ETV Bharat / state

পেট্রল-ডিজ়েল নয়, জলেই চলবে গাড়ি, দিশা দেখাচ্ছে খড়গপুর IIT - খড়ুগপুর আইআইটির ছাত্রদের নতুন উদ্বাভন

বিশ্বজুড়ে চলছে বিকল্প শক্তির সন্ধান ৷ দেশের অন্য়তম শিক্ষাপ্রতিষ্ঠান খড়গপুর IIT এই বিষয়ে দিশা দেখাল ৷ কৃষি বিভাগের দুই পড়ুয়া জল থেকে তৈরি করল জৈব জ্বালানি ৷

ss
বায়ো ডিজ়েল উৎপন্ন করার মেশিন
author img

By

Published : Feb 18, 2020, 3:55 AM IST

Updated : Feb 19, 2020, 2:06 AM IST

খড়গপুর, 18 ফেব্রুয়ারি: প্রচলিত শক্তির বদলে বিকল্প শক্তির সন্ধান চলছে সারা বিশ্বজুড়ে ৷ আর এরই মধ্যে নতুন দিশা দেখাল খড়গপুর IIT-এর দুই পড়ুয়া ৷ সাবান জল ও কার্বন-ডাই অক্সাইড দিয়ে জৈব জ্বালানি (বায়ো ডিজ়েল) তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন দুই পড়ুয়া নেহা বিদ ও রাহুল তেওয়ারি ৷

প্রযুক্তি ও মেশিন প্রদর্শনী সম্মেলন 2020-তে সাবান জল ও কার্বন-ডাই-অক্সাইড দিয়ে বায়ো ডিজেল তৈরি করেছেন কৃষি বিভাগের ওই দুই ছাত্র-ছাত্রী ৷ খড়গপুর IIT-র কৃষি বিভাগের উদ্যোগে 14 থেকে 16 ই ফেব্রুয়ারি 3 দিনব্যাপী ছিল প্রযুক্তিও মেশিন প্রদর্শনী সম্মেলন 2020 । সেই সম্মেলনে মোট 40টি স্টল দিয়েছিলেন বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা । সেগুলির মধ্য়ে তাঁদের 'বায়ো ডিজ়েল'স্টলটি নজর কেড়েছিল সবার । ভাবনা একেবারে অন্যরকম ৷ নেহা ও রাহুল জানান, তাঁদের তৈরি ওই মেশিনে সাবান ও কার্বন-ডাই-অক্সাইডের সমন্বযে বায়ো ডিজ়েল তৈরির করা যাবে ৷ অপরিশোধিত জল ও কার্বন-ডাই-অক্সাইড মিশিয়ে ওই মেশিনের সাহায্য়ে তাঁরা তৈরি করে দেখিয়েছেন বায়ো-ডিজ়েল ৷

কী বলছেন নেহা ও রাহুল: দেখুন ভিডিয়ো

বিশ্বে বাড়ছে জনসংখ্যা ৷ বেড়েছে চলেছে খনিজ দ্রব্যের যথেচ্ছ ব্যবহার ৷ খনিজ ভান্ডার শেষ হওয়ার দিন খুব বেশি দূরে নেই ৷ যে হারে খনিজ দ্রব্যের ব্যবহার শুরু হয়েছে তাতে আগামী দিনে হয়তো খনিজ তেল দুষ্প্রাপ্য হয়ে উঠবে ৷ তাই এখন থেকেই ব্যবহার বাড়ানো উচিত অপ্রচলিত শক্তি উৎসের ৷ কিন্তু অপ্রচলিত শক্তি তৈরির মূল সমস্যা খরচ ৷ সেক্ষেত্রে কম খরচে অপ্রচলিত শক্তি করার বিষয়টিও যথেষ্ট বিবেচ্য ৷ এই ভাবনাগুলো থেকেই দু'জনেরই চিন্তায় উঠে আসে সাবান জল ও কার্বন ডাই অক্সাইড দিয়ে অপ্রচলিত শক্তি উৎস তৈরির কথা ৷ এইভাবে বায়ো ডিজ়েল তৈরিতে তাঁরা ব্যবহার করেছেন অপরিশোধিত জল বা পুকুরের জল, সাবান জল, কার্বন-ডাই-অক্সাইড ৷ আশা, এই উপায়ে তৈরি বায়ো ডিজ়েল আগামী প্রজন্মের জ্বালানির চাহিদা পূরণ করতে পারবে ৷

বিষয়টি বুঝিযে দেওয়ার ব্যবস্থাও তাঁরা রেখেছিলেন সম্মেলনে । নিজেদের এই কাজের বিষয়ে নেহার বক্তব্য,"আগামীদিনে এইভাবে উৎপন্ন বায়োডিজ়েল ডিজ়েলের চাহিদা পূরণ করবে ৷ কারণ যেভাবে খনিজ দ্রব্য, খনিজ তেলের ব্যবহার বেড়েছে তাতে আগামী দিনে খনিজ তেলের ভান্ডার শেষ হয়ে যাবে ৷ প্রভাব পড়বে পরিবহন ব্যবস্থায় ৷ সেই কথা ভেবেই কম খরচে এইভাবে বায়ো ডিজ়েলের তৈরি করার কথা ভেবেছি ।" নেহার সঙ্গে সহমত রাহুলও ৷ তাঁর বক্তব্য, "এই বায়ো ডিজ়েল খনিজ তেলের পরিবর্ত হিসেবে কাজ করতে সক্ষম ৷ যানবাহন চলতে পারবে এই পদ্ধতিতে উৎপন্ন বায়ো ডিজ়েলের সাহায্যেও ।"

