ETV Bharat / state

আইআইটি খড়গপুরের পড়ুয়াদের উদ্দেশ্যে কূটক্তির অভিযোগ অধ্যাপিকার বিরুদ্ধে - আইআইটি খড়পুর

তফসিলি জাতি ও উপজাতির পড়ুয়াদের উদ্দেশ্য করে কুৎসিত মন্তব্য করার অভিযোগ উঠল আইআইটি খড়গপুরের অধ্যাপিকার বিরুদ্ধে ৷ অন লাইন ক্লাস চলাকালীন তিনি এমন আচরণ করেন বলে অভিযোগ ৷ বিষয়টি নিয়ে হইচই পড়ে গিয়েছে শিক্ষামহলে ৷

IIT Kharagpur Professor use obscene language to sc st students in the online class
আইআইটি খড়গপুরের পড়ুয়াদের উদ্দেশ্যে কূটক্তির অভিযোগ অধ্যাপিকার বিরুদ্ধে
author img

By

Published : Apr 27, 2021, 2:06 PM IST

খড়গপুর, 27 এপ্রিল : কোভিড পরিস্থিতিতে চলছে অনলাইন ক্লাস । সরকারি এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অনলাইনের মাধ্যমে চলছে ক্লাস ৷ এমনকি পরীক্ষাও হচ্ছে অনলাইনে ৷ তেমনি এক অনলাইন ক্লাস চলাকালীন খড়গপুর আইআইটির এক অধ্যাপিকার বিরুদ্ধে পড়ুয়াদের উদ্দেশ্য করে গালাগালি দেওয়ার অভিযোগ উঠল ৷ অভিযোগ তফসিলি জাতি ও উপজাতির পড়ুয়াদের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি ক্লাসে তিনি পড়ুয়াদের গালাগালি দিয়েছেন ৷ কারণ জাতীয় সঙ্গীত চলার সময় অনেক পড়ুয়া উঠে দাঁড়াননি বলে তাঁর মনে হয়েছে ৷ আর সেই ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে আইআইটি-তে ৷ ওই অধ্যাপিকার আচরণের নিন্দা করেছেন অনেকেই ৷

মাত্র দু’দিন আগেই কোভির‍্যাপ আবিষ্কারের সাফল্য দেশজুড়ে প্রশংসা এনে দিয়েছিল আইআইটি খড়গপুরের জন্য । সেই গর্বের প্রতিষ্ঠানেই এবার নিন্দার ঝড় ৷ সৌজন্যে অনলাইন ক্লাসে পড়ুয়াদের প্রতি অধ্যাপিকার কুৎসিত মন্তব্য । জানা গিয়েছে কলা ও সমাজ বিজ্ঞানের অধ্যাপিকা সীমা সিং তফসিলি সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি ক্লাসে পড়ুয়াদের গালাগালি দেন বলে অভিযোগ ৷ আর সেই ক্লাসের ভিডিয়ো নিমেশে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷ আর তারপরেই ওই অধ্যাপিকার বিরুদ্ধে সরব হয়েছেন নেটাগরিকরা ৷ বর্তমান থেকে প্রাক্তন অধ্যাপক, শিক্ষাবিদ সকলেই এর কড়া সমালোচনা করেছেন । যদিও ওই অধ্যাপিকা সপরিবারে করোনা সংক্রমিত হওয়ায়, তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ।

আইআইটি খড়গপুরের পড়ুয়াদের উদ্দেশ্যে কূটক্তির অভিযোগ অধ্যাপিকার বিরুদ্ধে

আরও পড়ুন : সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অশালীন মন্তব্য, ধৃত মহিলা

আইআইটি পড়ুয়াদের কাছ থেকে জানা গেছে, ওই অধ্যাপিকার মনে হয়েছিল, জাতীয় সঙ্গীত চলার সময় কিছু পড়ুয়া উঠে দাঁড়াননি । তাই অধ্যাপিকা সীমা সিং ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেন । পড়ুয়াদের অভিযোগ উঠেছে অধ্যাপিকা জেনে বুঝেই ওই মন্তব্য করেছেন । কারণ তারপরেই তিনি নাকি স্পষ্ট ভাষায় হুমকি দিয়েছেন পড়ুয়াদের । তিনি বলেন, ‘‘তোমরা যে কোনও জায়গায় অভিযোগ জানাতে পারো । কেন্দ্রীয় নারী-শিশুকল্যাণ কিংবা এসসি, এসটি বা সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক । আমার কিছু যায় আসে না । আমি আমার সিদ্ধান্তে অনড় ।’’ যদিও পড়ুয়াদের দাবি তাঁরা সকলেই উঠে দাঁড়িয়েছিলেন । তবে, অধ্যাপিকার ওই আচরণে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে ৷ অনেকের মতে অন্যায় করে থাকলেও, এভাবে কুৎসিত বা অশালীন ভাষা প্রয়োগ করা উচিত হয়নি ওই অধ্যাপিকার ।

