ETV Bharat / state

June Malia at Chhath Puja: ছটপুজোয় অনুষ্ঠান মঞ্চ ভেঙে বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন জুন মালিয়া - Stage breaks during Chhat Puja

ছটপুজোর শুভেচ্ছা জানাতে রবিবার মেদিনীপুরের কংসাবতী ঘাটে উপস্থিত হন পশ্চিম মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া(June Malia at Chhath Puja)৷ সেখানেই মেদিনীপুর পৌরসভা আয়োজিত ছটপুজোর অনুষ্ঠান মঞ্চ ভেঙে বিপত্তি ৷ অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান জুন মালিয়া-সহ অন্যান্য বিশিষ্টরা (Stage breaks during Chhat Puja in West Medinipur) ৷

ETV Bharat
ছটপুজোয় মঞ্চ ভাঙল মেদিনীপুরে
author img

By

Published : Oct 30, 2022, 8:11 PM IST

Updated : Oct 30, 2022, 8:27 PM IST

মেদিনীপুর, 30 অক্টোবর: ছটপুজোর অনুষ্ঠানে বিপত্তি কংসাবতী নদীর ঘাটে । রবিবার মেদিনীপুর পৌরসভার (Medinipur Municipality) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান মঞ্চ অতিথি সমেত ভেঙে পড়ল । মঞ্চে তখন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়া-সহ জেলাশাসক আয়েশা রানি, পুলিশ সুপার দীনেশ কুমার, পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান-সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ (June Malia at Chhath Puja Programme)৷

জেলাশাসক বক্তব্য রাখার সময়ই হঠাৎ মঞ্চের একদিক ভেঙে গিয়ে হেলে পড়ে ৷ তা দেখামাত্রই তড়িঘড়ি নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জুন মালিয়া, জেলাশাসক আয়েশা রানি এবং পুলিশ সুপারকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান । সরিয়ে নেওয়া হয় কাউন্সিলরদেরও ৷ মঞ্চ ভাঙার খবর পেয়ে তখন সেখানে ভিড় জমে যায় ৷ সকলেই হাতে করে তা ঠিক রাখার চেষ্টা করেন ৷

এই ঘটনায় আহত হন দু'জন ৷ দ্রুত তাঁদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ তবে এভাবে মঞ্চ ভেঙে যাওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন ৷ স্থানীয়দের মতে, মঞ্চে ভিড় বেশি থাকায় এই বিপত্তি ৷ তাছাড়া নদী সংলগ্ন এলাকার মাটির নরম হয়ে যাওয়ায় কাঠামো বসে এই বিপত্তি ঘটে থাকতে পারে ৷

ছটপুজোয় অনুষ্ঠান মঞ্চ ভেঙে বিপত্তি, রক্ষা পেলেন জুন মালিয়া

আরও পড়ুন : ছটপুজোয় শিবপুর ঘাটে গঙ্গায় ডুবে মহিলার মৃত্যু

মেদিনীপুর, 30 অক্টোবর: ছটপুজোর অনুষ্ঠানে বিপত্তি কংসাবতী নদীর ঘাটে । রবিবার মেদিনীপুর পৌরসভার (Medinipur Municipality) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান মঞ্চ অতিথি সমেত ভেঙে পড়ল । মঞ্চে তখন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়া-সহ জেলাশাসক আয়েশা রানি, পুলিশ সুপার দীনেশ কুমার, পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান-সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ (June Malia at Chhath Puja Programme)৷

জেলাশাসক বক্তব্য রাখার সময়ই হঠাৎ মঞ্চের একদিক ভেঙে গিয়ে হেলে পড়ে ৷ তা দেখামাত্রই তড়িঘড়ি নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জুন মালিয়া, জেলাশাসক আয়েশা রানি এবং পুলিশ সুপারকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান । সরিয়ে নেওয়া হয় কাউন্সিলরদেরও ৷ মঞ্চ ভাঙার খবর পেয়ে তখন সেখানে ভিড় জমে যায় ৷ সকলেই হাতে করে তা ঠিক রাখার চেষ্টা করেন ৷

এই ঘটনায় আহত হন দু'জন ৷ দ্রুত তাঁদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ তবে এভাবে মঞ্চ ভেঙে যাওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন ৷ স্থানীয়দের মতে, মঞ্চে ভিড় বেশি থাকায় এই বিপত্তি ৷ তাছাড়া নদী সংলগ্ন এলাকার মাটির নরম হয়ে যাওয়ায় কাঠামো বসে এই বিপত্তি ঘটে থাকতে পারে ৷

ছটপুজোয় অনুষ্ঠান মঞ্চ ভেঙে বিপত্তি, রক্ষা পেলেন জুন মালিয়া

আরও পড়ুন : ছটপুজোয় শিবপুর ঘাটে গঙ্গায় ডুবে মহিলার মৃত্যু

Last Updated : Oct 30, 2022, 8:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.