ETV Bharat / state

বিশ্ববিজ্ঞানী র‍্যাঙ্কিংয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 34 জন বিজ্ঞানী, গর্বিত জঙ্গলমহল - world scientists ranking

একজন বা দু'জন নয় ৷ বিদ্যাসাগর বিশ্ববিদ্য়ালয়ের 34 জন বিজ্ঞানী মুখ উজ্জ্বল করেছেন জঙ্গলমহলের ৷ বিশ্ববিজ্ঞানী র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছেন তাঁরা ৷

vidyasagar university
vidyasagar university
author img

By

Published : Jun 15, 2021, 8:48 AM IST

জঙ্গলমহল , 15 জুন : বিশ্ববিজ্ঞানী র‍্যাঙ্কিয়ে বিরাট সাফল্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ৷ ঐতিহ্যশালী এই বিশ্ববিদ্য়ালয়ের মোট 34 জন বিজ্ঞানীর নাম রয়েছে বিশ্ববিজ্ঞানী র‍্যাঙ্কিংয়ের তালিকায় ৷ গর্বিত গোটা জঙ্গলমহল ৷পশ্চিমবঙ্গের একটি প্রান্তিক অঞ্চল জঙ্গলমহল ৷ সেখানেই অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ৷ শহর থেকে দূরে, কার্যত লোকচক্ষুর আড়ালে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় নজর কেড়েছে গোটা বিশ্বের ৷

একজন বা দু'জন নয় ৷ বিদ্যাসাগর বিশ্ববিদ্য়ালয়ের 34 জন বিজ্ঞানী মুখ উজ্জ্বল করেছেন জঙ্গলমহলের ৷ পেয়েছেন বিশ্ববিজ্ঞানী র‍্যাঙ্কিংয়ে স্থান ৷ এই বিশ্ববিদ্যালয়ের নিরিখে প্রথম স্থান অর্জন করেছেন নিউট্রিজেনোমিক্সের দেবীদাস ঘোষ ৷ দ্বিতীয় স্থানে অঙ্ক বিভাগের মধুমঙ্গল পাল ও তৃতীয় স্থানে রয়েছেন বটানি বিভাগের অমল কুমার মণ্ডল ৷ বিশ্ববিদ্যালয়ের নিরিখে প্রথম স্থানে থাকা দেবীদাসবাবু এশিয়াতে 6,212 তম স্থানে রয়েছে । আর বিশ্বে 49,168 তম স্থানে । মধুমঙ্গলবাবু এশিয়াতে 6392 ও বিশ্বে 40317 তম স্থানে রয়েছেন । অমলবাবু এশিয়াতে 8906 ও বিশ্বে 67504 তম স্থান পেয়েছেন । এছাড়াও এই 34 জনের তালিকায় রয়েছেন শ্যামলকুমার মণ্ডল, ব্রজগোপাল বাগ, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, অমিয়কুমার পান্ডা, মইদুল হাসান ও বিধানচন্দ্র পাত্র প্রমুখ ৷

vidyasagar university
বিশ্ব দরবারে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন : Corona in bengal : সাড়ে তিন হাজারের কাছাকাছি দৈনিক সংক্রমণ

এবিষয়ে, বটানি বিভাগের প্রধান অমল কুমার মণ্ডল বলেন, 'করোনাকালে বিজ্ঞানীমহলে এটি একটি সুখবর, যে আমাদের বিশ্ববিদ্যালয়ে থেকে 34 জন বিজ্ঞানী বিশ্বের দরবারে স্থান করে নিয়েছে ৷ এটি জঙ্গলমহলে অবস্থিত পিছিয়ে পড়া জায়গা ৷ কোনও প্রকার মিডিয়ার সার্চলাইট এখানে পড়ে না ৷ সেখান থেকে 34 জন অধ্য়াপক-বিজ্ঞানী নিজেদের জায়গা করে নিয়েছেন । এটা একটা বিরাট গর্বের বিষয় ৷ এটা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল ৷ ভবিষ্যতে আরও ভাল কিছু করার অনুপ্রেরণা দিল । '

বিশ্ববিজ্ঞানী র‍্যাঙ্কিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল অবস্থান

প্রতি বছরই বিশ্বের সব বিশ্ববিদ্য়ালয়ের বিজ্ঞানীদের গবেষণাগুলিকে র‍্যাঙ্ক দেওয়া হয় ৷ এবছরও তার ব্যতিক্রম হয়নি ৷ গোটা বিশ্বের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রোনাল্ড সি কেসলার ৷ দ্বিতীয় স্থানে কুঙ্গপুক জাতীয় বিশ্ববিদ্যালয়ের এইচ জে কিম এবং তৃতীয় স্থানে ফের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েরই জন ই ম্যানসন ৷ প্রথম দশে মোট তিনজন বিজ্ঞানী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েরই ৷

