কলকাতা, 24 মার্চ: কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2023-এ দেশের মধ্যে কৃষি ও বনবিদ্যা (Agriculture and Forestry) এবং সিভিল ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে (Civil and Structural Engineering) প্রথম স্থান অধিকার করেছে খড়গপুর আইআইটি। এই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি ডিসিপ্লিন দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে এবং বিশ্বব্যাপী 82 তম স্থানে রয়েছে । শুক্রবার এই র্যাঙ্কিং জারি করা হয়েছে ৷
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2023 (QS World University Rankings 2023) অনুসারে আর্কিটেকচার অ্যান্ড বিল্ট এনভায়রনমেন্ট, মেটেরিয়াল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স, ইকোনমিক্স এবং আর্গোনমিক্সে দ্বিতীয় স্থানে রয়েছে খড়গপুর আইআইটি । প্রতিষ্ঠানের অধিকর্তা ভিকে তিওয়ারি (IIT-Kharagpur director VK Tewari) বলেন, "আইআইটি-খড়গপুর তাঁর মাল্টি-মডেল পাঠ্যক্রমের সৃজনশীলতা, সক্ষমতা বৃদ্ধি, সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা এবং দ্রুত প্রযুক্তিগত একত্রকরণের দ্বারা নিজেকে অন্যান্য আইআইটি-র থেকে আলাদা হিসেবে তুলে ধরেছে । একটি বিশিষ্ট প্রতিষ্ঠান হিসাবে আমাদের ডিজিটাল অর্থনীতিতে সুযোগ অর্জন করতে হবে, দক্ষতা বিকাশকে উত্সাহিত করতে হবে এবং উদ্যোগপতিদের উৎসাহ দিতে হবে ।"
আরও পড়ুন: জাঁকজমকের সঙ্গে পালিত হল খড়গপুর আইআইটি’র 68তম সমাবর্তন
তিনি আরও জানান যে, খড়গপুর আইআইটি ইসরোর সঙ্গে সেতু স্থাপনের জন্য এবং ডিআরডিও-এর সঙ্গে মানবহীন ও রোবোটিক প্রযুক্তি, জ্ঞানীয় প্রযুক্তি এবং সুরক্ষিত সিস্টেমে ভবিষ্যত প্রযুক্তি স্থাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে । তিনি জানিয়েছেন যে, এই প্রতিষ্ঠান নির্ভুল কৃষি, শক্তি সঞ্চয় ব্যবস্থা, হার্ডওয়্যার নিরাপত্তা, হাইড্রোজেন স্টোরেজ, কোয়ান্টাম যোগাযোগ, সংযোজন উত্পাদন, 3ডি প্রিন্টিং এবং কম্পোজিট উত্পাদনের মতো ক্ষেত্রেও এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ৷
গত বছর ডিসেম্বর মাসে খড়গপুর আইআইটি-তে হয় সর্বশেষ 68তম সমাবর্তন অনুষ্ঠান ৷ সেখানে 9 জন কৃতী পড়ূয়াকে সোনার পদক দেওয়া হয় ৷ রুপোর পদক দেওয়া হয়েছে 26 জনকে ৷ দু বছর বন্ধ থাকার পর এটাই ছিল নাম করা এই প্রতিষ্ঠানের প্রথম সমাবর্তন অনুষ্ঠান ৷ প্রসঙ্গত, গত 2 ডিসেম্বর এই প্রতিষ্ঠানে ক্যাম্পাসিং হয় ৷ প্রথম দিনের ক্যাম্পাসিং-এ 760টি সংস্থার থেকে প্রি-প্লেসমেন্ট অফার পেয়েছিলেন পড়ুয়ারা ৷