ETV Bharat / state

মাত্র 400 টাকায় নির্ভুল কোরোনা পরীক্ষা, মেশিন তৈরি IIT খড়গপুরের - IIT খড়্গপুর

কোরোনা টেস্টের জন্য এখন কয়েক হাজার টাকা খরচ হয় ৷ কিন্তু, এবার কোরোনা টেস্ট করতে লাগবে মাত্র 400 টাকা। সৌজন্যে খড়গপুর IIT । তারা একটি মেশিন তৈরি করেছে ৷ অত্যন্ত কম বিদ্যুতের খরচে ব্যবহার করা যাবে মেশিনটি ৷ ফলাফলও পাওয়া যাবে মাত্র এক ঘণ্টার মধ্যে ৷ দাবি কর্তৃপক্ষের ৷

IIT
IIT খড়গপুর
author img

By

Published : Jul 25, 2020, 8:15 PM IST

Updated : Jul 25, 2020, 9:42 PM IST

খড়গপুর, 25 জুলাই : মাত্র 400 টাকা খরচে করা যাবে কোরোনা পরীক্ষা ৷ স্মার্টফোনে জানা যাবে রিপোর্ট ৷ এমনই এক যন্ত্র তৈরি করল খড়গপুর IIT । কর্তৃপক্ষের দাবি, এই যন্ত্রের মাধ্যমে বাড়িতে বসে 400 টাকায় নির্ভুল কোরোনা রিপোর্ট জানা যাবে । যন্ত্রটিকে পেটেন্টের আওতায় আনতে ইতিমধ্যেই আবেদন করেছে কর্তৃপক্ষ। বর্তমানে কোরোনা পরীক্ষা করতে কয়েক হাজার টাকা খরচ হয় ৷ এই মেশিনের মাধ্যমে টেস্ট শুরু হলে অনেকেই তার সুফল পাবে ৷

আজ একটি সাংবাদিক বৈঠক করে এই যন্ত্র তৈরির বিষয়টি সামনে আনেন IIT-র ডিরেক্টর অধ্যাপক বীরেন্দ্র তেওয়ারি ও দুই গবেষক অধ্যাপক সুমন চক্রবর্তী এবং অধ্যাপক অরিন্দম মণ্ডল ৷ তাঁরা দাবি করেন, এই যন্ত্রের একাধিক সুবিধা রয়েছে । সেগুলি হল, যন্ত্রটি মাত্র এক বর্গফুট আকারের ৷ কোরোনা পরীক্ষার বিশ্বস্বীকৃত পদ্ধতি rt-pcr মেশিনের ফলাফল আর এই মেশিনের ফলাফলও 100% মিলে গেছে । অত্যন্ত কম বিদ্যুৎ ব্যবহার করে মেশিনটি চালানো সম্ভব ৷ ব্যাটারি অথবা সৌরবিদ্যুৎ দিয়েও সেরে ফেলা যাবে এই যন্ত্রের পরীক্ষার ফলাফল । ফলাফল মাত্র এক ঘণ্টায় হাতে পাওয়া যাবে ৷

kharagpur
মোবাইলে অ্যাপের মাধ্যমে জানা যাবে কোরোনার রিপোর্ট



এই বিষয়ে খড়গপুর IIT-র বায়ো সায়েন্সের ভাইরোলজিস্ট অরিন্দম মণ্ডল বলেন,"আমরা 500 টি সিন্থেটিক নমুনা একই সঙ্গে rt-pcr ও আমাদের এই পোর্টেবল মেশিনে পরীক্ষা করেছি । দেখেছি, দুটি মেশিনে একই ফলাফল এসেছে । মানবদেহের নমুনা পরীক্ষার অনুমতি এখনও না পাওয়ায় আমরা সিন্থেটিক নমুনা ব্যবহার করেছি । আমাদের বিশ্বাস, ICMR মানবদেহের নমুনা এই মেশিনে প্রয়োগ করলে ফল একই পাবে ।"

