দাসপুর, 3 অগাস্ট : পশ্চিম মোদিনীপুরের দাসপুর থানার রাজনগরে কোরোনা যোদ্ধার বাড়ি থেকে চুরি হয়ে গেল সোনার গয়না ও নগদ 80 হাজার টাকা ৷ তদন্তে নেমেছে পুলিশ ৷
চুরির ঘটনা ঘটে দাসপুর থানার রাজনগরের বাসিন্দা পেশায় নার্স রিতু সামন্তের বাড়িতে । চুরি যায় নগদ 80 হাজার টাকা সহ সোনার গয়না । কয়েকদিন পর গতকাল ডিউটি থেকে বাড়ি ফেরেন তিনি । বাড়ির ভিতরে ঢুকে দেখেন, আলমারি খোলা । লকার থেকে গয়না উধাও । বাড়ির পিছনের দরজাও ভাঙা ছিল ।
তিনি বলেন, 26 জুলাই সপরিবারে মামাবাড়ি গিয়েছিলেন । তিনি চন্দ্রকোণা ক্ষীরপাই হাসপাতালের নার্স । মামাবাড়ি থেকেই ডিউটি করতেন । গতকাল বাড়ি ফিরে দেখেন, আলমারি ভেঙে নগদ, সোনা সব চুরি গেছে । দাসপুর থানায় অভিযোগ জানানো হয়েছে ।