ETV Bharat / state

2 দিন রাস্তায় পড়ে প্রৌঢ়া, হাসপাতালে নিয়ে গিয়েও হল না শেষরক্ষা - পশ্চিম মেদিনীপুরের খবর

ক্ষীরপাই চৌকান এলাকায় দুই দিন ধরে রাস্তার ধারে পড়েছিলেন বছর পঞ্চাশের এই প্রৌঢ়া । কিন্তু করোনা আতঙ্কে সকলেই মুখ ফিরিয়ে নিয়েছিলেন ৷

ক্ষীরপাইয়ের খবর
ছবি
author img

By

Published : May 8, 2021, 10:45 PM IST

ক্ষীরপাই, 8 মে : দু'দিন ধরে রাস্তায় পড়ে ৷ অসুস্থ ৷ কেউ পাত্তা দিলেন না পরিচয়হীন ওই প্রৌঢ়াকে । শেষে মানবিক হল পুলিশ । কোরোনা আতঙ্কের মধ্যেই বছর পঞ্চাশের ওই অসুস্থ প্রৌঢ়াকে চিকিৎসার জন্য ভর্তি করা হল হাসপাতালে । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই চৌকান এলাকায় ৷ যদিও শেষ রক্ষা হল না প্রৌঢ়ার ৷

করোনা আতঙ্কের মাঝে প্রশাসনের মানবিক মুখ । পরিচয়হীন এক অসুস্থ প্রৌঢ়াকে জনবহুল এলাকায় রাস্তায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে দেখে প্রশাসনের আধিকারিকেরা ওই অসুস্থ মহিলাকে হাসপাতালে ভর্তি করান ৷ কিন্তু তারপরেও শেষরক্ষা হল না । চিকিৎসা শুরুর কিছু ঘণ্টার মধ্যে মৃত্যু হল তাঁর ।

ক্ষীরপাই চৌকান এলাকায় দুই দিন ধরে রাস্তার ধারে পড়েছিলেন বছর পঞ্চাশের এই প্রৌঢ়া । কিন্তু করোনা আতঙ্কে সকলেই মুখ ফিরিয়ে নিয়েছিলেন ৷ আজ দুপুর নাগাদ বিষয়টি জানতে পেরে দ্রুত পোঁছে যান ক্ষীরপাই ফাঁড়ি অফিসার ইনচার্জ প্রশান্ত কীর্তনীয়া ৷ সঙ্গে ছিলেন ব্লকের বিডিও রথীন্দ্রনাথ ঘোষ এবং ক্ষীরপাই ট্রাক্সফোর্সের সদস্যরা ।

দু'দিন রাস্তার ধারে পড়ে থাকার পর মৃত্যু প্রৌঢ়ার

আরও পড়ুন : করোনা আবহে তারকেশ্বর মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত

অসুস্থ প্রৌঢ়াকে চিকিৎসার জন্য পুলিশ অফিসারেরা নিজেরাই গাড়িতে তুলে দ্রুত ক্ষীরপাই হাসপাতালে ভর্তি করেন । কিন্তু চিকিৎসা কিছুক্ষণ করার পরই ওই প্রৌঢ়া মারা যায় । যদিও কী কারণে ওই প্রৌঢ়ার মৃত্যু তা জানতে চিকিৎসকরা দ্রুত তাঁর লালা রস সংগ্রহ করেন পরীক্ষার জন্য । রিপোর্ট আসার পর পরবর্তী পদক্ষেপ করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয় । যদিও ওই প্রৌঢ়ার পরিচয় এখনও অধরাই রয়েছে ।

ক্ষীরপাই, 8 মে : দু'দিন ধরে রাস্তায় পড়ে ৷ অসুস্থ ৷ কেউ পাত্তা দিলেন না পরিচয়হীন ওই প্রৌঢ়াকে । শেষে মানবিক হল পুলিশ । কোরোনা আতঙ্কের মধ্যেই বছর পঞ্চাশের ওই অসুস্থ প্রৌঢ়াকে চিকিৎসার জন্য ভর্তি করা হল হাসপাতালে । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই চৌকান এলাকায় ৷ যদিও শেষ রক্ষা হল না প্রৌঢ়ার ৷

করোনা আতঙ্কের মাঝে প্রশাসনের মানবিক মুখ । পরিচয়হীন এক অসুস্থ প্রৌঢ়াকে জনবহুল এলাকায় রাস্তায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে দেখে প্রশাসনের আধিকারিকেরা ওই অসুস্থ মহিলাকে হাসপাতালে ভর্তি করান ৷ কিন্তু তারপরেও শেষরক্ষা হল না । চিকিৎসা শুরুর কিছু ঘণ্টার মধ্যে মৃত্যু হল তাঁর ।

ক্ষীরপাই চৌকান এলাকায় দুই দিন ধরে রাস্তার ধারে পড়েছিলেন বছর পঞ্চাশের এই প্রৌঢ়া । কিন্তু করোনা আতঙ্কে সকলেই মুখ ফিরিয়ে নিয়েছিলেন ৷ আজ দুপুর নাগাদ বিষয়টি জানতে পেরে দ্রুত পোঁছে যান ক্ষীরপাই ফাঁড়ি অফিসার ইনচার্জ প্রশান্ত কীর্তনীয়া ৷ সঙ্গে ছিলেন ব্লকের বিডিও রথীন্দ্রনাথ ঘোষ এবং ক্ষীরপাই ট্রাক্সফোর্সের সদস্যরা ।

দু'দিন রাস্তার ধারে পড়ে থাকার পর মৃত্যু প্রৌঢ়ার

আরও পড়ুন : করোনা আবহে তারকেশ্বর মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত

অসুস্থ প্রৌঢ়াকে চিকিৎসার জন্য পুলিশ অফিসারেরা নিজেরাই গাড়িতে তুলে দ্রুত ক্ষীরপাই হাসপাতালে ভর্তি করেন । কিন্তু চিকিৎসা কিছুক্ষণ করার পরই ওই প্রৌঢ়া মারা যায় । যদিও কী কারণে ওই প্রৌঢ়ার মৃত্যু তা জানতে চিকিৎসকরা দ্রুত তাঁর লালা রস সংগ্রহ করেন পরীক্ষার জন্য । রিপোর্ট আসার পর পরবর্তী পদক্ষেপ করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয় । যদিও ওই প্রৌঢ়ার পরিচয় এখনও অধরাই রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.