ETV Bharat / state

গড়বেতায় অসহায় দুস্থ গৃহবন্দী মানুষের জন্য হেল্পলাইন নম্বর চালু তৃণমূলের - Helpline number started at Garbeta

শনিবার অসহায় মানুষের পাশে দাঁড়াতে মেদিনীপুরের বিদ্যাসাগর হলে কমিউনিটি কিচেন খোলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি ৷ এরপর রবিবার গৃহবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়াতে চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের একটি ঘরে আনুষ্ঠানিকভাবে জরুরি হেল্পলাইন নম্বর চালু করলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ ৷

Garbeta
গড়বেতা
author img

By

Published : Apr 20, 2020, 11:15 PM IST

গড়বেতা , 20 এপ্রিল : গৃহবন্দী দুস্থ মানুষের পাশে দাঁড়াতে এবার জরুরি হেল্পলাইন নম্বর চালু করল গড়বেতা তিন নম্বর ব্লক তৃণমূল ৷ গড়বেতা তিন নম্বর ব্লকের আটটি অঞ্চলে 115 টি গ্রাম সংসদ মিলিয়ে জনসংখ্যা প্রায় 1 লাখ 69 হাজার 528 জনক ৷ তাঁদের চিকিৎসা ,ওষুধ , অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি সহায়তা পরিষেবা প্রদান করবে 350 জন স্বেচ্ছাসেবক ৷ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লক জুড়ে এই পরিষেবা পাওয়া যাবে ৷ এমনটাই জানালেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেত্রী উত্তরা সিংহ l

এর আগে , শনিবার অসহায় মানুষের পাশে দাঁড়াতে মেদিনীপুরের বিদ্যাসাগর হলে কমিউনিটি কিচেন খোলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি ৷ এরপর রবিবার গৃহবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়াতে চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের একটি ঘরে আনুষ্ঠানিকভাবে জরুরি হেল্পলাইন নম্বর চালু করলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ ৷ গড়বেতা তিন নম্বর ব্লকের আটটি অঞ্চলে 115 টি গ্রাম সংসদ মিলিয়ে জনসংখ্যা প্রায় 1 লাখ 69 হাজার 528 জন ৷ এলাকার বেশিরভাগ মানুষ শ্রমজীবী ও কৃষিজীবী ৷ কোরোনা আতঙ্কে লকডাউনের ফলে সবাই গৃহবন্দী ৷ এই গৃহবন্দী অবস্থায় গ্রামের দূর-দূরান্ত থেকে অনেক মানুষ ব্লক সদরে আসতে পারছে না ৷ অনেক মানুষের কাছে ঠিকভাবে ত্রাণ পৌঁছাচ্ছে না ৷ ফলে দুস্থ মানুষগুলি অসুবিধার সম্মুখীন হচ্ছে ৷ সেই সকল মানুষের পাশে দাঁড়াতে হেল্পলাইন নম্বর চালু করল গড়বেতা তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ৷ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ৷

উত্তরা সিংহ জানান, ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা বিভিন্ন মানুষকে সাহায্য করছি ৷ অনেক মানুষ গ্রাম থেকে জেলা সদরে আসতে পারছে না ৷ তারা সমস্যার মধ্যে আছে ৷ তাদের জন্য আমরা হেল্পলাইনের মাধ্যমে পরিষেবা শুরু করলাম ৷ বাড়ির দরজায় দরজায় আমরা স্বেচ্ছাসেবকের মাধ্যমে পরিষেবা পৌঁছে দেব ৷ চিকিৎসা , ওষুধ , অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি সহায়তা পরিষেবা প্রদান করব ৷ ব্লক জুড়ে 350 জন স্বেচ্ছাসেবক সাহায্য করবে ৷ গড়বেতা তিন নম্বর ব্লক জুড়ে এই পরিষেবা মিলবে ৷ ব্লকের সমস্ত মানুষ এই পরিষেবার আওতায় রয়েছে ৷

