মেদিনীপুর, 26 সেপ্টেম্বর : পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (Ishwar Chandra Vidyasagar) 202তম জন্মদিনে তিন কৃতীকে সংবর্ধনা দিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University)। এদিন বিশ্ববিদ্যালয় সভাগৃহে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও লেখক প্রতুল মুখোপাধ্যায়, বিশিষ্ট ঔপন্যাসিক ও গল্পকার নলিনী বেরা এবং বর্ষীয়ান ঐতিহাসিক ড. অন্নপূর্ণ চট্টোপাধ্যায়কে বিশেষ পুরস্কারে ভূষিত করা হল ।
আজ বর্ণপরিচয়ের স্রষ্টা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 202তম জন্মদিন ৷ আর তা ঘিরে জঙ্গলমহলে ছিল সাজো সাজো রব । কোভিড আবহে বন্ধ স্কুল ও কলেজগুলি ভার্চুয়ালি দিনটি পালন করেছে । পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ও এদিন বিদ্যাসাগরের 202তম জন্মজয়ন্তী পালন করে ৷
এবছর পুরস্কৃত করা হয় তিন জন বিশিষ্ট ব্যক্তিত্বকে । এ দিন বিশ্ববিদ্যালয় সভাগৃহে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতুল মুখোপাধ্যায়, নলিনী বেরা ও ড. অন্নপূর্ণ চট্টোপাধ্যায়কে বিশেষ সম্মানে ভূষিত করা হয় । তাঁদের হাতে পুরস্কার তুলে দেন নদী বিশেষজ্ঞ তথা পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সভাপতি ড. কল্যাণ রুদ্র, বিশিষ্ট লেখক ও সম্পাদক প্রশান্ত মাঝি এবং বিশিষ্ট ঐতিহাসিক অধ্যাপক সুভাষরঞ্জন চক্রবর্তী । তিন কৃতীকে শাল, মানপত্র দিয়ে সম্মানিত করা হয় ৷ তাঁদের হাতে তুলে দেওয়া হয় 25 হাজার টাকা ৷ এই দিনের অনুষ্ঠান সম্পাদনার দায়িত্বে ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক জয়ন্ত নন্দী ৷ ছিলেন উপাচার্য শিবাজীপ্রতিম বসু ।
আরও পড়ুন: Vidyasagar Birth Anniversary : জন্মজয়ন্তীতে বিদ্যাসাগরকে শ্রদ্ধার্ঘ্য মমতা, অমিতের
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিবাজীপ্রতিম বসু বলেন, "বিদ্যাসাগরের জন্মদিনে আমরা তিন কৃতীকে সম্মানিত করতে পেরে খুবই খুশি । আমরা চাইব আগামী দিনে এই ধরনের আরও নতুন কিছু অনুষ্ঠান করতে ।"
আরও পড়ুন : Biman Bose : বিদ্যাসাগরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনীতি করা অনুচিত : বিমান বসু
কোভিডের কারণে সমস্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এদিন বাতিল করা হয়েছে । তাছাড়া প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়েছে জঙ্গলমহলের মেদিনীপুরে । সেই কারণেই সংক্ষিপ্ত আকারে বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালন করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
আরও পড়ুন: Abhishek Banerjee: মোদির থেকে বেশি জনপ্রিয় বলেই মমতাকে রোম যেতে দেয়নি কেন্দ্র : অভিষেক