জামসোল, 5 এপ্রিল : ঢাকঢোল পিটিয়ে প্রচার হল মাটি ৷ বনবিভাগ-সহ সরকারের সমস্ত নিষেধাজ্ঞা উড়িয়ে জঙ্গলজুড়ে চলল শিকার উৎসব (Hunting Festival in Jangal Mahals) । কার্যত দর্শকের ভূমিকায় পুলিশ ও বনকর্তারা । আগে থেকে প্রস্তুতি নিয়েও কেন শেষ পর্যন্ত আদিবাসীদের শিকার উৎসব বন্ধ করতে পারলেন না প্রশাসনের আধিকারিকরা সে নিয়েই উঠছে একাধিক প্রশ্ন ।
বারবার সচেতন করা সত্ত্বেও সতর্ক ও সচেতন করা যাচ্ছে না জঙ্গলমহলের মানুষকে । জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের বড় উৎসব হল শিকার ৷ আর এই উৎসবের প্রথম দিন থেকেই জঙ্গলে কার্যত পুলিশ প্রশাসন ও বনদফতরকে বুড়ো আঙুল দেখিয়ে তারা জঙ্গলের ভিতরে প্রবেশ করল ৷ এর পাশাপাশি শিকার করা হল জঙ্গলের ছোট-বড় পশু, পাখিদের । বেশ বছর কয়েক আগেই আদিবাসীদের শিকার উৎসবে মারা পড়েছিল রয়েল বেঙ্গল টাইগার । এরপর থেকে জঙ্গলমহলে শিকার উৎসব বন্ধ করার জন্য কার্যত ঝাপিয়ে পড়ে সরকার ।
গত বছরের মতো এবারেও মাস খানেক আগে থেকে জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তে শিকার বন্ধে প্রচার করা হয় বনদফতর ও পুলিশের পক্ষ থেকে ৷ কড়া পদক্ষেপেও যেহেতু নড়েনি তাই হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে । তবে সমস্ত নিষেধাজ্ঞাকে কার্যত উড়িয়ে দিয়ে সোমবার সকাল থেকেই শিকার উৎসবে মাতলেন মেদিনীপুর সদর ব্লকের বিস্তীর্ণ এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ ।
আরও পড়ুন : এবার শিলিগুড়িতেও উদ্ধার ক্যাঙ্গারু
বনদফতরকে তোয়াক্কা না করে শিকার করা হল বন্য শূকর, খরগোশ আরও অন্যান্য বন্যপ্রাণ । যদিও ছোট ছোট দলে ভাগ হয়ে পুলিশ ও বনদফতরের তরফ থেকে জঙ্গলের বিভিন্ন প্রান্তে নজরদারি চালানো হয় । তবে এতে কোনও কাজ হবে না, এমনই বাল হয় আদিবাসী সম্প্রদায়ের মানুষদের তরফে । জঙ্গলমহলের শিকার উৎসব বন্ধ করা প্রশাসনের কাছে যে কড়া চ্যালেঞ্জ তা কড়াভাষায় বুঝিয়ে দেয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ।
এদিন এই শিকার উৎসবের সূচনালগ্নেই আদিবাসীরা ছোট ছোট দলে ভাগ হয়ে শিকার উৎসব মেতে ওঠে । তারা জঙ্গলের মধ্যে ঢুকে হাতের কাছে পাওয়া ছোট-বড় জন্তু-সহ একাধিক নিরীহ প্রাণীকে শিকার করে । ফলে বাকি দিনগুলোতে কীভাবে এই শিকার থেকে তাদের বিরত করে রাখা যায় সেই নিয়েই চিন্তিত বনদফতর ও প্রশাসনের আধিকারিকরা । সম্প্রতি এই শিকার উৎসব ঠেকাতে পুলিশ প্রশাসন জঙ্গলমহলের একাধিক জায়গায় পোস্টার দেওয়া হয়েছিল কিন্তু তাতেও শেষ পর্যন্ত কাজ হল না ।
আরও পড়ুন : ফের লোকালয়ে হাতি, বহু কষ্টে জঙ্গলে পাঠালেন বনকর্মীরা
কবে সচেতন হবে জঙ্গলমহলের মানুষ ? কবে বন্ধ হবে নিরীহ প্রাণীদের ওপর অত্যাচার ? যা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন ।