ETV Bharat / state

HS Result 2022 : সাফল্যের কারণ টেক্সট বুক ! কী বলছে উচ্চমাধ্যমিকের তৃতীয় ও চতুর্থ - HS Result 2022

মেদিনীপুরের পিংলার দুই ছেলে রাজ্যের মধ্যে উচ্চমাধ্যমিকে তৃতীয় এবং চতুর্থ স্থান দখল করেছে ৷ দু'জনেই পিংলার জলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের ছাত্র (HS Result 2022) ৷

HS Result 2022 news
সাফল্যের কারণ টেক্সট বুক
author img

By

Published : Jun 10, 2022, 9:02 PM IST

পিংলা, 10 জুন : রাজ্যের মধ্যে উচ্চমাধ্যমিকে তৃতীয় এবং চতুর্থ স্থান দখল করল মেদিনীপুরের পিংলার দুই ছেলে (HS Result 2022) ৷ এরা হল পরিচয় পারি ও প্রীতম মিদ্যা ৷ পরিচয়ের প্রাপ্ত নম্বর 496 ৷ প্রীতম পেয়েছে 495 ৷ দু'জনেই পিংলার জলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তনে ছাত্র ৷

তবে পরিচয়ের পড়াশোনা ছিল আর দশটা ছেলেদের মত একদম সহজসাধ্য । টেক্সট বইয়ের খুঁটিনাটি পড়ার সঙ্গে টিউটরও বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রম তাঁর এই সাফল্যের মূল চাবিকাঠি । তবে এখনই ইঞ্জিনিয়ার হওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছেন বাড়ি থেকে ।

কেশপুরের ঘোষডিহার বাসিন্দা প্রীতম মিদ্যা ৷ পরিবারের ঠাকুমা, দাদু ও বাবা-মায়ের সহযোগিতায় চতুর্থ রাঙ্ক করেছে ৷ যদিও ভবিষ্যৎ নিয়ে এখনই মুখ খুলতে রাজি নয় প্রীতম । পর্ষদ থেকে নাম ঘোষণা হওয়ার মাত্রই খুশিতে উচ্ছ্বাসিত হয়ে পড়ে তার পরিবার ৷ চলে মিষ্টিমুখ-পর্ব । প্রীতম জানায়, সবসময় না-পড়ে বরং নির্দিষ্ট টাইম মতো বই পড়া উচিত । পড়াশোনা বাদে অবসর সময়ে ভলিবল ও ক্রিকেট খেলতে ভালবাসে সে । তবে ভবিষ্যৎ নিয়ে এখনও সে ভেবে ওঠতে পারেনি । তবে ডাক্তারি করার নেশা তার রয়েছে ৷ সে দিকেই এগিয়ে যেতে চায় প্রীতম ।

সাফল্যের কারণ টেক্সট বুক

আরও পড়ুন : অভাবের সংসারে জল খাইয়ে উচ্চমাধ্যমিকে পঞ্চম ছেলেকে বরণ মায়ের

রাজ্যের মধ্যে তৃতীয় পরিচয় পারি ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে বিভোর ৷ ইতিমধ্যেই NIIT-এর জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে সে ৷ সাফল্যের কারণ ব্যাখ্যা করে পরিচয় জানায়, টেক্সট বইয়ের পাশাপাশি খুঁটিনাটি করে পড়তে হবে বিভিন্ন পড়ার বই গুলি।

পিংলা, 10 জুন : রাজ্যের মধ্যে উচ্চমাধ্যমিকে তৃতীয় এবং চতুর্থ স্থান দখল করল মেদিনীপুরের পিংলার দুই ছেলে (HS Result 2022) ৷ এরা হল পরিচয় পারি ও প্রীতম মিদ্যা ৷ পরিচয়ের প্রাপ্ত নম্বর 496 ৷ প্রীতম পেয়েছে 495 ৷ দু'জনেই পিংলার জলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তনে ছাত্র ৷

তবে পরিচয়ের পড়াশোনা ছিল আর দশটা ছেলেদের মত একদম সহজসাধ্য । টেক্সট বইয়ের খুঁটিনাটি পড়ার সঙ্গে টিউটরও বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রম তাঁর এই সাফল্যের মূল চাবিকাঠি । তবে এখনই ইঞ্জিনিয়ার হওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছেন বাড়ি থেকে ।

কেশপুরের ঘোষডিহার বাসিন্দা প্রীতম মিদ্যা ৷ পরিবারের ঠাকুমা, দাদু ও বাবা-মায়ের সহযোগিতায় চতুর্থ রাঙ্ক করেছে ৷ যদিও ভবিষ্যৎ নিয়ে এখনই মুখ খুলতে রাজি নয় প্রীতম । পর্ষদ থেকে নাম ঘোষণা হওয়ার মাত্রই খুশিতে উচ্ছ্বাসিত হয়ে পড়ে তার পরিবার ৷ চলে মিষ্টিমুখ-পর্ব । প্রীতম জানায়, সবসময় না-পড়ে বরং নির্দিষ্ট টাইম মতো বই পড়া উচিত । পড়াশোনা বাদে অবসর সময়ে ভলিবল ও ক্রিকেট খেলতে ভালবাসে সে । তবে ভবিষ্যৎ নিয়ে এখনও সে ভেবে ওঠতে পারেনি । তবে ডাক্তারি করার নেশা তার রয়েছে ৷ সে দিকেই এগিয়ে যেতে চায় প্রীতম ।

সাফল্যের কারণ টেক্সট বুক

আরও পড়ুন : অভাবের সংসারে জল খাইয়ে উচ্চমাধ্যমিকে পঞ্চম ছেলেকে বরণ মায়ের

রাজ্যের মধ্যে তৃতীয় পরিচয় পারি ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে বিভোর ৷ ইতিমধ্যেই NIIT-এর জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে সে ৷ সাফল্যের কারণ ব্যাখ্যা করে পরিচয় জানায়, টেক্সট বইয়ের পাশাপাশি খুঁটিনাটি করে পড়তে হবে বিভিন্ন পড়ার বই গুলি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.