্রীবাহী ট্রেকার থেকে ছোট যানবাহন সবই চলাচল করে ৷ সঙ্গে হাজারও মানুষের নিত্য যাতায়াত ৷ খালের পাড়ে এই পিচ রাস্তার ঠিক পাশেই রয়েছে বসতি । খাল পাড় ধসে তা পিচ রাস্তায় চলে আসায় দুঃশ্চিন্তায় রয়েছেন এলাকার বাসিন্দারাও ।
স্থানীয় বাসিন্দাদের কথায়, দূর্বাচটি খাল সংস্কার হয়েছিল কয়েক মাস আগে ৷ তারপরে বর্ষায় জল বেড়েছিল খালে ৷ সেই জল কমতেই দাসপুর 2 নং ব্লকের খুকুড়দহ গ্রাম পঞ্চায়েতের কাশীনাথপুর, দোগাভাঙা ও নারায়ণচকের গ্রামীণ সড়ক যোজনার রাস্তায় শনিবার থেকেই দেখা দিয়েছে ধস । ফলে খাল পাড়ের রাস্তার অনেকটাই ধসে খালের সঙ্গে মিশে যাচ্ছে । আর এতেই প্রশাসনের উদাসীনতা ও পরিকল্পনাহীন খাল সংস্কার ও তাতে ঢিলেমির অভিযোগ তুলেছেন স্থানীয়রা ৷
যাতায়াতের গুরুত্বপূর্ণ এই রাস্তায় ধস দেখা দেওয়ায় এখনই তা মেরামত না হলে তা সম্পূর্ণ ধসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা । যদিও খবর পেয়ে এদিন ধস নামা এলাকায় যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান তপতী মণ্ডল । তিনি জানান, এই বিষয়ে স্থানীয় প্রশাসন থেকে সেচ দফতর সব জায়গাতেই জানানো হয়েছে । টেন্ডার হয়ে গিয়েছে ৷ কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছে সেচ দফতর ৷
তবে এই ঘটনার পর স্থানীয় গ্রামের মানুষদের চলাফেরায় সমস্যা হচ্ছে ৷ বিশেষ করে এই রাস্তা যাঁদের মূল যাতায়াতের পথ ছিল তাঁরা পারাপার করতে না পারায় সমস্যায় পড়েছেন ৷ সকলেই চাইছেন খুব দ্রুত প্রশাসন এই রাস্তা মেরামতির কাজ শুরু করুক ।
আরও পড়ুন : Ganesh Puja : গণেশকে 211 কেজির লাড্ডু দিয়ে পুজো খড়গপুরে