খড়গপুর, 13 জুন : IIT-খড়গপুরের একদল পড়ুয়া আবিষ্কার করলেন ট্র্যাকিং ডিভাইস । এই ডিভাইস মল, বাজার-সহ ভিড়ে বিশেষভাবে কাজ করবে বলে জানান তাঁরা । মূলত কোরোনা সংক্রমণের হাত থেকে সকলকে রক্ষা করার জন্যই এই ডিভাইসের আবিষ্কার । IIT-তে আসা লোকজনের মধ্যে সংক্রমণ রোধ করার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখবে এই ডিভাইস ।
IIT-খড়গপুরের স্বায়ত্বশাসিত গ্রাউন্ড ভেহিকেল (AGV) গবেষণা গ্রুপ রোবটিক্স গবেষণা সামাজিক পর্যবেক্ষণের জন্য স্বল্প ব্যয়ের সাইবার-ফিজ়িকাল সিস্টেম নির্ভরে এই ডিভাইসটি তৈরি করেছেন ৷ এই ডিভাইস জনবহুল এলাকায় সামাজিক দূরত্বের উপর নজর রাখতে সাহায্য করবে ৷ আজ IIT-খড়গপুরের এক আধিকারিক একথা জানান ৷ গবেষণা দলের এক সদস্য বলেন, "সামাজিক দূরত্ব না মানা হলেই এই ডিভাইসটি অডিয়ো আউটপুটের মাধ্যমে শব্দ করবে ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া নির্দেশিকা অনুযায়ী যে সামাজিক দূরত্বের কথা বলা হয়েছে, তা মানা হচ্ছে কি না সেদিকে নজর রাখবে এই ডিভাইস ৷ ডিভাইসে থাকা ক্যামেরা তার ছবিও তুলবে ৷"
আনলক -1 চলছে এই দেশে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশে আবেদন করেছেন, যথাযথভাবে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য । কোরোনা রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ । এই বিষয়ে সহায়তা করার জন্যই IIT-খড়গপুর তৈরি করেছে এই ডিভাইস ৷ এটি মানুষের মধ্যে ফাঁকা জায়গার শনাক্তকরণ এবং অডিয়ো আউটপুটের মাধ্যমে সর্তকতামূলক শব্দ বের করে দূরত্ব নিয়ন্ত্রণ এবং মানুষের মধ্যে দূরত্ব ঠিক কতটা তার ছবিও ক্যামেরা দ্বারা নির্ধারিত করে দেখাতে পারবে ।
অধ্যাপক দেবাশিস চক্রবর্তী ও অধ্যাপক আদিত্য বন্দোপাধ্যায়ের নেতৃত্বে গবেষণাটি পরিচালনা করা হয়েছে । এই দলে ছিলেন অধ্যাপক সিদ্ধার্থ মুখোপাধ্যায়, অধ্যাপক সূর্য কে পাল এবং অধ্যাপক সমীর কে পাল । এক ইঞ্জিনিয়র বলেন, "এই ডিভাইসটি তৈরি করতে আমরা সক্ষম ৷ আমরা দূরবর্তী স্থানে বসে সস্তা এবং সহজলভ্য অ্যাক্সেসগুলি ব্যবহার করে লোকেট এবং ব্যয় কমাতে পেরেছি । আমরা আত্মবিশ্বাসী যে, এই ডিভাইসটি সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে যা দরকার তা খুঁজে পাবে । জনবহুল এলাকা যেমন বাজার, শপিং মল ইত্যাদি জায়গার ক্ষেত্রে ব্যাপকভাবে কাজে আসবে ।"
এই বিষয়ে IIT-খড়গপুরের অধ্যাপক বীরেন্দ্র কুমার তিওয়ারি বলেন, "আমাদের উদ্দেশ্য সমাজের প্রতিটি মানুষের জীবনের উন্নতি করা । আমরা কাজ করছি জাতীয় মিশন প্রকল্প COVID-19 এর সঙ্গে । এই প্রযুক্তি বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তৈরি ।"