ETV Bharat / state

কেন্দ্রের কয়লা খনি বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদ পাণ্ডবেশ্বরে

author img

By

Published : May 22, 2020, 1:13 PM IST

কেন্দ্রীয় সরকারের কয়লা খনিগুলিকে বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে INTTUC । আজ সকাল থেকেই পাণ্ডবেশ্বর খোট্টাডিহি কয়লা খনিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকরা ।

inttuc
প্রতিবাদ

দুর্গাপুর, 22 মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পশ্চিমবঙ্গ সফরের দিনেই কেন্দ্রীয় সরকারের কয়লা খনি বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি খনিতে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা । তৃণমূল কংগ্রেসের কয়লা খনির শ্রমিক সংগঠন KKSC-এর পক্ষ থেকে এই আন্দোলনের ডাক দেওয়া হয় ।

বিধ্বংসী আমফান ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে এসছেন । রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করার কথা প্রধানমন্ত্রীর । আর আজই খনি অঞ্চল তথা পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি কয়লা খনিতে সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC সমর্থিত কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের কর্মীরা (KKSC) ।

খোট্টাডিহি কোলিয়ারির KKSC সভাপতি জগবন্ধু ঘোষ জানান "কোল ইন্ডিয়ার প্রায় 500টি কয়লাখনিকে কেন্দ্রীয় সরকার বেসরকারিকরণ করার সিদ্ধান্ত নিয়েছে । আমরা বিষয়টির বিরুদ্ধাচারণ করছি । নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা কয়লা খনি বন্ধ করে কোনও আন্দোলন করব না । তবে আমরা কয়লা খনিগুলিকে বেসরকারিকরণ করতে দেব না । আরও বৃহত্তর আন্দোলন হবে । " আজ সকাল থেকেই খোট্টাডিহি কোলিয়ারিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়লা খনির শ্রমিকরা । কেন্দ্রীয় সরকারের কয়লা খনিগুলিকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে গোটা দেশকে নতুন করে উত্তাল করবে তা বলার অপেক্ষা রাখে না । কয়লা খনিগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়া হলে তীব্র শ্রমিক আন্দোলনে জেরবার হতে হবে তার ইঙ্গিত কিন্তু দিতে শুরু করলেন খনি শ্রমিকরা ।

দুর্গাপুর, 22 মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পশ্চিমবঙ্গ সফরের দিনেই কেন্দ্রীয় সরকারের কয়লা খনি বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি খনিতে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা । তৃণমূল কংগ্রেসের কয়লা খনির শ্রমিক সংগঠন KKSC-এর পক্ষ থেকে এই আন্দোলনের ডাক দেওয়া হয় ।

বিধ্বংসী আমফান ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে এসছেন । রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করার কথা প্রধানমন্ত্রীর । আর আজই খনি অঞ্চল তথা পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি কয়লা খনিতে সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC সমর্থিত কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের কর্মীরা (KKSC) ।

খোট্টাডিহি কোলিয়ারির KKSC সভাপতি জগবন্ধু ঘোষ জানান "কোল ইন্ডিয়ার প্রায় 500টি কয়লাখনিকে কেন্দ্রীয় সরকার বেসরকারিকরণ করার সিদ্ধান্ত নিয়েছে । আমরা বিষয়টির বিরুদ্ধাচারণ করছি । নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা কয়লা খনি বন্ধ করে কোনও আন্দোলন করব না । তবে আমরা কয়লা খনিগুলিকে বেসরকারিকরণ করতে দেব না । আরও বৃহত্তর আন্দোলন হবে । " আজ সকাল থেকেই খোট্টাডিহি কোলিয়ারিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়লা খনির শ্রমিকরা । কেন্দ্রীয় সরকারের কয়লা খনিগুলিকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে গোটা দেশকে নতুন করে উত্তাল করবে তা বলার অপেক্ষা রাখে না । কয়লা খনিগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়া হলে তীব্র শ্রমিক আন্দোলনে জেরবার হতে হবে তার ইঙ্গিত কিন্তু দিতে শুরু করলেন খনি শ্রমিকরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.