ETV Bharat / state

Cricket Talent from Kharagpur খুদে শুভজিতের ব্যাটিং স্কিলে মুগ্ধ অজি ইলাই ক্যাশন, নিলেন ক্রিকেট প্রশিক্ষণের দায়িত্ব

author img

By

Published : Aug 21, 2022, 6:18 PM IST

Updated : Aug 21, 2022, 7:22 PM IST

সোশাল মিডিয়ায় একটি ভিডিয়োতে খড়গপুরের ছোট্ট শুভজিৎকে (Subhajit Dolui) অসাধারণ কাট-পুল-ড্রাইভ করতে দেখেছিলেন অস্ট্রেলিয়ান ইলাই ক্যাশন (Cricket Talent from Kharagpur) ৷ আর তা দেখে সোজা শুভজিতের সঙ্গে দেখা করতে, খড়গপুরে চলে এলেন ওই অজি ৷ শুধু এলেন না, শুভজিৎ দোলুইয়ের ক্রিকেট প্রশিক্ষণের দায়িত্বও নিলেন ৷

impressed-by-batting-skills-of-subhajit-dolui-aussie-elijah-cashion-reach-his-house-in-kharagpur
impressed-by-batting-skills-of-subhajit-dolui-aussie-elijah-cashion-reach-his-house-in-kharagpur

খড়গপুর, 21 অগস্ট: মাত্র সাত বছর বয়সেই 120-130 কিলোমিটার গতির বলে ছক্কা হাকাচ্ছে 7 বছরের খুদে শুভজিৎ দোলুই (Subhajit Dolui) ! সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো দেখে মুগ্ধ হলেন মেলবোর্নের ব্যবসায়ী ইলাই ক্যাশন (Elijah Cashion) ৷ ক্রিকেটের বিভিন্ন সরঞ্জাম বিক্রি করাই তাঁর পেশা। তিনি শুধু মুগ্ধই হননি, গত 15 অগস্ট তিনি পৌঁছে গেলেন খড়গপুরের লছমাপুরের রাধানগর গ্রামে শুভজিতের বাড়িতে ৷ সেখানে তিনদিন থাকলেনও ৷ আর সেই সঙ্গে ভিডিয়োতে দেখা শুভজিতের ব্যাটিং টেকনিকও পরীক্ষা করলেন ৷ যাওয়ার আগে খুদে শুভজিৎকে 200 মার্কিন ডলার ও একটি ডিউস বল উপহার দিয়ে গেলেন ৷ একই সঙ্গে 13 বছর বয়স থেকে শুভজিতের ক্রিকেট প্রশিক্ষণের দায়িত্বও নিলেন ইলাই ৷

আড়াই বছর বয়সে ব্যাটে-বলে হাতেখড়ি ৷ আর সাড়ে তিন বছর বয়স থেকেই শুভজিৎ দোলই ডিউসের স্বাভাবিক গতিবেগের বলে কাট-পুল-ড্রাইভ করতে পারত অনায়াসে ৷ এখন 7 বছর বয়সে আসতে আসতে ঘণ্টায় 120 কিলোমিটার গতিবেগে আসা বলও স্বচ্ছন্দে বাউন্ডারি পার করে দেয় শুভজিৎ ৷ খড়গপুরবাসী এই অসামান্য প্রতিভায় মজেছে (Cricket Talent from Kharagpur) ৷ তবে, শুধু খড়গপুর নয় ৷ সোশাল মিডিয়ায় শুভজিতের ব্যাটিংয়ের ভিডিয়ো দেখে মুগ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ান ইলাই । শুধু মুগ্ধই হননি ৷ সরাসরি পৌঁছে গিয়েছেন শুভজিতের বাড়িতে ৷ প্রসঙ্গত, ইনস্টাগ্রামে আপলোড করা তার দু’টি ব্যাটিং ভিডিয়োর একটি 4 মিলিয়ন এবং অন্যটি 6 মিলিয়নের বেশি মানুষ দেখে ফেলেছে ৷ সেই তালিকাতেই ছিলেন অজি ইলাই ক্যাশন ৷

120 কিলোমিটার গতিবেগে আসা বলও স্বচ্ছন্দে বাউন্ডারি পার করে দেয় শুভজিৎ

আরও পড়ুন: মেয়েদের সুব্রত কাপ অনূর্ধ্ব 19 ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন গাজোলের হাতিমারি হাইস্কুল

শুভজিতের বাবা পিন্টু দোলুইয়ের সঙ্গে সোশাল মিডিয়ার মাধ্যমেই যোগাযোগ করেছিলেন ইলাই ৷ সেখানেই তিনি জানান, অগস্ট মাসে কর্মসূত্রে ভারতে আসছেন ৷ সেই সময় তাঁর ছেলের সঙ্গে দেখা করতে চান ৷ সেখানেই ঠিকানা জেনে নেন ইলাই ৷ এই তিনদিনে ভ্যাপসা গরমে নাজেহাল হয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ান ইলাই ক্যাশন ৷ তিনি জানিয়েছেন, আগামী বছর ফের খড়গপুরে আসবেন । সঙ্গে থাকবেন তাঁর বন্ধুও ৷ পাশাপাশি 13 বছর বয়স হলেই শুভজিৎকে তিনি অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিলেন ৷ সেখানে তাঁর ক্রিকেট প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন ৷