জঙ্গলমহল , 15 জুন : বিশ্ববিজ্ঞানী র‍্যাঙ্কিয়ে বিরাট সাফল্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ৷ ঐতিহ্যশালী এই বিশ্ববিদ্য়ালয়ের মোট 34 জন বিজ্ঞানীর নাম রয়েছে বিশ্ববিজ্ঞানী র‍্যাঙ্কিংয়ের তালিকায় ৷ গর্বিত গোটা জঙ্গলমহল ৷পশ্চিমবঙ্গের একটি প্রান্তিক অঞ্চল জঙ্গলমহল ৷ সেখানেই অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ৷ শহর থেকে দূরে, কার্যত লোকচক্ষুর আড়ালে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় নজর কেড়েছে গোটা বিশ্বের ৷

একজন বা দু'জন নয় ৷ বিদ্যাসাগর বিশ্ববিদ্য়ালয়ের 34 জন বিজ্ঞানী মুখ উজ্জ্বল করেছেন জঙ্গলমহলের ৷ পেয়েছেন বিশ্ববিজ্ঞানী র‍্যাঙ্কিংয়ে স্থান ৷ এই বিশ্ববিদ্যালয়ের নিরিখে প্রথম স্থান অর্জন করেছেন নিউট্রিজেনোমিক্সের দেবীদাস ঘোষ ৷ দ্বিতীয় স্থানে অঙ্ক বিভাগের মধুমঙ্গল পাল ও তৃতীয় স্থানে রয়েছেন বটানি বিভাগের অমল কুমার মণ্ডল ৷ বিশ্ববিদ্যালয়ের নিরিখে প্রথম স্থানে থাকা দেবীদাসবাবু এশিয়াতে 6,212 তম স্থানে রয়েছে । আর বিশ্বে 49,168 তম স্থানে । মধুমঙ্গলবাবু এশিয়াতে 6392 ও বিশ্বে 40317 তম স্থানে রয়েছেন । অমলবাবু এশিয়াতে 8906 ও বিশ্বে 67504 তম স্থান পেয়েছেন । এছাড়াও এই 34 জনের তালিকায় রয়েছেন শ্যামলকুমার মণ্ডল, ব্রজগোপাল বাগ, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, অমিয়কুমার পান্ডা, মইদুল হাসান ও বিধানচন্দ্র পাত্র প্রমুখ ৷

vidyasagar university
বিশ্ব দরবারে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন : Corona in bengal : সাড়ে তিন হাজারের কাছাকাছি দৈনিক সংক্রমণ

এবিষয়ে, বটানি বিভাগের প্রধান অমল কুমার মণ্ডল বলেন, 'করোনাকালে বিজ্ঞানীমহলে এটি একটি সুখবর, যে আমাদের বিশ্ববিদ্যালয়ে থেকে 34 জন বিজ্ঞানী বিশ্বের দরবারে স্থান করে নিয়েছে ৷ এটি জঙ্গলমহলে অবস্থিত পিছিয়ে পড়া জায়গা ৷ কোনও প্রকার মিডিয়ার সার্চলাইট এখানে পড়ে না ৷ সেখান থেকে 34 জন অধ্য়াপক-বিজ্ঞানী নিজেদের জায়গা করে নিয়েছেন । এটা একটা বিরাট গর্বের বিষয় ৷ এটা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল ৷ ভবিষ্যতে আরও ভাল কিছু করার অনুপ্রেরণা দিল । '

বিশ্ববিজ্ঞানী র‍্যাঙ্কিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল অবস্থান

প্রতি বছরই বিশ্বের সব বিশ্ববিদ্য়ালয়ের বিজ্ঞানীদের গবেষণাগুলিকে র‍্যাঙ্ক দেওয়া হয় ৷ এবছরও তার ব্যতিক্রম হয়নি ৷ গোটা বিশ্বের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রোনাল্ড সি কেসলার ৷ দ্বিতীয় স্থানে কুঙ্গপুক জাতীয় বিশ্ববিদ্যালয়ের এইচ জে কিম এবং তৃতীয় স্থানে ফের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েরই জন ই ম্যানসন ৷ প্রথম দশে মোট তিনজন বিজ্ঞানী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েরই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.