খড়গপুর, 27 এপ্রিল : কোভিড পরিস্থিতিতে চলছে অনলাইন ক্লাস । সরকারি এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অনলাইনের মাধ্যমে চলছে ক্লাস ৷ এমনকি পরীক্ষাও হচ্ছে অনলাইনে ৷ তেমনি এক অনলাইন ক্লাস চলাকালীন খড়গপুর আইআইটির এক অধ্যাপিকার বিরুদ্ধে পড়ুয়াদের উদ্দেশ্য করে গালাগালি দেওয়ার অভিযোগ উঠল ৷ অভিযোগ তফসিলি জাতি ও উপজাতির পড়ুয়াদের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি ক্লাসে তিনি পড়ুয়াদের গালাগালি দিয়েছেন ৷ কারণ জাতীয় সঙ্গীত চলার সময় অনেক পড়ুয়া উঠে দাঁড়াননি বলে তাঁর মনে হয়েছে ৷ আর সেই ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে আইআইটি-তে ৷ ওই অধ্যাপিকার আচরণের নিন্দা করেছেন অনেকেই ৷

মাত্র দু’দিন আগেই কোভির‍্যাপ আবিষ্কারের সাফল্য দেশজুড়ে প্রশংসা এনে দিয়েছিল আইআইটি খড়গপুরের জন্য । সেই গর্বের প্রতিষ্ঠানেই এবার নিন্দার ঝড় ৷ সৌজন্যে অনলাইন ক্লাসে পড়ুয়াদের প্রতি অধ্যাপিকার কুৎসিত মন্তব্য । জানা গিয়েছে কলা ও সমাজ বিজ্ঞানের অধ্যাপিকা সীমা সিং তফসিলি সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি ক্লাসে পড়ুয়াদের গালাগালি দেন বলে অভিযোগ ৷ আর সেই ক্লাসের ভিডিয়ো নিমেশে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷ আর তারপরেই ওই অধ্যাপিকার বিরুদ্ধে সরব হয়েছেন নেটাগরিকরা ৷ বর্তমান থেকে প্রাক্তন অধ্যাপক, শিক্ষাবিদ সকলেই এর কড়া সমালোচনা করেছেন । যদিও ওই অধ্যাপিকা সপরিবারে করোনা সংক্রমিত হওয়ায়, তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ।

আইআইটি খড়গপুরের পড়ুয়াদের উদ্দেশ্যে কূটক্তির অভিযোগ অধ্যাপিকার বিরুদ্ধে

আরও পড়ুন : সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অশালীন মন্তব্য, ধৃত মহিলা

আইআইটি পড়ুয়াদের কাছ থেকে জানা গেছে, ওই অধ্যাপিকার মনে হয়েছিল, জাতীয় সঙ্গীত চলার সময় কিছু পড়ুয়া উঠে দাঁড়াননি । তাই অধ্যাপিকা সীমা সিং ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেন । পড়ুয়াদের অভিযোগ উঠেছে অধ্যাপিকা জেনে বুঝেই ওই মন্তব্য করেছেন । কারণ তারপরেই তিনি নাকি স্পষ্ট ভাষায় হুমকি দিয়েছেন পড়ুয়াদের । তিনি বলেন, ‘‘তোমরা যে কোনও জায়গায় অভিযোগ জানাতে পারো । কেন্দ্রীয় নারী-শিশুকল্যাণ কিংবা এসসি, এসটি বা সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক । আমার কিছু যায় আসে না । আমি আমার সিদ্ধান্তে অনড় ।’’ যদিও পড়ুয়াদের দাবি তাঁরা সকলেই উঠে দাঁড়িয়েছিলেন । তবে, অধ্যাপিকার ওই আচরণে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে ৷ অনেকের মতে অন্যায় করে থাকলেও, এভাবে কুৎসিত বা অশালীন ভাষা প্রয়োগ করা উচিত হয়নি ওই অধ্যাপিকার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.