ETV Bharat / state

Kurmi Leader Dares Mamata: মুখ্যমন্ত্রীকে ঘাঘর ঘেরার হুঁশিয়ারি কুড়মি নেতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাঘর ঘেরার হুঁশিয়ারি দিলেন কুড়মি নেতা সুমন মাহাতোর ৷ শনিবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি রয়েছে ৷ সেখানে থাকার কথা মুখ্যমন্ত্রীর ৷ সেই নিয়ে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে ৷

Kurmi Leader Dares Mamata
Kurmi Leader Dares Mamata
author img

By

Published : May 27, 2023, 1:43 PM IST

মুখ্যমন্ত্রীকে ঘাঘর ঘেরার হুঁশিয়ারি কুড়মি নেতার

শালবনি (পশ্চিম মেদিনীপুর), 27 মে: জঙ্গলমহলে নবজোয়ার কর্মসূচিতে আসা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে শুক্রবার হামলা করার অভিযোগ ওঠে কুড়মিদের বিরুদ্ধে ৷ এই পরিস্থিতির মধ্যে আজ, শনিবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে নবজোয়ার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ সেখানে উপস্থিত থাকবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তাই এবার তাঁকেই ঘাঘর ঘেরা হবে হুঁশিয়ারি দিয়েছেন কুড়মিদের নেতা সুমন মাহাতো ৷

এ দিন কুড়মি কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মাহাতো বলেন, ‘‘আমরা আমাদের নির্দিষ্ট দাবিদাওয়ার ভিত্তিতে শান্তিপূর্ণ অবস্থান করছি । কর্মসূচি অনুযায়ী ঘাঘর ঘেরা হবে । তাই আমরা মুখ্যমন্ত্রীকেও সেই ঘাঘর ঘেরাও করব নির্দিষ্ট দাবিদাওয়া পূরণ এবং তফশিলি উপজাতিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ।’’

প্রসঙ্গত, শুক্রবার নবজোয়ার কর্মসূচি নিয়ে ঝাড়গ্রামে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ যখন গড়শালবনি হয়ে অভিষেক ফিরছিলেন, ঠিক সেই সময় তাঁর গাড়ি চলে যাওয়ার পরেই মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ৷ তাঁর গাড়িতে ইট পাটকেল ছোড়া হয়েছে বলেও অভিযোগ ওঠে ৷ অভিযোগের তির কুড়মিদের দিকে ৷

ঘটনাটিকে গুন্ডামি বলে ব্যাখ্যা করেন অভিষেক ৷ নেপথ্যে বিজেপিও ছিল বলে অভিযোগ ওঠে ৷ সেই নিয়ে উত্তেজনা রয়েছে জঙ্গলমহলে ৷ গতকালের ঘটনায় কুড়মিদের আটক করা থেকে মামলা রুজু হওয়ার ঘটনাও ঘটেছে ৷ তবে সুমন মাহাতো শুক্রবার অভিষেকের কনভয়ে হামলার ঘটনা নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ৷

সুমন মাহাতো বলেন, ‘‘এই ঘটনা কুড়মিরা ঘটায়নি ৷ এর মধ্যে ষড়যন্ত্র রয়েছে । আমরা সবাইকেই ঘাঘর ঘেরা করেছি । বিজেপিকে করলে তৃণমূল যোগ, আর তৃণমূলকে করলে বিজেপি যোগ এটা নতুন নয় ।’’

এদিকে শুক্রবারের ঘটনার পর শালবনিতে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে ৷ নতুন করে যাতে এই ধরনের বিক্ষোভ না হয়, সেই বিষয়ে সচেতন রয়েছে পুলিশ ও প্রশাসন ৷

আরও পড়ুন: মিছিলে জয় শ্রীরাম ধ্বনি কেন ? জবাব পেতে কুড়মি নেতাদের 48 ঘণ্টা সময় অভিষেকের !

মুখ্যমন্ত্রীকে ঘাঘর ঘেরার হুঁশিয়ারি কুড়মি নেতার

শালবনি (পশ্চিম মেদিনীপুর), 27 মে: জঙ্গলমহলে নবজোয়ার কর্মসূচিতে আসা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে শুক্রবার হামলা করার অভিযোগ ওঠে কুড়মিদের বিরুদ্ধে ৷ এই পরিস্থিতির মধ্যে আজ, শনিবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে নবজোয়ার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ সেখানে উপস্থিত থাকবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তাই এবার তাঁকেই ঘাঘর ঘেরা হবে হুঁশিয়ারি দিয়েছেন কুড়মিদের নেতা সুমন মাহাতো ৷

এ দিন কুড়মি কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মাহাতো বলেন, ‘‘আমরা আমাদের নির্দিষ্ট দাবিদাওয়ার ভিত্তিতে শান্তিপূর্ণ অবস্থান করছি । কর্মসূচি অনুযায়ী ঘাঘর ঘেরা হবে । তাই আমরা মুখ্যমন্ত্রীকেও সেই ঘাঘর ঘেরাও করব নির্দিষ্ট দাবিদাওয়া পূরণ এবং তফশিলি উপজাতিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ।’’

প্রসঙ্গত, শুক্রবার নবজোয়ার কর্মসূচি নিয়ে ঝাড়গ্রামে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ যখন গড়শালবনি হয়ে অভিষেক ফিরছিলেন, ঠিক সেই সময় তাঁর গাড়ি চলে যাওয়ার পরেই মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ৷ তাঁর গাড়িতে ইট পাটকেল ছোড়া হয়েছে বলেও অভিযোগ ওঠে ৷ অভিযোগের তির কুড়মিদের দিকে ৷

ঘটনাটিকে গুন্ডামি বলে ব্যাখ্যা করেন অভিষেক ৷ নেপথ্যে বিজেপিও ছিল বলে অভিযোগ ওঠে ৷ সেই নিয়ে উত্তেজনা রয়েছে জঙ্গলমহলে ৷ গতকালের ঘটনায় কুড়মিদের আটক করা থেকে মামলা রুজু হওয়ার ঘটনাও ঘটেছে ৷ তবে সুমন মাহাতো শুক্রবার অভিষেকের কনভয়ে হামলার ঘটনা নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ৷

সুমন মাহাতো বলেন, ‘‘এই ঘটনা কুড়মিরা ঘটায়নি ৷ এর মধ্যে ষড়যন্ত্র রয়েছে । আমরা সবাইকেই ঘাঘর ঘেরা করেছি । বিজেপিকে করলে তৃণমূল যোগ, আর তৃণমূলকে করলে বিজেপি যোগ এটা নতুন নয় ।’’

এদিকে শুক্রবারের ঘটনার পর শালবনিতে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে ৷ নতুন করে যাতে এই ধরনের বিক্ষোভ না হয়, সেই বিষয়ে সচেতন রয়েছে পুলিশ ও প্রশাসন ৷

আরও পড়ুন: মিছিলে জয় শ্রীরাম ধ্বনি কেন ? জবাব পেতে কুড়মি নেতাদের 48 ঘণ্টা সময় অভিষেকের !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.