ETV Bharat / state

Kurmi Protest at Dilip House: ‘কাপড় খুলে নেব’ মন্তব্যের জেরে দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও কুড়মিদের, ভাঙা হল গেট - Kurmi Protest

দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করল কুড়মিরা ৷ তাঁর ‘কাপড় খুলে নেব’ মন্তব্যের প্রতিবাদে তাঁর বাড়ি ঘেরাও করা হয় এ দিন ৷ যদিও, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে ৷

Kurmi Protest in Dilip House ETV BHARAT
Kurmi Protest in Dilip House
author img

By

Published : May 17, 2023, 5:33 PM IST

দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও কুড়মিদের

খড়গপুর, 17 মে: ক্ষমা না-চাইলে বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারি আগেই দিয়েছিল কুড়মিরা ৷ বুধবার দুপুরে অজিত মাহাতোর নেতৃত্বে খড়গপুরে সাংসদ তথা বিজেপির সর্বভারতী সহ-সভাপতির বাড়ি বেশ কয়েকঘণ্টা ঘেরাও করলেন তাঁরা ৷ তবে দিলীপ ঘোষ সেখানে না-থাকায় কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি ৷ তবে, সাংসদের বাড়ির সামনে বিক্ষোভে তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে শোনা গেল কুড়মিদের ৷ মূলত দিলীপ ঘোষের ‘কাপড় খুলে নেব’ মন্তব্যের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ কর্মসূচি ৷

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দিলীপ ঘোষের বাড়ির সামনে জমায়েত করে কুড়মিরা ৷ তাঁদের নেতৃত্ব দেন কুড়মি আন্দোলনের নেতা অজিত মাহাতো ৷ বাড়ির লোহার গেট ধরে টানাটানি করেন বিক্ষোভকারীরা ৷ এরপর গেট ভেঙেই বাড়ির ভিতরে ঢুকে পড়েন তাঁরা ৷ ভিতরে সেই সময় কেউ ছিল না ৷ ফলে সেখানেই বেশ কিছুক্ষণ ঘেরাও করে রেখে বিক্ষোভ দেখান কুড়মি আন্দোলনকারীরা ৷ পরে পুলিশ সেখানে পৌঁছয় ৷ প্রায় জোর করেই বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ পুলিশ এই মুহূর্তে বাইরে থেকে বাড়িটি ঘিরে রেখেছে ৷

বুধবার রাতেই দিলীপ ঘোষের খড়গপুরের বাড়িতে যাওয়ার কথা রয়েছে ৷ আজ রাতে দিল্লি থেকে কলকাতা ফিরবেন তিনি ৷ সেখান থেকেই খড়গপুরে আসবেন বলে এখনও পর্যন্ত খবর ৷ তাই সাংসদের নিরাপত্তার স্বার্থে বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ উল্লেখ্য, সম্প্রতি লালগড়ে যাওয়ার সময় কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েন মেদিনীপুরের সাংসদ ৷ তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখায় কুড়মিরা ৷ যার প্রেক্ষিতে পরবর্তী সময়ে কুড়মিদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন দিলীপ ৷ বলেন, ‘‘কুড়মিদের চাল-ডাল দিয়ে সাহায্য করেছি ৷ বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে নেব ৷’’

আরও পড়ুন: অন্যায় করেননি তাই ক্ষমাও চাইবেন না, কুড়মিদের হুঁশিয়ারির পালটা দিলীপ

দিলীপ ঘোষের এই মন্তব্যের পরেই ক্ষুব্ধ হয়ে ওঠে কুড়মিরা ৷ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির সমালোচনায় সরব হন কুড়মি নেতা অজিত মাহাতো ৷ তিনি হুঁশিয়ারি দেন ক্ষমা চাইতে হবে দিলীপকে ৷ নইলে তাঁর বাড়ি ঘেরাও করা হবে ৷ যদিও, গতকাল সেই হুঁশিয়ারির পালটা কটাক্ষ করেছিলেন মেদিনীপুরের সাংসদ ৷ তার পরেই আজ খড়গপুরে দিলীপ ঘোষের বাড়ির সামনে জমায়েত করল কুড়মিরা ৷

দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও কুড়মিদের

খড়গপুর, 17 মে: ক্ষমা না-চাইলে বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারি আগেই দিয়েছিল কুড়মিরা ৷ বুধবার দুপুরে অজিত মাহাতোর নেতৃত্বে খড়গপুরে সাংসদ তথা বিজেপির সর্বভারতী সহ-সভাপতির বাড়ি বেশ কয়েকঘণ্টা ঘেরাও করলেন তাঁরা ৷ তবে দিলীপ ঘোষ সেখানে না-থাকায় কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি ৷ তবে, সাংসদের বাড়ির সামনে বিক্ষোভে তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে শোনা গেল কুড়মিদের ৷ মূলত দিলীপ ঘোষের ‘কাপড় খুলে নেব’ মন্তব্যের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ কর্মসূচি ৷

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দিলীপ ঘোষের বাড়ির সামনে জমায়েত করে কুড়মিরা ৷ তাঁদের নেতৃত্ব দেন কুড়মি আন্দোলনের নেতা অজিত মাহাতো ৷ বাড়ির লোহার গেট ধরে টানাটানি করেন বিক্ষোভকারীরা ৷ এরপর গেট ভেঙেই বাড়ির ভিতরে ঢুকে পড়েন তাঁরা ৷ ভিতরে সেই সময় কেউ ছিল না ৷ ফলে সেখানেই বেশ কিছুক্ষণ ঘেরাও করে রেখে বিক্ষোভ দেখান কুড়মি আন্দোলনকারীরা ৷ পরে পুলিশ সেখানে পৌঁছয় ৷ প্রায় জোর করেই বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ পুলিশ এই মুহূর্তে বাইরে থেকে বাড়িটি ঘিরে রেখেছে ৷

বুধবার রাতেই দিলীপ ঘোষের খড়গপুরের বাড়িতে যাওয়ার কথা রয়েছে ৷ আজ রাতে দিল্লি থেকে কলকাতা ফিরবেন তিনি ৷ সেখান থেকেই খড়গপুরে আসবেন বলে এখনও পর্যন্ত খবর ৷ তাই সাংসদের নিরাপত্তার স্বার্থে বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ উল্লেখ্য, সম্প্রতি লালগড়ে যাওয়ার সময় কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েন মেদিনীপুরের সাংসদ ৷ তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখায় কুড়মিরা ৷ যার প্রেক্ষিতে পরবর্তী সময়ে কুড়মিদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন দিলীপ ৷ বলেন, ‘‘কুড়মিদের চাল-ডাল দিয়ে সাহায্য করেছি ৷ বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে নেব ৷’’

আরও পড়ুন: অন্যায় করেননি তাই ক্ষমাও চাইবেন না, কুড়মিদের হুঁশিয়ারির পালটা দিলীপ

দিলীপ ঘোষের এই মন্তব্যের পরেই ক্ষুব্ধ হয়ে ওঠে কুড়মিরা ৷ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির সমালোচনায় সরব হন কুড়মি নেতা অজিত মাহাতো ৷ তিনি হুঁশিয়ারি দেন ক্ষমা চাইতে হবে দিলীপকে ৷ নইলে তাঁর বাড়ি ঘেরাও করা হবে ৷ যদিও, গতকাল সেই হুঁশিয়ারির পালটা কটাক্ষ করেছিলেন মেদিনীপুরের সাংসদ ৷ তার পরেই আজ খড়গপুরে দিলীপ ঘোষের বাড়ির সামনে জমায়েত করল কুড়মিরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.