ETV Bharat / state

Pingla Murder Case: বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ, স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ - পরকীয়া

বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extramarital affairs) প্রতিবাদ করায় স্ত্রীকে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে (Husband is Accused of Beating Wife to Death in West Midnapore) ৷ পশ্চিম মেদিনীপুরের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

husband-is-accused-of-beating-wife-to-death-in-west-midnapore
husband-is-accused-of-beating-wife-to-death-in-west-midnapore
author img

By

Published : Dec 8, 2022, 7:48 PM IST

পিংলা, 8 ডিসেম্বর: স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় মারধর ৷ আর তাতেই মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠল ৷ বুধবার সন্ধ্যে 7টা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পিংলায় (Husband is Accused of Beating Wife to Death in West Midnapore) ৷ অভিযোগ মদ্যপ অবস্থায় বুল্টি দাস নামে ওই মহিলাকে লাঠি দিয়ে মারধর করেন অভিযুক্ত শক্তিপদ দাস ৷ ঘটনায় গুরুতর জখম অবস্থায় বুল্টি দাসকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷ পুলিশ শক্তিপদ দাসকে গ্রেফতার করছে ৷

পুলিশ সূত্রে খবর, স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extramarital affairs) কথা জানতে পেরে প্রতিবাদ করেছিলেন পিংলার নয়া এলাকার বাসিন্দা বছর 36-এর বুল্টি দাস ৷ অভিযোগ সেই সময় মদ্যপ অবস্থায় স্ত্রীকে লাঠি দিয়ে মারধর শুরু করেন শক্তিপদ দাস ৷ লাঠির আঘাত এতটাই জোরে ছিল যে, তৎক্ষণাত জ্ঞান হারান ওই মহিলা ৷ পরে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় বুল্টি দাসকে পিংলা হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে চিকিৎসক বুল্টি দাসকে মৃত বলে ঘোষণা করেন ৷ হাসপাতাল থেকেই পুলিশে খবর দেওয়া হয় ৷ পুলিশ অভিযুক্ত শক্তিপদ দাসকে গ্রেফতার করেছে ৷

বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ, স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ

আরও পড়ুন: গৃহবধূকে গলা কেটে খুন, পরে সোশাল মিডিয়ায় লাইভে আত্মহত্যা প্রেমিকের

স্থানীয় বাসিন্দা মল্লিকা দন্ডপাট বলেন, ‘‘ওদের বাড়িতে প্রতিদিনই গণ্ডগোল হত ৷ প্রায় মদ্যপান করে আসতেন এবং স্ত্রীকে মারধর করতেন এবং তাতে অশান্তি আরও বাড়ত ৷ এদিনও একই রকম অশান্তি হয় ৷ কিন্তু, এমন ভাবে মেরে দেবে তা আমরা ভাবতে পারিনি ৷ আমাদের গ্রামে লো-ভোল্টেজ চলছিল ৷ লো-ভোল্টেজের জন্য জেনারেটর চালাতে আমরা চাঁদা তুলছিলাম ৷ সেই চাঁদা তুলতে গিয়ে আমার ছেলে ওদের বাড়িতে যায় ৷ তখনই দেখে যে ওই লোকটা তাঁর স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছে ৷’’ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ বুল্টি দাসের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ শক্তিপদ দাসকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

পিংলা, 8 ডিসেম্বর: স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় মারধর ৷ আর তাতেই মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠল ৷ বুধবার সন্ধ্যে 7টা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পিংলায় (Husband is Accused of Beating Wife to Death in West Midnapore) ৷ অভিযোগ মদ্যপ অবস্থায় বুল্টি দাস নামে ওই মহিলাকে লাঠি দিয়ে মারধর করেন অভিযুক্ত শক্তিপদ দাস ৷ ঘটনায় গুরুতর জখম অবস্থায় বুল্টি দাসকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷ পুলিশ শক্তিপদ দাসকে গ্রেফতার করছে ৷

পুলিশ সূত্রে খবর, স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extramarital affairs) কথা জানতে পেরে প্রতিবাদ করেছিলেন পিংলার নয়া এলাকার বাসিন্দা বছর 36-এর বুল্টি দাস ৷ অভিযোগ সেই সময় মদ্যপ অবস্থায় স্ত্রীকে লাঠি দিয়ে মারধর শুরু করেন শক্তিপদ দাস ৷ লাঠির আঘাত এতটাই জোরে ছিল যে, তৎক্ষণাত জ্ঞান হারান ওই মহিলা ৷ পরে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় বুল্টি দাসকে পিংলা হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে চিকিৎসক বুল্টি দাসকে মৃত বলে ঘোষণা করেন ৷ হাসপাতাল থেকেই পুলিশে খবর দেওয়া হয় ৷ পুলিশ অভিযুক্ত শক্তিপদ দাসকে গ্রেফতার করেছে ৷

বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ, স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ

আরও পড়ুন: গৃহবধূকে গলা কেটে খুন, পরে সোশাল মিডিয়ায় লাইভে আত্মহত্যা প্রেমিকের

স্থানীয় বাসিন্দা মল্লিকা দন্ডপাট বলেন, ‘‘ওদের বাড়িতে প্রতিদিনই গণ্ডগোল হত ৷ প্রায় মদ্যপান করে আসতেন এবং স্ত্রীকে মারধর করতেন এবং তাতে অশান্তি আরও বাড়ত ৷ এদিনও একই রকম অশান্তি হয় ৷ কিন্তু, এমন ভাবে মেরে দেবে তা আমরা ভাবতে পারিনি ৷ আমাদের গ্রামে লো-ভোল্টেজ চলছিল ৷ লো-ভোল্টেজের জন্য জেনারেটর চালাতে আমরা চাঁদা তুলছিলাম ৷ সেই চাঁদা তুলতে গিয়ে আমার ছেলে ওদের বাড়িতে যায় ৷ তখনই দেখে যে ওই লোকটা তাঁর স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছে ৷’’ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ বুল্টি দাসের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ শক্তিপদ দাসকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.