খড়গপুর, 18 জুলাই : প্রকৃতির রোষে একাধিকবার পড়ছেন চাষিরা ৷ কখনও ঝড় কখনও বা হঠাৎ বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বিঘার পর বিঘা ফসল ৷ সে কারণে চাষিদের সুবিধার্থে এবার IIT খড়গপুর নিয়ে এল আবহাওয়া পূর্বাভাস সিস্টেম ৷ এর মাধ্যমে চাষিরা আগে থেকেই জানতে পারবেন আবহাওয়ার আগাম খবর ৷
IIT খড়গপুরের তৈরি এই সিস্টেমটির নাম দেওয়া হয়েছে গ্রামীণ কৃষি মৌসম সেবা ৷ পরিবর্তনশীল আবহাওয়ায় যাতে চাষের ক্ষেত্রে অসুবিধা না হয় সেই কারণেই তাদের এই উদ্যোগ ৷ এই কাজে ভারত আবহাওয়া দপ্তর ( IMD) IIT খড়গপুরকে সহযোগিতা করেছে ৷ এই বিষয় নিয়ে রাজ্যের পাঁচটি জেলার আঞ্চলিক ভাষায় অ্যাডভাইজ়ারি পাঠানো হয়েছে ৷ এই অ্যাডভাইজ়ারি সম্পর্কে জেলার কৃষি বিভাগের আধিকারিকরা কৃষকদের কৃষি ও আবহাওয়া সংক্রান্ত তথ্য জানাবেন ৷ পাশাপাশি কৃষি বিজ্ঞান কেন্দ্র, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, কৃষি সহযোগী পোর্টাল ও বিভিন্ন টেলিভিশন প্রোগ্রামে এই সিস্টেমটি সম্বন্ধে অ্যাডভাইজ়ারি জারি করা হয়েছে ৷ এই প্রযুক্তির ব্যবহার করে চাষিরা নিজেদের ফসলকে ক্ষতির মুখ থেকে বাঁচাতে সক্ষম হবে ৷ একইসঙ্গে রাসায়নিক ব্যবহার করে কম খরচে উৎপাদন করতে পারবে ৷
এই বিষয়ে খড়গপুর IIT কৃষি ও খাদ্য আধিকারিক দিলীপ কুমার সোয়াইন বলেন, "এই প্রযুক্তিটি ব্যবহারের ফলে চাষিরা নিজেদের ফোনে আগে থেকেই সার, সেচ , কীটনাশক ও আবহাওয়ার ব্যাপারে আগাম খবর পাবেন ৷ একই সঙ্গে এই সিস্টেম চাষিদের ফসলের গুণমান, চাষের জন্য যোগ্য জমি, ফসল চাষের উপযুক্ত সময় সম্বন্ধে জানাবে ৷ আমরা ইতিমধ্যেই কৃষি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য তিনটি আঞ্চলিক ভাষায় তিন লাখ চাষির কাছে পাঠিয়েছি ৷ "এই প্রযুক্তিটি ভূ-বিজ্ঞান মন্ত্রক স্পনসর করেছে ৷ খড়গপুর IIT-এর ডিরেক্টর VK তিওয়ারি বলেন, " অ্যাডভাইজ়ারির পাশাপাশি আমরা চাষিদের সুবিধার জন্য প্রযুক্তিটি ব্যবহারের জন্য প্রতিদিন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷ এই প্রশিক্ষণের অন্তর্ভুক্ত থাকছে জৈব চাষ,ভার্মিকম্পোস্টিং,জল-চাষ বিদ্যা, ইন্টিগ্রেটেড ফার্মিং ৷ " মনে করা এই প্রযুক্তিটির মাধ্যমে আরও বেশি কর্মসংস্থান বৃদ্ধি, অর্থনৈতিক মুনাফা বেড়ে যাবে ৷