এই অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন গড়বেতা তিন নম্বর ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক দীপক কুইলা ও চন্দ্রকোনা রোড IC হেমন্ত পাত্র ৷ দীপক বাবু বলেন , "আমাদের ব্লকের সরকারি হাসপাতালগুলি 24 ঘণ্টা খোলা আছে ৷ আউটডোর আছে ৷ যেকোনও পরিস্থিতিতে ডাক্তাররা সমস্ত রকম পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রস্তুত ৷ "

গড়বেতা , 20 এপ্রিল : গৃহবন্দী দুস্থ মানুষের পাশে দাঁড়াতে এবার জরুরি হেল্পলাইন নম্বর চালু করল গড়বেতা তিন নম্বর ব্লক তৃণমূল ৷ গড়বেতা তিন নম্বর ব্লকের আটটি অঞ্চলে 115 টি গ্রাম সংসদ মিলিয়ে জনসংখ্যা প্রায় 1 লাখ 69 হাজার 528 জনক ৷ তাঁদের চিকিৎসা ,ওষুধ , অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি সহায়তা পরিষেবা প্রদান করবে 350 জন স্বেচ্ছাসেবক ৷ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লক জুড়ে এই পরিষেবা পাওয়া যাবে ৷ এমনটাই জানালেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেত্রী উত্তরা সিংহ l

এর আগে , শনিবার অসহায় মানুষের পাশে দাঁড়াতে মেদিনীপুরের বিদ্যাসাগর হলে কমিউনিটি কিচেন খোলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি ৷ এরপর রবিবার গৃহবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়াতে চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের একটি ঘরে আনুষ্ঠানিকভাবে জরুরি হেল্পলাইন নম্বর চালু করলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ ৷ গড়বেতা তিন নম্বর ব্লকের আটটি অঞ্চলে 115 টি গ্রাম সংসদ মিলিয়ে জনসংখ্যা প্রায় 1 লাখ 69 হাজার 528 জন ৷ এলাকার বেশিরভাগ মানুষ শ্রমজীবী ও কৃষিজীবী ৷ কোরোনা আতঙ্কে লকডাউনের ফলে সবাই গৃহবন্দী ৷ এই গৃহবন্দী অবস্থায় গ্রামের দূর-দূরান্ত থেকে অনেক মানুষ ব্লক সদরে আসতে পারছে না ৷ অনেক মানুষের কাছে ঠিকভাবে ত্রাণ পৌঁছাচ্ছে না ৷ ফলে দুস্থ মানুষগুলি অসুবিধার সম্মুখীন হচ্ছে ৷ সেই সকল মানুষের পাশে দাঁড়াতে হেল্পলাইন নম্বর চালু করল গড়বেতা তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ৷ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ৷

উত্তরা সিংহ জানান, ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা বিভিন্ন মানুষকে সাহায্য করছি ৷ অনেক মানুষ গ্রাম থেকে জেলা সদরে আসতে পারছে না ৷ তারা সমস্যার মধ্যে আছে ৷ তাদের জন্য আমরা হেল্পলাইনের মাধ্যমে পরিষেবা শুরু করলাম ৷ বাড়ির দরজায় দরজায় আমরা স্বেচ্ছাসেবকের মাধ্যমে পরিষেবা পৌঁছে দেব ৷ চিকিৎসা , ওষুধ , অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি সহায়তা পরিষেবা প্রদান করব ৷ ব্লক জুড়ে 350 জন স্বেচ্ছাসেবক সাহায্য করবে ৷ গড়বেতা তিন নম্বর ব্লক জুড়ে এই পরিষেবা মিলবে ৷ ব্লকের সমস্ত মানুষ এই পরিষেবার আওতায় রয়েছে ৷

এই অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন গড়বেতা তিন নম্বর ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক দীপক কুইলা ও চন্দ্রকোনা রোড IC হেমন্ত পাত্র ৷ দীপক বাবু বলেন , "আমাদের ব্লকের সরকারি হাসপাতালগুলি 24 ঘণ্টা খোলা আছে ৷ আউটডোর আছে ৷ যেকোনও পরিস্থিতিতে ডাক্তাররা সমস্ত রকম পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রস্তুত ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.