ETV Bharat / state

সচেতনতার অভাব, দিন দিন দূষিত হচ্ছে কাঁসাই - পচা খড়, নোংরা আবর্জনায় দূষিত কাঁসাই

জনগণের মধ্যে সচেতনতার অভাব । বিধি-নিষেধ না মেনেই চলছে প্রতিমা নিরঞ্জন । দিনের পর দিন পচা খড়, বাঁশ, নোংরা আবর্জনায় দূষিত হয়ে চলেছে কাঁসাই নদী ।

ছবি
ছবি
author img

By

Published : Mar 16, 2020, 12:41 PM IST

Updated : Mar 16, 2020, 4:13 PM IST

মেদিনীপুর, 16 মার্চ : বিধি নিষেধ না মেনেই চলছে প্রতিমা নিরঞ্জন । স্থানীয় মানুষরাও এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা নিয়ে উদাসীন । স্থানীয় প্রশাসন চেষ্টা করেছে । তবে পরিস্থিতিতে কোনও বদল আসেনি । আর এর জেরেই দিন দিন দূষিত হচ্ছে কাঁসাই নদী ও নদী সংলগ্ন বিদ্যাসাগর ঘাট ।

মেদিনীপুর শহরের উপর দিয়ে বয়ে গেছে কাঁসাই নদী । আর সেই কাঁসাইয়ের তীরে রয়েছে পঞ্চায়েত অন্তর্ভুক্ত 4 নম্বর কঙ্কাবতী অঞ্চলের কালগাং এলাকা । স্থানীয় বাসিন্দাদের জন্য রয়েছে বিদ্যাসাগর ঘাট । একসময় কাঁসাইঘাটও বলা হত তাদের । এই ঘাটের জল ব্যবহার করেন এলাকার মানুষজনও । কাঁসাইয়ের জল পাম্পের মাধ্যমে মেদিনীপুর শহরের 25টি ওয়ার্ডে সরবরাহ করা হয় । সেই জল ব্যবহারের পাশাপাশি পান করেন পৌরবাসীরা । এছাড়া ঘাট সংলগ্ন এলাকায় সকাল-বিকেল ঘুরতেও আসেন অনেকে । এই ঘাট যাতে নোংরা না হয়, সেজন্য প্রতিমা নিরঞ্জনের জন্য তৈরি করা হয়েছে মোহনপুর ব্রিজ সংলগ্ন গান্ধিঘাট । কর্মী নিয়োগ করা হয়েছে । রাখা হয়েছে অত্যাধুনিক মেশিন । যাতে প্রতিমা নিরঞ্জনের পর প্রতিমার কাঠামো সরিয়ে নেওয়া যায় । কিন্তু বিধি-নিষেধ না মেনেই প্রতিমা-নিরঞ্জন চলছে বিদ্যাসাগর ঘাটে । তার জেরেই পচা খড়, বাঁশ, হাঁড়িকুড়ি, নোংরা জামাকাপড়ে দূষিত হয়ে চলেছে নদী । পাশাপাশি অপরিষ্কার ঘাট চত্বরও । যত্রতত্র পড়ে রয়েছে নোংরা আবর্জনা,মল ।

এবিষয়ে পঞ্চায়েত সদস্য নিরঞ্জন হালদার বলেন, "দুর্গাপুজো থেকে সরস্বতী পুজো পর্যন্ত বহুবার এই ঘাট পরিষ্কার করেছি আমরা । লোক লাগিয়ে পরিষ্কার করার পাশাপাশি প্রতিমার পচা খড়, বাঁশ সরিয়েছি । কিন্তু তারপরও কোনও লাভ হয়নি । রাতের অন্ধকারে প্রতিমা ফেলে দিয়ে যাচ্ছে মানুষজন । নিষেধ করলেও শোনে না । অদ্ভুত সব যুক্তি দেখায় ।"

দিন দিন দূষিত হচ্ছে কাঁসাই

স্থানীয় বাসিন্দাদের কথা থেকে যে বিষয়টি স্পষ্ট হচ্ছে, তা হল জনমানসে উদাসীনতা, অসেচতনতা । তাঁদের সঙ্গে কথা বললেও উঠে আসছে সব অদ্ভুত ও অপ্রাসঙ্গিক যুক্তি । আপাতত সরকারের কড়া পদক্ষেপের অপেক্ষা । সর্বোপরি স্থানীয়দের মধ্যেই সচেতনতা গড়ে তুলতে হবে । তবেই দূষণের হাত থেকে বাঁচবে কাঁসাই ।

