ETV Bharat / state

মিষ্টি মুখ করিয়ে মেদিনীপুরে বিজেপি প্রার্থীর সঙ্গে কাজ করার অঙ্গীকার জুন মালিয়ার - june malia

মেদিনীপুর বিধানসভা থেকে বিপুল ভোটে দয় পেয়েছেন জুন মালিয়া ৷ এদিন তাঁকে জেলা তৃণমূলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় ৷ অনুষ্ঠান শেষে তিনি মেদিনীপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দেন ৷

বিজেপি প্রার্থীর সঙ্গে সৌজন্য বিনিময় জুন মালিয়ার
বিজেপি প্রার্থীর সঙ্গে সৌজন্য বিনিময় জুন মালিয়ার
author img

By

Published : May 5, 2021, 3:27 PM IST

মেদিনীপুর , 5 মে : একদিকে রাজভবনে চলছে মমতা বন্দ্যোপাধ্যায় শপথগ্রহণ অনুষ্ঠান ৷ অন্যদিকে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জয়ী প্রার্থী জুন মালিয়া সংবর্ধনা পেলেন জেলা তৃণমূলের তরফে ৷ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আরও 13 জন নেতা-কর্মীরা ৷ এদিন পরস্পরের প্রতি সৌজন্য বিনিময়ের পাশাপাশি মিষ্টিমুখও করলেন ৷ আবার সংবর্ধনা শেষে বিজেপি প্রার্থী সমিত দাসের বাড়ি গিয়ে তাঁকে মিষ্টিমুখও করালেন ৷

তিনি নিজেকে নেত্রী মানেন না ৷ বরং নিজেকে জনপ্রতিনিধি হিসাবে তুলে ধরতে চান তিনি ৷ তিনি বলেন , " আমি কোনও নেত্রী নই ৷ আপনারা আমাকে জিতিয়েছেন ৷ আমি একজন জনপ্রতিনিধি হিসাবেই কাজ করতে চাই ৷ " পাশাপাশি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন মেদিনীপুরবাসীর কাছে ৷ তিনি বলেন ,"মেদিনীপুরবাসীর কাছে আমি কৃতজ্ঞ ৷ দিদি যখন আমাকে ভরসা করে এখানে প্রার্থী করেছেন এবং আপনারা আমাকে জিতিয়েছেন , আমি প্রাণপণ চেষ্টা করব সবরকম পরিস্থিতিতে আপনাদের পাশে থাকার ৷ "

বিজেপি প্রার্থীর সঙ্গে সৌজন্য বিনিময় জুন মালিয়ার

প্রার্থী হওয়ার পর তিনি প্রথমে মেদিনীপুরের স্বাস্থ্য পরিসেবার দিকে নজর দিতে চান ৷ এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, " এখানে পরিস্থিতি খুব খারাপ ৷ করোনা সংক্রান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে হবে ৷ কাজ করার জন্য পাঁচ বছর অনেক কম ৷ তাও আমি আপ্রাণ চেষ্টা করব মানুষের পাশে থাকার ৷ " পাশপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকদের তাঁর পাশে থাকার জন্য ৷

সাংবাদিক বৈঠক শেষে তিনি সৌজন্যের খাতিরে ফুলের তোড়া ও মিষ্টি নিয়ে যান বিজেপি প্রার্থী সমিত দাসের বাড়ি ৷ তাঁকে তিনি হাতে হাত ধরে জোট বেধে কাজ করার জন্য , মানুষের পাশে থাকার জন্য আহ্নানও জানান ৷ এবিষয়ে সমিত দাস বলেন , " জুন মালিয়া আমাকে ওনার সঙ্গে একজোট হয়ে কাজের জন্য বলেছেন ৷ আমিও যথাসাধ্য তাঁর পাশে থাকার চেষ্টা করব ৷ তাছাড়া উনিও কথা দিয়েছেন চারদিকে যে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে সে বিষয়ে বাড়তি ব্যবস্থা নেওয়ার ৷ এখন শুধু সময়ের অপেক্ষা ৷ "

আরও পড়ুন : খালি অক্সিজেন সিলিন্ডার বদলাতে কর্মী ছিল না হাসপাতালে, মৃত 4

মেদিনীপুর , 5 মে : একদিকে রাজভবনে চলছে মমতা বন্দ্যোপাধ্যায় শপথগ্রহণ অনুষ্ঠান ৷ অন্যদিকে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জয়ী প্রার্থী জুন মালিয়া সংবর্ধনা পেলেন জেলা তৃণমূলের তরফে ৷ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আরও 13 জন নেতা-কর্মীরা ৷ এদিন পরস্পরের প্রতি সৌজন্য বিনিময়ের পাশাপাশি মিষ্টিমুখও করলেন ৷ আবার সংবর্ধনা শেষে বিজেপি প্রার্থী সমিত দাসের বাড়ি গিয়ে তাঁকে মিষ্টিমুখও করালেন ৷

তিনি নিজেকে নেত্রী মানেন না ৷ বরং নিজেকে জনপ্রতিনিধি হিসাবে তুলে ধরতে চান তিনি ৷ তিনি বলেন , " আমি কোনও নেত্রী নই ৷ আপনারা আমাকে জিতিয়েছেন ৷ আমি একজন জনপ্রতিনিধি হিসাবেই কাজ করতে চাই ৷ " পাশাপাশি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন মেদিনীপুরবাসীর কাছে ৷ তিনি বলেন ,"মেদিনীপুরবাসীর কাছে আমি কৃতজ্ঞ ৷ দিদি যখন আমাকে ভরসা করে এখানে প্রার্থী করেছেন এবং আপনারা আমাকে জিতিয়েছেন , আমি প্রাণপণ চেষ্টা করব সবরকম পরিস্থিতিতে আপনাদের পাশে থাকার ৷ "

বিজেপি প্রার্থীর সঙ্গে সৌজন্য বিনিময় জুন মালিয়ার

প্রার্থী হওয়ার পর তিনি প্রথমে মেদিনীপুরের স্বাস্থ্য পরিসেবার দিকে নজর দিতে চান ৷ এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, " এখানে পরিস্থিতি খুব খারাপ ৷ করোনা সংক্রান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে হবে ৷ কাজ করার জন্য পাঁচ বছর অনেক কম ৷ তাও আমি আপ্রাণ চেষ্টা করব মানুষের পাশে থাকার ৷ " পাশপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকদের তাঁর পাশে থাকার জন্য ৷

সাংবাদিক বৈঠক শেষে তিনি সৌজন্যের খাতিরে ফুলের তোড়া ও মিষ্টি নিয়ে যান বিজেপি প্রার্থী সমিত দাসের বাড়ি ৷ তাঁকে তিনি হাতে হাত ধরে জোট বেধে কাজ করার জন্য , মানুষের পাশে থাকার জন্য আহ্নানও জানান ৷ এবিষয়ে সমিত দাস বলেন , " জুন মালিয়া আমাকে ওনার সঙ্গে একজোট হয়ে কাজের জন্য বলেছেন ৷ আমিও যথাসাধ্য তাঁর পাশে থাকার চেষ্টা করব ৷ তাছাড়া উনিও কথা দিয়েছেন চারদিকে যে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে সে বিষয়ে বাড়তি ব্যবস্থা নেওয়ার ৷ এখন শুধু সময়ের অপেক্ষা ৷ "

আরও পড়ুন : খালি অক্সিজেন সিলিন্ডার বদলাতে কর্মী ছিল না হাসপাতালে, মৃত 4

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.