ETV Bharat / state

IIT Kharagpur Campusing: আইআইটি খড়গপুরের ক্যাম্পাসিংয়ে বার্ষিক কোটি টাকার চাকরির প্রস্তাব !

আইআইটি খড়গপুরের ক্যাম্পাসিংয়ে (IIT Kharagpur Campusing) পড়ুয়াদের বার্ষিক কোটি টাকার চাকরির প্রস্তাব দিল বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা (Students Get Job Offers Over Two Crores Rupees Per Annum) ৷ সেখানে একজনকে সর্বাধিক 2 কোটো 60 লক্ষ টাকা বার্ষিক বেতনের চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে ৷

IIT Kharagpur Campusing Students Get Job Offers Over Two Crores Rupees Per Annum
IIT Kharagpur Campusing Students Get Job Offers Over Two Crores Rupees Per Annum
author img

By

Published : Dec 3, 2022, 11:24 AM IST

খড়গপুর, 3 ডিসেম্বর: 1 ডিসেম্বর আইআইটি খড়গপুরে শুরু হয়েছে ক্যাম্পাসিং (IIT Kharagpur Campusing) ৷ প্রথম দিনেই আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার থেকে বার্ষিক কোটি টাকা বেতনের চাকরির অফার পেলেন 2 পড়ুয়া (Students Get Job Offers Over Two Crores Rupees Per Annum) ৷ সর্বোচ্চ 2 কোটি 60 লক্ষ টাকার বার্ষিক বেতনের চাকরির প্রস্তাব পেয়েছেন একজন ৷

আইআইটি খড়গপুরের পড়ুয়ারা প্রথমদিনের ক্যাম্পাসিংয়ে সব মিলিয়ে 760টি সংস্থার থেকে প্রি-প্লেসমেন্ট অফার পেয়েছেন বলে জানা গিয়েছে ৷ যেখানে গত বৃহস্পতিবার 16টি আন্তর্জাতিক সংস্থার থেকে চাকরির প্রস্তাব পেয়েছেন বেশ কয়েকজন ৷ যার মধ্যে দু’জনে বছরে কোটি টাকার বেতনে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে ৷ যার মধ্যে একজন পড়ুয়া 2 কোটি 60 লক্ষ টাকার বার্ষিক বেতনের প্রস্তাব পেয়েছেন একটি আন্তর্জাতিক সংস্থার তরফে ৷ পাশাপাশি, 800-র বেশি ইন্টার্নশিপের অফার পেয়েছেন আইআইটি খড়গপুরের পড়ুয়ারা ৷

আরও পড়ুন: খড়গপুর আইআইটি'তে ছাত্র মৃত্যুর ঘটনায় হাইকোর্টে রিপোর্ট জমা

মূলত, সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং, অ্যানালিটিক্স, কনসাল্টিং, ফিন্যান্স অ্য়ান্ড ব্যাংকিং ক্ষেত্রে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়েছে খড়গপুর আইআইটি’র ক্যাম্পাসিংয়ে ৷ আইআইটি’র ক্যাম্পাসিংয়ে অ্যাপেল, এয়ারবাস, আলফাগ্রেপ, ক্যাপিটাল ওয়ান, এক্সএল সার্ভিসেস, গুগল, গ্র্যাভিটন, মাইক্রোসফ্ট, রুব্রিক, স্কোয়ার পয়েন্ট-সহ মোট 34টি আন্তর্জাতিক সংস্থা অংশ নিয়েছে ৷ যে সংস্থারগুলির অধিকাংশ থেকে বহু পড়ুয়া প্রি-প্লেসমেন্ট অফার পেয়েছেন ৷ ক্যাম্পাসিংয়ে একসঙ্গে এতজনের প্লেসমেন্ট অফারে খুশি আইআইটি খড়গপুরের কেরিয়ার ডেভলপমেন্ট সেন্টারের চেয়ারম্যান এ রাজকুমার ৷ ক্যাম্পাসিংয়ে অংশ নেওয়া সব সংস্থাগুলিকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷

খড়গপুর, 3 ডিসেম্বর: 1 ডিসেম্বর আইআইটি খড়গপুরে শুরু হয়েছে ক্যাম্পাসিং (IIT Kharagpur Campusing) ৷ প্রথম দিনেই আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার থেকে বার্ষিক কোটি টাকা বেতনের চাকরির অফার পেলেন 2 পড়ুয়া (Students Get Job Offers Over Two Crores Rupees Per Annum) ৷ সর্বোচ্চ 2 কোটি 60 লক্ষ টাকার বার্ষিক বেতনের চাকরির প্রস্তাব পেয়েছেন একজন ৷

আইআইটি খড়গপুরের পড়ুয়ারা প্রথমদিনের ক্যাম্পাসিংয়ে সব মিলিয়ে 760টি সংস্থার থেকে প্রি-প্লেসমেন্ট অফার পেয়েছেন বলে জানা গিয়েছে ৷ যেখানে গত বৃহস্পতিবার 16টি আন্তর্জাতিক সংস্থার থেকে চাকরির প্রস্তাব পেয়েছেন বেশ কয়েকজন ৷ যার মধ্যে দু’জনে বছরে কোটি টাকার বেতনে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে ৷ যার মধ্যে একজন পড়ুয়া 2 কোটি 60 লক্ষ টাকার বার্ষিক বেতনের প্রস্তাব পেয়েছেন একটি আন্তর্জাতিক সংস্থার তরফে ৷ পাশাপাশি, 800-র বেশি ইন্টার্নশিপের অফার পেয়েছেন আইআইটি খড়গপুরের পড়ুয়ারা ৷

আরও পড়ুন: খড়গপুর আইআইটি'তে ছাত্র মৃত্যুর ঘটনায় হাইকোর্টে রিপোর্ট জমা

মূলত, সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং, অ্যানালিটিক্স, কনসাল্টিং, ফিন্যান্স অ্য়ান্ড ব্যাংকিং ক্ষেত্রে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়েছে খড়গপুর আইআইটি’র ক্যাম্পাসিংয়ে ৷ আইআইটি’র ক্যাম্পাসিংয়ে অ্যাপেল, এয়ারবাস, আলফাগ্রেপ, ক্যাপিটাল ওয়ান, এক্সএল সার্ভিসেস, গুগল, গ্র্যাভিটন, মাইক্রোসফ্ট, রুব্রিক, স্কোয়ার পয়েন্ট-সহ মোট 34টি আন্তর্জাতিক সংস্থা অংশ নিয়েছে ৷ যে সংস্থারগুলির অধিকাংশ থেকে বহু পড়ুয়া প্রি-প্লেসমেন্ট অফার পেয়েছেন ৷ ক্যাম্পাসিংয়ে একসঙ্গে এতজনের প্লেসমেন্ট অফারে খুশি আইআইটি খড়গপুরের কেরিয়ার ডেভলপমেন্ট সেন্টারের চেয়ারম্যান এ রাজকুমার ৷ ক্যাম্পাসিংয়ে অংশ নেওয়া সব সংস্থাগুলিকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.