খড়গপুর, 18 ফেব্রুয়ারি: প্রচলিত শক্তির বদলে বিকল্প শক্তির সন্ধান চলছে সারা বিশ্বজুড়ে ৷ আর এরই মধ্যে নতুন দিশা দেখাল খড়গপুর IIT-এর দুই পড়ুয়া ৷ সাবান জল ও কার্বন-ডাই অক্সাইড দিয়ে জৈব জ্বালানি (বায়ো ডিজ়েল) তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন দুই পড়ুয়া নেহা বিদ ও রাহুল তেওয়ারি ৷

প্রযুক্তি ও মেশিন প্রদর্শনী সম্মেলন 2020-তে সাবান জল ও কার্বন-ডাই-অক্সাইড দিয়ে বায়ো ডিজেল তৈরি করেছেন কৃষি বিভাগের ওই দুই ছাত্র-ছাত্রী ৷ খড়গপুর IIT-র কৃষি বিভাগের উদ্যোগে 14 থেকে 16 ই ফেব্রুয়ারি 3 দিনব্যাপী ছিল প্রযুক্তিও মেশিন প্রদর্শনী সম্মেলন 2020 । সেই সম্মেলনে মোট 40টি স্টল দিয়েছিলেন বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা । সেগুলির মধ্য়ে তাঁদের 'বায়ো ডিজ়েল'স্টলটি নজর কেড়েছিল সবার । ভাবনা একেবারে অন্যরকম ৷ নেহা ও রাহুল জানান, তাঁদের তৈরি ওই মেশিনে সাবান ও কার্বন-ডাই-অক্সাইডের সমন্বযে বায়ো ডিজ়েল তৈরির করা যাবে ৷ অপরিশোধিত জল ও কার্বন-ডাই-অক্সাইড মিশিয়ে ওই মেশিনের সাহায্য়ে তাঁরা তৈরি করে দেখিয়েছেন বায়ো-ডিজ়েল ৷

কী বলছেন নেহা ও রাহুল: দেখুন ভিডিয়ো

বিশ্বে বাড়ছে জনসংখ্যা ৷ বেড়েছে চলেছে খনিজ দ্রব্যের যথেচ্ছ ব্যবহার ৷ খনিজ ভান্ডার শেষ হওয়ার দিন খুব বেশি দূরে নেই ৷ যে হারে খনিজ দ্রব্যের ব্যবহার শুরু হয়েছে তাতে আগামী দিনে হয়তো খনিজ তেল দুষ্প্রাপ্য হয়ে উঠবে ৷ তাই এখন থেকেই ব্যবহার বাড়ানো উচিত অপ্রচলিত শক্তি উৎসের ৷ কিন্তু অপ্রচলিত শক্তি তৈরির মূল সমস্যা খরচ ৷ সেক্ষেত্রে কম খরচে অপ্রচলিত শক্তি করার বিষয়টিও যথেষ্ট বিবেচ্য ৷ এই ভাবনাগুলো থেকেই দু'জনেরই চিন্তায় উঠে আসে সাবান জল ও কার্বন ডাই অক্সাইড দিয়ে অপ্রচলিত শক্তি উৎস তৈরির কথা ৷ এইভাবে বায়ো ডিজ়েল তৈরিতে তাঁরা ব্যবহার করেছেন অপরিশোধিত জল বা পুকুরের জল, সাবান জল, কার্বন-ডাই-অক্সাইড ৷ আশা, এই উপায়ে তৈরি বায়ো ডিজ়েল আগামী প্রজন্মের জ্বালানির চাহিদা পূরণ করতে পারবে ৷

বিষয়টি বুঝিযে দেওয়ার ব্যবস্থাও তাঁরা রেখেছিলেন সম্মেলনে । নিজেদের এই কাজের বিষয়ে নেহার বক্তব্য,"আগামীদিনে এইভাবে উৎপন্ন বায়োডিজ়েল ডিজ়েলের চাহিদা পূরণ করবে ৷ কারণ যেভাবে খনিজ দ্রব্য, খনিজ তেলের ব্যবহার বেড়েছে তাতে আগামী দিনে খনিজ তেলের ভান্ডার শেষ হয়ে যাবে ৷ প্রভাব পড়বে পরিবহন ব্যবস্থায় ৷ সেই কথা ভেবেই কম খরচে এইভাবে বায়ো ডিজ়েলের তৈরি করার কথা ভেবেছি ।" নেহার সঙ্গে সহমত রাহুলও ৷ তাঁর বক্তব্য, "এই বায়ো ডিজ়েল খনিজ তেলের পরিবর্ত হিসেবে কাজ করতে সক্ষম ৷ যানবাহন চলতে পারবে এই পদ্ধতিতে উৎপন্ন বায়ো ডিজ়েলের সাহায্যেও ।"

Last Updated : Feb 19, 2020, 2:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.