আর ছেলের প্রতিভা যে বিদেশেও ছড়িয়ে গিয়েছে, তা দেখে খুশি শুভজিতের বাবা পিন্টু দোলুই ৷ জানালেন, আর্থিক কারণে তিনি নিজের ক্রিকেট খেলার স্বপ্নপূরণ করতে পারেননি ৷ তাই ছেলের স্বপ্নপূরণ করতে চান ৷

খড়গপুর, 21 অগস্ট: মাত্র সাত বছর বয়সেই 120-130 কিলোমিটার গতির বলে ছক্কা হাকাচ্ছে 7 বছরের খুদে শুভজিৎ দোলুই (Subhajit Dolui) ! সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো দেখে মুগ্ধ হলেন মেলবোর্নের ব্যবসায়ী ইলাই ক্যাশন (Elijah Cashion) ৷ ক্রিকেটের বিভিন্ন সরঞ্জাম বিক্রি করাই তাঁর পেশা। তিনি শুধু মুগ্ধই হননি, গত 15 অগস্ট তিনি পৌঁছে গেলেন খড়গপুরের লছমাপুরের রাধানগর গ্রামে শুভজিতের বাড়িতে ৷ সেখানে তিনদিন থাকলেনও ৷ আর সেই সঙ্গে ভিডিয়োতে দেখা শুভজিতের ব্যাটিং টেকনিকও পরীক্ষা করলেন ৷ যাওয়ার আগে খুদে শুভজিৎকে 200 মার্কিন ডলার ও একটি ডিউস বল উপহার দিয়ে গেলেন ৷ একই সঙ্গে 13 বছর বয়স থেকে শুভজিতের ক্রিকেট প্রশিক্ষণের দায়িত্বও নিলেন ইলাই ৷

আড়াই বছর বয়সে ব্যাটে-বলে হাতেখড়ি ৷ আর সাড়ে তিন বছর বয়স থেকেই শুভজিৎ দোলই ডিউসের স্বাভাবিক গতিবেগের বলে কাট-পুল-ড্রাইভ করতে পারত অনায়াসে ৷ এখন 7 বছর বয়সে আসতে আসতে ঘণ্টায় 120 কিলোমিটার গতিবেগে আসা বলও স্বচ্ছন্দে বাউন্ডারি পার করে দেয় শুভজিৎ ৷ খড়গপুরবাসী এই অসামান্য প্রতিভায় মজেছে (Cricket Talent from Kharagpur) ৷ তবে, শুধু খড়গপুর নয় ৷ সোশাল মিডিয়ায় শুভজিতের ব্যাটিংয়ের ভিডিয়ো দেখে মুগ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ান ইলাই । শুধু মুগ্ধই হননি ৷ সরাসরি পৌঁছে গিয়েছেন শুভজিতের বাড়িতে ৷ প্রসঙ্গত, ইনস্টাগ্রামে আপলোড করা তার দু’টি ব্যাটিং ভিডিয়োর একটি 4 মিলিয়ন এবং অন্যটি 6 মিলিয়নের বেশি মানুষ দেখে ফেলেছে ৷ সেই তালিকাতেই ছিলেন অজি ইলাই ক্যাশন ৷

120 কিলোমিটার গতিবেগে আসা বলও স্বচ্ছন্দে বাউন্ডারি পার করে দেয় শুভজিৎ

আরও পড়ুন: মেয়েদের সুব্রত কাপ অনূর্ধ্ব 19 ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন গাজোলের হাতিমারি হাইস্কুল

শুভজিতের বাবা পিন্টু দোলুইয়ের সঙ্গে সোশাল মিডিয়ার মাধ্যমেই যোগাযোগ করেছিলেন ইলাই ৷ সেখানেই তিনি জানান, অগস্ট মাসে কর্মসূত্রে ভারতে আসছেন ৷ সেই সময় তাঁর ছেলের সঙ্গে দেখা করতে চান ৷ সেখানেই ঠিকানা জেনে নেন ইলাই ৷ এই তিনদিনে ভ্যাপসা গরমে নাজেহাল হয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ান ইলাই ক্যাশন ৷ তিনি জানিয়েছেন, আগামী বছর ফের খড়গপুরে আসবেন । সঙ্গে থাকবেন তাঁর বন্ধুও ৷ পাশাপাশি 13 বছর বয়স হলেই শুভজিৎকে তিনি অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিলেন ৷ সেখানে তাঁর ক্রিকেট প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন ৷

আর ছেলের প্রতিভা যে বিদেশেও ছড়িয়ে গিয়েছে, তা দেখে খুশি শুভজিতের বাবা পিন্টু দোলুই ৷ জানালেন, আর্থিক কারণে তিনি নিজের ক্রিকেট খেলার স্বপ্নপূরণ করতে পারেননি ৷ তাই ছেলের স্বপ্নপূরণ করতে চান ৷

Last Updated : Aug 21, 2022, 7:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.