ETV Bharat / state

Odisha Train Accident: রেলমন্ত্রীর পরিদর্শনের পরই বদলি খড়গপুরের ডিআরএম - খড়গপুর স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী

বাহানাগায় করমণ্ডল দুর্ঘটনার পর বুধবারই খড়গপুর স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ তারপর বদলি করা হল খড়গপুরের ডিআরএম এম এস হাসমি-কে ৷ এই পদের দায়িত্ব নিতে চলেছেন কে আর চৌধুরী ৷

Etv Bharat
Etv Bharat বদলী খড়গপুরের ডিআরএম
author img

By

Published : Jun 23, 2023, 7:37 AM IST

Updated : Jun 23, 2023, 9:03 AM IST

খড়গপুর 23 জুন : রেলমন্ত্রীর পরিদর্শনের 24 ঘণ্টা কাটার আগেই খড়গপুরের ডিআরএম এম এস হাসমি'র বদলি নির্দেশ। দায়িত্ব নিতে চলেছেন কে আর চৌধুরী । এমনটাই জানা গিয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে সূত্রে ৷ হাসমিকে আপাতত কম্পালসারি ওয়েটিং-এ পাঠানো হয়েছে । বাহানাগায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার 20 দিন পর ডিআরএম বদলি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রেলের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন মহলে ৷

বুধবারই দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের খড়গপুর স্টেশন পরিদর্শন করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । তার 24 ঘণ্টার মধ্যেই বদলি করা হয়েছে সংশ্লিষ্ট ডিভিশনের ডিআরএম এম.এস হাসমি-কে । উল্লেখ্য, খড়্গপুর স্টেশনের সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার সার্বিক উন্নতি এবং খড়গপুর শহরের সঙ্গে সমন্বয় রেখে স্টেশনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ৷

খড়গপুর স্টেশন পরিদর্শনের পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, খড়্গপুর স্টেশন এশিয়ার অন্যতম বড় এবং ব্যস্ত স্টেশন । এটিকে অমৃত ভারত স্টেশনের আওতায় আনা হয়েছে । তাই, স্টেশনের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা-সহ সার্বিক বিষয় ঢেলে সাজানো হবে । শহরের সঙ্গে সমন্বয় করে কীভাবে কাজ করা যায় সেই পরিকল্পনাও নেওয়া হয়েছে । রেলের সার্বিক উন্নতির বিষয়ে যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা খতিয়ে দেখে এখানকার রেল কর্মী ও আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন রেলমন্ত্রী ।

রেলমন্ত্রী সেদিন আরও বলেন, "খড়্গপুর স্টেশনের ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ও জটিল । সেই সিস্টেমের সঙ্গে যুক্ত টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার-সহ সকলের সঙ্গে আলোচনা করা হয়েছে । ইন্টারলকিং সিস্টেমকে আরও নিরাপদ ও সুরক্ষিত করার বিষয়ে আলোচনা হয়েছে ।" এই পরিদর্শনের পর দিনই ডিআরএম এর বদলি ঘিরে জল্পনা ছড়িয়েছে বিভিন্ন মহলে ।

আরও পড়ুন: করমণ্ডল বিপর্যয়ে সিবিআই'য়ের হাতে আটক তিন রেল আধিকারিক

প্রসঙ্গত, করমণ্ডল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 292 জন। আহত হয়েছেন হাজার খানেক মানুষ । সেই ঘটনার রেশ এখনও কাটেনি । তারম্য়েই ট্রেন পরিষেবা চালু হয়েছে ওই এলাকা দিয়ে ৷ দুর্ঘটনার 19 দিন পর খড়্গপুরে এসেছিলেন রেলমন্ত্রী ৷

খড়গপুর 23 জুন : রেলমন্ত্রীর পরিদর্শনের 24 ঘণ্টা কাটার আগেই খড়গপুরের ডিআরএম এম এস হাসমি'র বদলি নির্দেশ। দায়িত্ব নিতে চলেছেন কে আর চৌধুরী । এমনটাই জানা গিয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে সূত্রে ৷ হাসমিকে আপাতত কম্পালসারি ওয়েটিং-এ পাঠানো হয়েছে । বাহানাগায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার 20 দিন পর ডিআরএম বদলি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রেলের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন মহলে ৷

বুধবারই দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের খড়গপুর স্টেশন পরিদর্শন করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । তার 24 ঘণ্টার মধ্যেই বদলি করা হয়েছে সংশ্লিষ্ট ডিভিশনের ডিআরএম এম.এস হাসমি-কে । উল্লেখ্য, খড়্গপুর স্টেশনের সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার সার্বিক উন্নতি এবং খড়গপুর শহরের সঙ্গে সমন্বয় রেখে স্টেশনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ৷

খড়গপুর স্টেশন পরিদর্শনের পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, খড়্গপুর স্টেশন এশিয়ার অন্যতম বড় এবং ব্যস্ত স্টেশন । এটিকে অমৃত ভারত স্টেশনের আওতায় আনা হয়েছে । তাই, স্টেশনের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা-সহ সার্বিক বিষয় ঢেলে সাজানো হবে । শহরের সঙ্গে সমন্বয় করে কীভাবে কাজ করা যায় সেই পরিকল্পনাও নেওয়া হয়েছে । রেলের সার্বিক উন্নতির বিষয়ে যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা খতিয়ে দেখে এখানকার রেল কর্মী ও আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন রেলমন্ত্রী ।

রেলমন্ত্রী সেদিন আরও বলেন, "খড়্গপুর স্টেশনের ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ও জটিল । সেই সিস্টেমের সঙ্গে যুক্ত টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার-সহ সকলের সঙ্গে আলোচনা করা হয়েছে । ইন্টারলকিং সিস্টেমকে আরও নিরাপদ ও সুরক্ষিত করার বিষয়ে আলোচনা হয়েছে ।" এই পরিদর্শনের পর দিনই ডিআরএম এর বদলি ঘিরে জল্পনা ছড়িয়েছে বিভিন্ন মহলে ।

আরও পড়ুন: করমণ্ডল বিপর্যয়ে সিবিআই'য়ের হাতে আটক তিন রেল আধিকারিক

প্রসঙ্গত, করমণ্ডল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 292 জন। আহত হয়েছেন হাজার খানেক মানুষ । সেই ঘটনার রেশ এখনও কাটেনি । তারম্য়েই ট্রেন পরিষেবা চালু হয়েছে ওই এলাকা দিয়ে ৷ দুর্ঘটনার 19 দিন পর খড়্গপুরে এসেছিলেন রেলমন্ত্রী ৷

Last Updated : Jun 23, 2023, 9:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.