খড়্গপুর, 29 জুন : দুই মাফিয়া গোষ্ঠীর মধ্যে মারধরের জেরে সোমবার গুলি চলল খড়্গপুরে ৷ ঘটনায় আহত সোনু মিশ্র নামে এক যুবক ৷ তদন্ত শুরু করেছে খড়্গপুর থানার পুলিশ ৷ এলাকায় শুরু হয়েছে নাকা চেকিং ৷
পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের খরিদা জিনতলাব এলাকায় বাসব রাম বাবু ও শঙ্কর রাও গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিবাদ রয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর । পুলিশ সূত্রে খবর, সোনু মিশ্র নামে এক যুবক থানায় অভিযোগ করে, সে দাঁড়িয়ে থাকাকালীন শের খান এবং পোস্ত নামে দুই যুবকের সঙ্গে বেশ কয়েকজন দুষ্কৃতী তার উপর হামলা চালায় এবং তাকে বেধড়ক মারধর করে । এই মারধর চলাকালীন দু'রাউন্ড গুলিও চালায় শের খান ও পোস্ত নামে দুই যুবক ৷ অল্পের জন্য প্রাণে বাঁচে সোনু ৷ এই অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর থেকেই বেপাত্তা সোনু ।
এদিকে এলাকাবাসী এক যুবকের পেটে গুলি লেগেছে বলে পুলিশকে খবর দেয় ৷ আতঙ্কের জেরে সে নাকি গুলি লাগা অবস্থায় পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে গিয়েছে । কে সেই যুবক তার খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়্গপুর টাউন থানার পুলিশ । গোটা ঘটনায় বেপাত্তা দুই যুবক সোনু ও পোস্ত । তবে শের খান নামে এক যুবককে আটক করা হলেও বাকি দুই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ । আতঙ্কে পালিয়ে যাওয়া যুবকই পোস্ত কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ৷
দুই মাফিয়া গোষ্ঠীর মধ্যে এলাকা দখলকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে অনুমান খড়্গপুর টাউন থানার পুলিশের । রাম বাবু ও শঙ্কর রাও গোষ্ঠীর বিবাদের জেরেই এই ঘটনা বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । তাঁদের দাবি, সোনু রাম বাবুর লোক । রাম বাবুর অনুপস্থিতিতে সেই এখন এলাকার ডন বলে অভিযোগ করেছেন তাঁরা ।
আরও পড়ুন : প্রণয়ঘটিত সম্পর্কের জের, জুতোর মালা পরিয়ে গৃহবধূকে গ্রাম ঘোরানো হল
অপরদিকে এলাকাবাসীরা জানান, শঙ্কর রাওয়ের ডান হাত ও বাম হাত যথাক্রমে পোস্ত ও শের খান । তবে ঘটনার বিবরণ জানতে ধৃত শের খানকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷ জেরায় শের খান জানায়, তাদের উপর সোনু গুলি চালিয়েছে ।
গোটা ঘটনা জানতে পুলিশ সোনু ও পোস্তর খোঁজে তল্লাশি শুরু করেছে ৷ শুধু খড়্গপুর নয়, ঘটনায় মেদিনীপুরে ঢোকার মুখে অভিযুক্তদের খুঁজতে প্রতিটা রাস্তায় পুলিশের তরফ থেকে শুরু হয়েছে নাকা চেকিং ৷ ঘটনার জেরে স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ ৷