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সুমন চক্রবর্তী বলেন, "এই মেশিন অন্য সমস্ত মেশিনের থেকে উন্নত । একটি উন্নত মেশিনের মতো রক্ষণাবেক্ষণ খরচ এই মেশিনে সাধারণত নেই । এই মেশিন বহু বছর ধরে চলবে । তাছাড়া একে সুরক্ষিত রাখার জন্য AC ঘরের প্রয়োজন নেই । এই মেশিন চালানোও সহজ ৷ সাধারণ মানুষ এর ব্যবহার করতে পারবে ৷ এখানে একটা ভিডিয়ো দেওয়া থাকবে ৷ যা দেখে যে কেউ নমুনা সংগ্রহ থেকে তাকে মেশিনে ফেলে ফলাফল তৈরি পাওয়া পর্যন্ত শিখে নিতে পারবেন । আমাদের গ্রাম অঞ্চলের সাধারণ স্বাস্থ্যকর্মীরাই এটি ব্যবহার করতে পারবেন ৷ তবে নমুনা সংগ্রহের সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে।

মেশিনটি তৈরি নিয়ে এই ভিডিয়োটি সামনে এনেছে IIT খড়গপুর কর্তৃপক্ষ...

তিনি আরও বলেন, "এই মেশিনটির নাম দেওয়া হয়েছে নভেল টেকনোলজি ফর কোভিড19 র্যাপিড টেস্ট । যেখানে আগে থেকে একটি রাসায়নিকযুক্ত কিটস থাকবে যার দাম কমাতে আমরা কাগজের কিটস বানিয়ে দেব তার উপর নমুনা ফেললেই রং পরিবর্তিত হবে । সেই রঙ পরিবর্তিত কিটস বিশ্লেষণ করবে ৷ আমরা একটি স্মার্টফোন অ্যাপ তৈরি করেছি । সেই অ্যাপই বলে দেবে, কোনও মানুষের নমুনা পজ়িটিভ না নেগেটিভ । এই যন্ত্রটি বাজারে আসার জন্য তৈরি ৷ শুধু বহুল সংখ্যায় উৎপাদনে সক্ষম এমন উদ্যোগপতি ও সরকার এগিয়ে এলেই এই যন্ত্র বাজারে চলে আসতে পারে।"

kharagpur
এই যন্ত্রটি তৈরি করেছে IIT খড়গপুর



এই বিষয়ে IIT খড়্গপুর এর ডিরেক্টর বীরেন্দ্র কুমার তেওয়ারি বলেন, "আমি ধন্যবাদ জানাই সেই গবেষক দলটিকে এবং তার নেতৃত্বকে যারা এই ধরনের মেশিন আবিষ্কার করে সাধারণ মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন । কোরোনার সংক্রমণ ঠেকাতে তাঁরা দিনরাত পরিশ্রম করে এই ধরনের যন্ত্র বানিয়েছেন ৷ এই যন্ত্র একজন ক্লাস টেনের অথবা ফেল করা পড়ুয়াও সঠিকভাবে চালাতে পারবে ৷"

খড়গপুর, 25 জুলাই : মাত্র 400 টাকা খরচে করা যাবে কোরোনা পরীক্ষা ৷ স্মার্টফোনে জানা যাবে রিপোর্ট ৷ এমনই এক যন্ত্র তৈরি করল খড়গপুর IIT । কর্তৃপক্ষের দাবি, এই যন্ত্রের মাধ্যমে বাড়িতে বসে 400 টাকায় নির্ভুল কোরোনা রিপোর্ট জানা যাবে । যন্ত্রটিকে পেটেন্টের আওতায় আনতে ইতিমধ্যেই আবেদন করেছে কর্তৃপক্ষ। বর্তমানে কোরোনা পরীক্ষা করতে কয়েক হাজার টাকা খরচ হয় ৷ এই মেশিনের মাধ্যমে টেস্ট শুরু হলে অনেকেই তার সুফল পাবে ৷

আজ একটি সাংবাদিক বৈঠক করে এই যন্ত্র তৈরির বিষয়টি সামনে আনেন IIT-র ডিরেক্টর অধ্যাপক বীরেন্দ্র তেওয়ারি ও দুই গবেষক অধ্যাপক সুমন চক্রবর্তী এবং অধ্যাপক অরিন্দম মণ্ডল ৷ তাঁরা দাবি করেন, এই যন্ত্রের একাধিক সুবিধা রয়েছে । সেগুলি হল, যন্ত্রটি মাত্র এক বর্গফুট আকারের ৷ কোরোনা পরীক্ষার বিশ্বস্বীকৃত পদ্ধতি rt-pcr মেশিনের ফলাফল আর এই মেশিনের ফলাফলও 100% মিলে গেছে । অত্যন্ত কম বিদ্যুৎ ব্যবহার করে মেশিনটি চালানো সম্ভব ৷ ব্যাটারি অথবা সৌরবিদ্যুৎ দিয়েও সেরে ফেলা যাবে এই যন্ত্রের পরীক্ষার ফলাফল । ফলাফল মাত্র এক ঘণ্টায় হাতে পাওয়া যাবে ৷

