ETV Bharat / state

পুলিশ যদি ব্যবস্থা না নেয় তবে BJP কর্মীরা নেবে : সায়ন্তন বসু - জেলা সভাপতি সমিত কুমার দাস

কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের মকরামপুর থেকে ফেরার পথে BJP-র উত্তর মণ্ডলের সভাপতি ও সম্পাদকের ওপর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা । এই অভিযোগ নিয়ে থানায় গেলে অভিযোগ নেওয়া হয়নি বলে অভিযোগ । আজ বিকালে তারই প্রতিবাদে নারায়ণগড় থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করে BJP কর্মীরা ।

BJP NEWS
BJP NEWS
author img

By

Published : Sep 12, 2020, 10:47 PM IST

নারায়ণগড়, 12 সেপ্টেম্বর : BJP কর্মীরা শাসকদলের হাতে আক্রান্ত হলে পুলিশ যদি ব্যবস্থা না নেয় তবে এবার দলের কর্মীরা ব্যবস্থা নেবে । এরকমই হুমকি দিলেন BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । আজ তিনি নারায়ণগড় থানা ঘেরাও অভিযানে এসে BJP কর্মী, সমর্থকদের উদ্দেশে এমন বক্তব্যই রাখেন ।

কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের মকরামপুর থেকে ফেরার পথে BJP-র উত্তর মণ্ডলের সভাপতি ও সম্পাদকের ওপর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা । এমনটাই অভিযোগ উঠেছিল BJP-র পক্ষ থেকে । এই অভিযোগ নিয়ে থানায় গেলেও অভিযোগ নেওয়া হয়নি বলে অভিযোগ । আজ বিকালে তারই প্রতিবাদে নারায়ণগড় থানা ঘেরাও কর্মসূচি করে BJP কর্মীরা । কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, জেলা সভাপতি সমিত কুমার দাসসহ জেলার একাধিক নেতৃত্ব ও BJP কর্মীরা ।

কর্মসূচি থেকে তীব্র ভাষায় নারায়ণগড় পুলিশ প্রশাসনকে কটাক্ষ করেন BJP কর্মীরা । কর্মসূচির শুরুতে দলীয় কর্মীরা উত্তপ্ত হয়ে উঠলেও নেতৃত্বদের কথায় শান্ত হন । এবং নারায়ণগড় থানায় গিয়ে সমস্ত মণ্ডলের সভাপতিরা ও জেলা সভাপতি সমিত দাস হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । এরপর BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বক্তব্য রাখেন । বক্তব্যে তীব্র ভাষায় কটাক্ষ করেন শাসক দল ও পুলিশ প্রশাসনকে ।

তিনি বলেন "পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে । প্রতিদিন পুলিশ এবং শাসক দলের কর্মী দ্বারা আক্রান্ত হচ্ছে BJP কর্মী ও সমর্থকরা । এটা আমরা কোনভাবে বরদাস্ত করব না। এর আগে বহুবার জানিয়েছি এবং থানায় অভিযোগ করেছি, তারপরও পুলিশ ব্যবস্থা নেয়নি । এরকম দিনের পর দিন যদি চলতে থাকে, পুলিশ এবং তৃণমূলের যৌথ আক্রমণে যদি BJP নেতা-কর্মীরা আক্রান্ত হতে থাকেন, তাহলে আগামী দিনে পুলিশ না, দলের কর্মীরা এই দোষীদের উপযুক্ত শাস্তি দেবে ।

রবিবার পুলিশ সায়ন্তন বসুকে আশ্বাস দেয়, দোষীদের 24 ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে ।

নারায়ণগড়, 12 সেপ্টেম্বর : BJP কর্মীরা শাসকদলের হাতে আক্রান্ত হলে পুলিশ যদি ব্যবস্থা না নেয় তবে এবার দলের কর্মীরা ব্যবস্থা নেবে । এরকমই হুমকি দিলেন BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । আজ তিনি নারায়ণগড় থানা ঘেরাও অভিযানে এসে BJP কর্মী, সমর্থকদের উদ্দেশে এমন বক্তব্যই রাখেন ।

কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের মকরামপুর থেকে ফেরার পথে BJP-র উত্তর মণ্ডলের সভাপতি ও সম্পাদকের ওপর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা । এমনটাই অভিযোগ উঠেছিল BJP-র পক্ষ থেকে । এই অভিযোগ নিয়ে থানায় গেলেও অভিযোগ নেওয়া হয়নি বলে অভিযোগ । আজ বিকালে তারই প্রতিবাদে নারায়ণগড় থানা ঘেরাও কর্মসূচি করে BJP কর্মীরা । কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, জেলা সভাপতি সমিত কুমার দাসসহ জেলার একাধিক নেতৃত্ব ও BJP কর্মীরা ।

কর্মসূচি থেকে তীব্র ভাষায় নারায়ণগড় পুলিশ প্রশাসনকে কটাক্ষ করেন BJP কর্মীরা । কর্মসূচির শুরুতে দলীয় কর্মীরা উত্তপ্ত হয়ে উঠলেও নেতৃত্বদের কথায় শান্ত হন । এবং নারায়ণগড় থানায় গিয়ে সমস্ত মণ্ডলের সভাপতিরা ও জেলা সভাপতি সমিত দাস হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । এরপর BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বক্তব্য রাখেন । বক্তব্যে তীব্র ভাষায় কটাক্ষ করেন শাসক দল ও পুলিশ প্রশাসনকে ।

তিনি বলেন "পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে । প্রতিদিন পুলিশ এবং শাসক দলের কর্মী দ্বারা আক্রান্ত হচ্ছে BJP কর্মী ও সমর্থকরা । এটা আমরা কোনভাবে বরদাস্ত করব না। এর আগে বহুবার জানিয়েছি এবং থানায় অভিযোগ করেছি, তারপরও পুলিশ ব্যবস্থা নেয়নি । এরকম দিনের পর দিন যদি চলতে থাকে, পুলিশ এবং তৃণমূলের যৌথ আক্রমণে যদি BJP নেতা-কর্মীরা আক্রান্ত হতে থাকেন, তাহলে আগামী দিনে পুলিশ না, দলের কর্মীরা এই দোষীদের উপযুক্ত শাস্তি দেবে ।

রবিবার পুলিশ সায়ন্তন বসুকে আশ্বাস দেয়, দোষীদের 24 ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.