মেদিনীপুর, 16 মার্চ : বিধি নিষেধ না মেনেই চলছে প্রতিমা নিরঞ্জন । স্থানীয় মানুষরাও এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা নিয়ে উদাসীন । স্থানীয় প্রশাসন চেষ্টা করেছে । তবে পরিস্থিতিতে কোনও বদল আসেনি । আর এর জেরেই দিন দিন দূষিত হচ্ছে কাঁসাই নদী ও নদী সংলগ্ন বিদ্যাসাগর ঘাট ।

মেদিনীপুর শহরের উপর দিয়ে বয়ে গেছে কাঁসাই নদী । আর সেই কাঁসাইয়ের তীরে রয়েছে পঞ্চায়েত অন্তর্ভুক্ত 4 নম্বর কঙ্কাবতী অঞ্চলের কালগাং এলাকা । স্থানীয় বাসিন্দাদের জন্য রয়েছে বিদ্যাসাগর ঘাট । একসময় কাঁসাইঘাটও বলা হত তাদের । এই ঘাটের জল ব্যবহার করেন এলাকার মানুষজনও । কাঁসাইয়ের জল পাম্পের মাধ্যমে মেদিনীপুর শহরের 25টি ওয়ার্ডে সরবরাহ করা হয় । সেই জল ব্যবহারের পাশাপাশি পান করেন পৌরবাসীরা । এছাড়া ঘাট সংলগ্ন এলাকায় সকাল-বিকেল ঘুরতেও আসেন অনেকে । এই ঘাট যাতে নোংরা না হয়, সেজন্য প্রতিমা নিরঞ্জনের জন্য তৈরি করা হয়েছে মোহনপুর ব্রিজ সংলগ্ন গান্ধিঘাট । কর্মী নিয়োগ করা হয়েছে । রাখা হয়েছে অত্যাধুনিক মেশিন । যাতে প্রতিমা নিরঞ্জনের পর প্রতিমার কাঠামো সরিয়ে নেওয়া যায় । কিন্তু বিধি-নিষেধ না মেনেই প্রতিমা-নিরঞ্জন চলছে বিদ্যাসাগর ঘাটে । তার জেরেই পচা খড়, বাঁশ, হাঁড়িকুড়ি, নোংরা জামাকাপড়ে দূষিত হয়ে চলেছে নদী । পাশাপাশি অপরিষ্কার ঘাট চত্বরও । যত্রতত্র পড়ে রয়েছে নোংরা আবর্জনা,মল ।

এবিষয়ে পঞ্চায়েত সদস্য নিরঞ্জন হালদার বলেন, "দুর্গাপুজো থেকে সরস্বতী পুজো পর্যন্ত বহুবার এই ঘাট পরিষ্কার করেছি আমরা । লোক লাগিয়ে পরিষ্কার করার পাশাপাশি প্রতিমার পচা খড়, বাঁশ সরিয়েছি । কিন্তু তারপরও কোনও লাভ হয়নি । রাতের অন্ধকারে প্রতিমা ফেলে দিয়ে যাচ্ছে মানুষজন । নিষেধ করলেও শোনে না । অদ্ভুত সব যুক্তি দেখায় ।"

দিন দিন দূষিত হচ্ছে কাঁসাই

স্থানীয় বাসিন্দাদের কথা থেকে যে বিষয়টি স্পষ্ট হচ্ছে, তা হল জনমানসে উদাসীনতা, অসেচতনতা । তাঁদের সঙ্গে কথা বললেও উঠে আসছে সব অদ্ভুত ও অপ্রাসঙ্গিক যুক্তি । আপাতত সরকারের কড়া পদক্ষেপের অপেক্ষা । সর্বোপরি স্থানীয়দের মধ্যেই সচেতনতা গড়ে তুলতে হবে । তবেই দূষণের হাত থেকে বাঁচবে কাঁসাই ।

Last Updated : Mar 16, 2020, 4:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.