kharagpur
মোবাইলে অ্যাপের মাধ্যমে জানা যাবে কোরোনার রিপোর্ট



এই বিষয়ে খড়গপুর IIT-র বায়ো সায়েন্সের ভাইরোলজিস্ট অরিন্দম মণ্ডল বলেন,"আমরা 500 টি সিন্থেটিক নমুনা একই সঙ্গে rt-pcr ও আমাদের এই পোর্টেবল মেশিনে পরীক্ষা করেছি । দেখেছি, দুটি মেশিনে একই ফলাফল এসেছে । মানবদেহের নমুনা পরীক্ষার অনুমতি এখনও না পাওয়ায় আমরা সিন্থেটিক নমুনা ব্যবহার করেছি । আমাদের বিশ্বাস, ICMR মানবদেহের নমুনা এই মেশিনে প্রয়োগ করলে ফল একই পাবে ।"

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সুমন চক্রবর্তী বলেন, "এই মেশিন অন্য সমস্ত মেশিনের থেকে উন্নত । একটি উন্নত মেশিনের মতো রক্ষণাবেক্ষণ খরচ এই মেশিনে সাধারণত নেই । এই মেশিন বহু বছর ধরে চলবে । তাছাড়া একে সুরক্ষিত রাখার জন্য AC ঘরের প্রয়োজন নেই । এই মেশিন চালানোও সহজ ৷ সাধারণ মানুষ এর ব্যবহার করতে পারবে ৷ এখানে একটা ভিডিয়ো দেওয়া থাকবে ৷ যা দেখে যে কেউ নমুনা সংগ্রহ থেকে তাকে মেশিনে ফেলে ফলাফল তৈরি পাওয়া পর্যন্ত শিখে নিতে পারবেন । আমাদের গ্রাম অঞ্চলের সাধারণ স্বাস্থ্যকর্মীরাই এটি ব্যবহার করতে পারবেন ৷ তবে নমুনা সংগ্রহের সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে।

মেশিনটি তৈরি নিয়ে এই ভিডিয়োটি সামনে এনেছে IIT খড়গপুর কর্তৃপক্ষ...

তিনি আরও বলেন, "এই মেশিনটির নাম দেওয়া হয়েছে নভেল টেকনোলজি ফর কোভিড19 র্যাপিড টেস্ট । যেখানে আগে থেকে একটি রাসায়নিকযুক্ত কিটস থাকবে যার দাম কমাতে আমরা কাগজের কিটস বানিয়ে দেব তার উপর নমুনা ফেললেই রং পরিবর্তিত হবে । সেই রঙ পরিবর্তিত কিটস বিশ্লেষণ করবে ৷ আমরা একটি স্মার্টফোন অ্যাপ তৈরি করেছি । সেই অ্যাপই বলে দেবে, কোনও মানুষের নমুনা পজ়িটিভ না নেগেটিভ । এই যন্ত্রটি বাজারে আসার জন্য তৈরি ৷ শুধু বহুল সংখ্যায় উৎপাদনে সক্ষম এমন উদ্যোগপতি ও সরকার এগিয়ে এলেই এই যন্ত্র বাজারে চলে আসতে পারে।"

kharagpur
এই যন্ত্রটি তৈরি করেছে IIT খড়গপুর



এই বিষয়ে IIT খড়্গপুর এর ডিরেক্টর বীরেন্দ্র কুমার তেওয়ারি বলেন, "আমি ধন্যবাদ জানাই সেই গবেষক দলটিকে এবং তার নেতৃত্বকে যারা এই ধরনের মেশিন আবিষ্কার করে সাধারণ মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন । কোরোনার সংক্রমণ ঠেকাতে তাঁরা দিনরাত পরিশ্রম করে এই ধরনের যন্ত্র বানিয়েছেন ৷ এই যন্ত্র একজন ক্লাস টেনের অথবা ফেল করা পড়ুয়াও সঠিকভাবে চালাতে পারবে ৷"

Last Updated : Jul 25, 2020, 9:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.