ETV Bharat / state

Kharagpur IIT-Virginia Tech : খড়্গপুর আইআইটি ও ভার্জিনিয়া টেক-এর যৌথ উদ্যোগে অনলাইন কোর্স - Kharagpur IIT Virginia Tech Online Course

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কোর্স চালু করতে চলেছে খড়্গপুর আইআইটি (Kharagpur Online Course Launched)। এই অনলাইন কোর্সে বিশ্বের 100 জন বাছাই করা ছাত্রকে নেওয়া হবে ৷ দীর্ঘমেয়াদী মামলা সমাধানে এই কোর্স অনেকখানি সুবিধা দেবে বলে মত আইআইটি কর্তৃপক্ষের ।

Kharagpur IIT News
খড়গপুর আইআইটি
author img

By

Published : May 5, 2022, 7:45 AM IST

খড়্গপুর, 4 মে : ব্যবসা বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কোর্স চালু করতে চলল খড়্গপুর আইআইটি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয় (Kharagpur IIT-Virginia Tech Online Course)। এই অনলাইন কোর্সে বিশ্বের 100 জন বাছাই করা ছাত্রকে নেওয়া হবে তাঁদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে । দীর্ঘমেয়াদী মামলা সমাধানে এই কোর্স অনেকখানি সুবিধা দেবে বলে মত আইআইটি কর্তৃপক্ষের ।

দুই দেশের দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ব্যবসায়িক বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ের উপর একটি অনলাইন সার্টিফিকেশন কোর্সের আয়োজন করা হচ্ছে । এই কোর্সটি 2022 সালের 30 মে থেকে 2023 সালের 7 জানুয়ারি পর্যন্ত চলবে ৷ এই কোর্সে সারা বিশ্বের ছাত্র এবং শিল্পনির্বাহী উভয়ই এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন ৷ বিশ্বজুড়ে প্রায় 100 জন আবেদনকারীকে তাঁদের কাজের অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নেওয়া হবে । প্রতিদিন 2.5 কুইন্টিলিয়ন বাইট হারে উৎপাদিত ডেটার বুদ্ধিমত্তা গণনা এবং ব্যাখ্যার চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য় এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে । এই সার্টিফিকেট প্রোগ্রাম আজকের বাজারের জন্য বিশ্লেষণাত্মক প্রতিভা প্রস্তুত করবে, যা ডেটা বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তার প্রয়োগগুলি বুঝতে সক্ষম ৷

আরও পড়ুন : সিলেবাস শেষ না-করেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা, অভিযোগ যাদবপুরের পড়ুয়াদের

মূলত এই কোর্স উদ্ভাবনী চিন্তাবিদদের বিকাশ করতে সাহায্য করে যা একটি ডেটা চালিত বিশ্বে বসবাসের অতি সহজের সঙ্গে তাৎক্ষণিক সম্প্রদায় এবং বিশ্বকে উপকৃত করবে । ভার্জিনিয়া টেক ট্রান্সডিসিপ্লিনারি পদ্ধতি শিখে একজন শিক্ষার্থীর ক্ষেত্রে সুবিধা হবে ৷ এটি 37 হাজারেরও বেশি স্নাতক এবং পেশাদার শিক্ষার্থীদের প্রায় 280টি স্নাতক ডিগ্রি প্রদান করবে এবং 556 মিলিয়নেরও বেশি আমেরিকান ডলার একটি গবেষণামূলক বিষয়ে পোর্টফোলিও পরিচালনা করবে ।

এই কোর্স নিয়ে আইআইটি খড়্গপুরের ডিরেক্টর প্রফেসর ভিকে তিওয়ারি বলেন, "ব্যবসায়িক বিশ্লেষণ এবং এআই-এর উপর এই কোর্স সংশ্লিষ্ট ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করবে এবং তাঁদের সঠিক পদ্ধতিতে চিন্তা করতে উৎসাহ দেবে ৷ সংগঠিত এবং অসংগঠিত ডেটা উল্লেখযোগ্য দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে । দীর্ঘদিন ধরে যেসব সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল সেগুলির সমাধান সম্ভব হবে এই ব্যাখ্যাযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশন কোর্সের মাধ্যমে ।"

খড়্গপুর, 4 মে : ব্যবসা বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কোর্স চালু করতে চলল খড়্গপুর আইআইটি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয় (Kharagpur IIT-Virginia Tech Online Course)। এই অনলাইন কোর্সে বিশ্বের 100 জন বাছাই করা ছাত্রকে নেওয়া হবে তাঁদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে । দীর্ঘমেয়াদী মামলা সমাধানে এই কোর্স অনেকখানি সুবিধা দেবে বলে মত আইআইটি কর্তৃপক্ষের ।

দুই দেশের দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ব্যবসায়িক বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ের উপর একটি অনলাইন সার্টিফিকেশন কোর্সের আয়োজন করা হচ্ছে । এই কোর্সটি 2022 সালের 30 মে থেকে 2023 সালের 7 জানুয়ারি পর্যন্ত চলবে ৷ এই কোর্সে সারা বিশ্বের ছাত্র এবং শিল্পনির্বাহী উভয়ই এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন ৷ বিশ্বজুড়ে প্রায় 100 জন আবেদনকারীকে তাঁদের কাজের অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নেওয়া হবে । প্রতিদিন 2.5 কুইন্টিলিয়ন বাইট হারে উৎপাদিত ডেটার বুদ্ধিমত্তা গণনা এবং ব্যাখ্যার চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য় এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে । এই সার্টিফিকেট প্রোগ্রাম আজকের বাজারের জন্য বিশ্লেষণাত্মক প্রতিভা প্রস্তুত করবে, যা ডেটা বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তার প্রয়োগগুলি বুঝতে সক্ষম ৷

আরও পড়ুন : সিলেবাস শেষ না-করেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা, অভিযোগ যাদবপুরের পড়ুয়াদের

মূলত এই কোর্স উদ্ভাবনী চিন্তাবিদদের বিকাশ করতে সাহায্য করে যা একটি ডেটা চালিত বিশ্বে বসবাসের অতি সহজের সঙ্গে তাৎক্ষণিক সম্প্রদায় এবং বিশ্বকে উপকৃত করবে । ভার্জিনিয়া টেক ট্রান্সডিসিপ্লিনারি পদ্ধতি শিখে একজন শিক্ষার্থীর ক্ষেত্রে সুবিধা হবে ৷ এটি 37 হাজারেরও বেশি স্নাতক এবং পেশাদার শিক্ষার্থীদের প্রায় 280টি স্নাতক ডিগ্রি প্রদান করবে এবং 556 মিলিয়নেরও বেশি আমেরিকান ডলার একটি গবেষণামূলক বিষয়ে পোর্টফোলিও পরিচালনা করবে ।

এই কোর্স নিয়ে আইআইটি খড়্গপুরের ডিরেক্টর প্রফেসর ভিকে তিওয়ারি বলেন, "ব্যবসায়িক বিশ্লেষণ এবং এআই-এর উপর এই কোর্স সংশ্লিষ্ট ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করবে এবং তাঁদের সঠিক পদ্ধতিতে চিন্তা করতে উৎসাহ দেবে ৷ সংগঠিত এবং অসংগঠিত ডেটা উল্লেখযোগ্য দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে । দীর্ঘদিন ধরে যেসব সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল সেগুলির সমাধান সম্ভব হবে এই ব্যাখ্যাযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশন কোর্সের মাধ্যমে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.