দাসপুর, 20 নভেম্বর: বিশেষভাবে সক্ষম যুবকের সঙ্গে অমানবিক আচরণ বাসকর্মীদের । সেই যুবককে যাত্রীবাহী বাসে উঠতে দিচ্ছে না বাসকর্মীরা । ঘণ্টার পর ঘণ্টা একের পর এক গাড়িকে কাতর আবেদন জানালেন অভ্রজিত, "আমি পয়সা দেব আমাকে হাওড়া নিয়ে চলুন ৷ একটা সিটের ব্যবস্থা করে দিন ।" কিন্তু কেউ কর্ণপাত করল না তাতে ৷ খবর পেয়ে পুলিশের তৎপরতায় বাসে জায়গা পেলেন বিশেষভাবে সক্ষম ওই যুবক ।
দাসপুরের যুবক অভ্রজিত অধিকারীর জন্ম থেকেই দু'টি পায়ের সমস্যা ৷ যাতায়াতের জন্য ব্যবহার করেন ট্রাই সাইকেল । অভ্রজিতের বলেন, "একটা লোনের জন্য হাওড়া যাওয়া খুবই প্রয়োজন ছিল । তাই সকাল থেকে দাসপুর বাসস্ট্যান্ডে এসে বাসের অপেক্ষা করছিলাম । কিন্তু একের পর এক বাস চলে যাচ্ছে আমাকে নিচ্ছে না কেউ ৷ তাদের দাবি, গাড়িতে সিট নেই ৷ আমি পয়সা দিয়ে যাতায়াত করব তাও আমাকে কেন সিটের ব্যবস্থা করে দিতে পারছে না । পরে সংবাদমাধ্যমের কাছ থেকে খবর পেয়ে দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায় ঘটনাস্থলে রঞ্জিত কুন্ডু নামে এক পুলিশ অফিসারকে পাঠান । পুলিশ এসে গাড়ি দাঁড় করিয়ে আমায় বাসে তুলে দেয় ।"
বাসে তাদের জন্য সংরক্ষিত সিট থাকা সত্ত্বেও কেন এমন হয়রানির শিকার হতে হল যুবককে ? ঘটনার পরই উঠছে প্রশ্ন ৷ তবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে সাহায্য করার জন্য পুলিশের এই তৎপরতার প্রশংসাও করেছে অনেকে । এই বিষয়ে পুলিশ আধিকারিক রঞ্জিত কুন্ডু বলেন, বিশেষভাবে সক্ষমদের সিট থাকা সত্ত্বেও বহু বাসে এই ধরনের যাত্রীদের নিতে চায় না । তাই রীতিমতো একটু ধমকের সুর দিয়েই এই যাত্রীকে তুলে দিলাম । এরই সঙ্গে ওর যাওয়ার ভাড়াটাও দিয়ে দিয়েছি । তবে এবারে নজরে রাখব ।"
আরও পড়ুন :
1 মানবিক জেলাশাসক, পাশে দাঁড়ালেন বিশেষভাবে সক্ষম পড়ুয়া-সহ অসহায় পরিবারের
2 বিশেষভাবে সক্ষম শিশুদের কণ্ঠে উঠে এল বাঘা যতীনের বীরত্বের কাহিনি, মুক্তি পেল ছবির নতুন গান