ETV Bharat / state

Vidyasagar Birthday: 3 কৃতীকে সংবর্ধনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের - বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের খবর

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (Ishwar Chandra Vidyasagar) 202তম জন্মদিনে তিন কৃতীকে সংবর্ধনা জানাল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University)। এদিন বিশ্ববিদ্যালয় সভাগৃহে প্রতুল মুখোপাধ্যায়, নলিনী বেরা এবং ড. অন্নপূর্ণ চট্টোপাধ্যায়কে বিশেষ সম্মানে ভূষিত করা হল ।

Ishwar Chandra Vidyasagar Birthday: 3 famous personalities felicitated by Vidyasagar University
3 কৃতীকে সংবর্ধনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের
author img

By

Published : Sep 26, 2021, 8:02 PM IST

মেদিনীপুর, 26 সেপ্টেম্বর : পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (Ishwar Chandra Vidyasagar) 202তম জন্মদিনে তিন কৃতীকে সংবর্ধনা দিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University)। এদিন বিশ্ববিদ্যালয় সভাগৃহে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও লেখক প্রতুল মুখোপাধ্যায়, বিশিষ্ট ঔপন্যাসিক ও গল্পকার নলিনী বেরা এবং বর্ষীয়ান ঐতিহাসিক ড. অন্নপূর্ণ চট্টোপাধ্যায়কে বিশেষ পুরস্কারে ভূষিত করা হল ।

আজ বর্ণপরিচয়ের স্রষ্টা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 202তম জন্মদিন ৷ আর তা ঘিরে জঙ্গলমহলে ছিল সাজো সাজো রব । কোভিড আবহে বন্ধ স্কুল ও কলেজগুলি ভার্চুয়ালি দিনটি পালন করেছে । পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ও এদিন বিদ্যাসাগরের 202তম জন্মজয়ন্তী পালন করে ৷

এবছর পুরস্কৃত করা হয় তিন জন বিশিষ্ট ব্যক্তিত্বকে । এ দিন বিশ্ববিদ্যালয় সভাগৃহে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতুল মুখোপাধ্যায়, নলিনী বেরা ও ড. অন্নপূর্ণ চট্টোপাধ্যায়কে বিশেষ সম্মানে ভূষিত করা হয় । তাঁদের হাতে পুরস্কার তুলে দেন নদী বিশেষজ্ঞ তথা পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সভাপতি ড. কল্যাণ রুদ্র, বিশিষ্ট লেখক ও সম্পাদক প্রশান্ত মাঝি এবং বিশিষ্ট ঐতিহাসিক অধ্যাপক সুভাষরঞ্জন চক্রবর্তী । তিন কৃতীকে শাল, মানপত্র দিয়ে সম্মানিত করা হয় ৷ তাঁদের হাতে তুলে দেওয়া হয় 25 হাজার টাকা ৷ এই দিনের অনুষ্ঠান সম্পাদনার দায়িত্বে ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক জয়ন্ত নন্দী ৷ ছিলেন উপাচার্য শিবাজীপ্রতিম বসু ।

আরও পড়ুন: Vidyasagar Birth Anniversary : জন্মজয়ন্তীতে বিদ্যাসাগরকে শ্রদ্ধার্ঘ্য মমতা, অমিতের

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিবাজীপ্রতিম বসু বলেন, "বিদ্যাসাগরের জন্মদিনে আমরা তিন কৃতীকে সম্মানিত করতে পেরে খুবই খুশি । আমরা চাইব আগামী দিনে এই ধরনের আরও নতুন কিছু অনুষ্ঠান করতে ।"

আরও পড়ুন : Biman Bose : বিদ্যাসাগরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনীতি করা অনুচিত : বিমান বসু

কোভিডের কারণে সমস্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এদিন বাতিল করা হয়েছে । তাছাড়া প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়েছে জঙ্গলমহলের মেদিনীপুরে । সেই কারণেই সংক্ষিপ্ত আকারে বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালন করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

আরও পড়ুন: Abhishek Banerjee: মোদির থেকে বেশি জনপ্রিয় বলেই মমতাকে রোম যেতে দেয়নি কেন্দ্র : অভিষেক

মেদিনীপুর, 26 সেপ্টেম্বর : পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (Ishwar Chandra Vidyasagar) 202তম জন্মদিনে তিন কৃতীকে সংবর্ধনা দিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University)। এদিন বিশ্ববিদ্যালয় সভাগৃহে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও লেখক প্রতুল মুখোপাধ্যায়, বিশিষ্ট ঔপন্যাসিক ও গল্পকার নলিনী বেরা এবং বর্ষীয়ান ঐতিহাসিক ড. অন্নপূর্ণ চট্টোপাধ্যায়কে বিশেষ পুরস্কারে ভূষিত করা হল ।

আজ বর্ণপরিচয়ের স্রষ্টা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 202তম জন্মদিন ৷ আর তা ঘিরে জঙ্গলমহলে ছিল সাজো সাজো রব । কোভিড আবহে বন্ধ স্কুল ও কলেজগুলি ভার্চুয়ালি দিনটি পালন করেছে । পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ও এদিন বিদ্যাসাগরের 202তম জন্মজয়ন্তী পালন করে ৷

এবছর পুরস্কৃত করা হয় তিন জন বিশিষ্ট ব্যক্তিত্বকে । এ দিন বিশ্ববিদ্যালয় সভাগৃহে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতুল মুখোপাধ্যায়, নলিনী বেরা ও ড. অন্নপূর্ণ চট্টোপাধ্যায়কে বিশেষ সম্মানে ভূষিত করা হয় । তাঁদের হাতে পুরস্কার তুলে দেন নদী বিশেষজ্ঞ তথা পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সভাপতি ড. কল্যাণ রুদ্র, বিশিষ্ট লেখক ও সম্পাদক প্রশান্ত মাঝি এবং বিশিষ্ট ঐতিহাসিক অধ্যাপক সুভাষরঞ্জন চক্রবর্তী । তিন কৃতীকে শাল, মানপত্র দিয়ে সম্মানিত করা হয় ৷ তাঁদের হাতে তুলে দেওয়া হয় 25 হাজার টাকা ৷ এই দিনের অনুষ্ঠান সম্পাদনার দায়িত্বে ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক জয়ন্ত নন্দী ৷ ছিলেন উপাচার্য শিবাজীপ্রতিম বসু ।

আরও পড়ুন: Vidyasagar Birth Anniversary : জন্মজয়ন্তীতে বিদ্যাসাগরকে শ্রদ্ধার্ঘ্য মমতা, অমিতের

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিবাজীপ্রতিম বসু বলেন, "বিদ্যাসাগরের জন্মদিনে আমরা তিন কৃতীকে সম্মানিত করতে পেরে খুবই খুশি । আমরা চাইব আগামী দিনে এই ধরনের আরও নতুন কিছু অনুষ্ঠান করতে ।"

আরও পড়ুন : Biman Bose : বিদ্যাসাগরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনীতি করা অনুচিত : বিমান বসু

কোভিডের কারণে সমস্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এদিন বাতিল করা হয়েছে । তাছাড়া প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়েছে জঙ্গলমহলের মেদিনীপুরে । সেই কারণেই সংক্ষিপ্ত আকারে বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালন করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

আরও পড়ুন: Abhishek Banerjee: মোদির থেকে বেশি জনপ্রিয় বলেই মমতাকে রোম যেতে দেয়নি কেন্দ্র : অভিষেক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.