ETV Bharat / state

চন্দ্রকোনায় সংক্রমণ বাড়ছে, 3 তারিখ অবধি চলবে সম্পূর্ণ লকডাউন - লকডাউন

বুধবার সকালেই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে লকডাউন নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হয় । সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, চন্দ্রকোনা রোড শহর সহ শহর সংলগ্ন বেশ কয়েকটি গ্রাম থাকছে লকডাউনের আওতায়। 3 তারিখ পর্যন্ত ওষুধ দোকান, দুধের দোকান ছাড়া বন্ধ থাকছে বাজার হাট, ফুটপাত, পরিবহন ব্যবস্থাও।

চন্দ্রকোনা
চন্দ্রকোনা
author img

By

Published : Aug 1, 2020, 4:12 PM IST

চন্দ্রকোনা,1 অগাস্ট : পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনায় দিনের-পর-দিন কোরোনা সংক্রমণ বাড়তে থাকায় অবশেষে আগামী 3 তারিখ পর্যন্ত সম্পূর্ণভাবে লকডাউন ঘোষণা করল জেলা পঞ্চায়েত সমিতি । সমস্ত বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে তারা ।

আগামী 3 তারিখ পর্যন্ত সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করল গড়বেতা 3 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি । বুধবার সকালেই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে লকডাউন নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হয় । সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, চন্দ্রকোনা রোড শহর সহ শহর সংলগ্ন বেশ কয়েকটি গ্রাম থাকছে লকডাউনের আওতায়। 3 তারিখ পর্যন্ত ওষুধ দোকান, দুধের দোকান ছাড়া বন্ধ থাকছে বাজার হাট, ফুটপাত, পরিবহন ব্যবস্থাও।
অন্যদিকে এর মধ্যেও সরকারি নির্দেশ ভেঙে শ্রাদ্ধানুষ্ঠানের অভিযোগ উঠেছে চন্দ্রকোনা রোডের নবকলা এলাকায়। ইতিমধ্যেই লকডাউন ভেঙে শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দেওয়ার অভিযোগে 140 জনের বিরুদ্ধে সুয়োমোটো দায়ের করেছে গড়বেতা থানার পুলিশ। বিপর্যয় মোকাবিলা আইন সহ বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে উদ্যোক্তাদের বিরুদ্ধে।

প্রসঙ্গত,দিন কয়েকে গড়বেতার ডাবচা এলাকা থেকে শুরু করে বেশ কয়েকটি এলাকায় ছড়িয়েছে কোরোনা সংক্রমণ। ইতিমধ্যেই গরবেতা থানার চন্দ্রকোনা রোড এলাকাতেই কোরোনা আক্রান্ত হয়েছে 15 জন। একজন কোরোনা আক্রান্তের মৃত্যুও হয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা। জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই সাতবাঁকুড়া সহ বেশ কয়েকটি এলাকাকে ঘোষণা করা হয়েছে কনটেনমেন্ট জ়োন হিসেবে। গতকাল সকালে থেকেই দমকল বিভাগের তরফে সাতবাঁকুড়া, অপর্ণা পল্লী, মাস্টারপাড়া, চকের মোড় সহ বেশ কয়েকটি এলাকাকে স্যানিটাইজ় করা হয়।

বিষয়টি নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা ওয়াকিবহাল মহল তাদের মতামত প্রকাশ করেছেন। জেলা পরিষদের সভাধিপতি উত্তর সিংহ হাজরার দাবি, কোরোনা পরিস্থিতিতে শ্রাদ্ধানুষ্ঠান একেবারেই বেআইনি। অন্যদিকে ,পঞ্চায়েত সমিতির সভাপতি আকাশ দীপ সিংহ জানান,"কোরোনা রুখতে মানুষের সচেতনতা আরও বৃদ্ধি করা দরকার l BJP -র পঞ্চায়েত সমিতির সদস্য গৌতম কৌরী জানান,"আমাদের এলাকায় কোরোনার চেন ব্রেক করতেই আমাদের এই সিদ্ধান্ত l"



চন্দ্রকোনা,1 অগাস্ট : পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনায় দিনের-পর-দিন কোরোনা সংক্রমণ বাড়তে থাকায় অবশেষে আগামী 3 তারিখ পর্যন্ত সম্পূর্ণভাবে লকডাউন ঘোষণা করল জেলা পঞ্চায়েত সমিতি । সমস্ত বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে তারা ।

আগামী 3 তারিখ পর্যন্ত সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করল গড়বেতা 3 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি । বুধবার সকালেই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে লকডাউন নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হয় । সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, চন্দ্রকোনা রোড শহর সহ শহর সংলগ্ন বেশ কয়েকটি গ্রাম থাকছে লকডাউনের আওতায়। 3 তারিখ পর্যন্ত ওষুধ দোকান, দুধের দোকান ছাড়া বন্ধ থাকছে বাজার হাট, ফুটপাত, পরিবহন ব্যবস্থাও।
অন্যদিকে এর মধ্যেও সরকারি নির্দেশ ভেঙে শ্রাদ্ধানুষ্ঠানের অভিযোগ উঠেছে চন্দ্রকোনা রোডের নবকলা এলাকায়। ইতিমধ্যেই লকডাউন ভেঙে শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দেওয়ার অভিযোগে 140 জনের বিরুদ্ধে সুয়োমোটো দায়ের করেছে গড়বেতা থানার পুলিশ। বিপর্যয় মোকাবিলা আইন সহ বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে উদ্যোক্তাদের বিরুদ্ধে।

প্রসঙ্গত,দিন কয়েকে গড়বেতার ডাবচা এলাকা থেকে শুরু করে বেশ কয়েকটি এলাকায় ছড়িয়েছে কোরোনা সংক্রমণ। ইতিমধ্যেই গরবেতা থানার চন্দ্রকোনা রোড এলাকাতেই কোরোনা আক্রান্ত হয়েছে 15 জন। একজন কোরোনা আক্রান্তের মৃত্যুও হয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা। জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই সাতবাঁকুড়া সহ বেশ কয়েকটি এলাকাকে ঘোষণা করা হয়েছে কনটেনমেন্ট জ়োন হিসেবে। গতকাল সকালে থেকেই দমকল বিভাগের তরফে সাতবাঁকুড়া, অপর্ণা পল্লী, মাস্টারপাড়া, চকের মোড় সহ বেশ কয়েকটি এলাকাকে স্যানিটাইজ় করা হয়।

বিষয়টি নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা ওয়াকিবহাল মহল তাদের মতামত প্রকাশ করেছেন। জেলা পরিষদের সভাধিপতি উত্তর সিংহ হাজরার দাবি, কোরোনা পরিস্থিতিতে শ্রাদ্ধানুষ্ঠান একেবারেই বেআইনি। অন্যদিকে ,পঞ্চায়েত সমিতির সভাপতি আকাশ দীপ সিংহ জানান,"কোরোনা রুখতে মানুষের সচেতনতা আরও বৃদ্ধি করা দরকার l BJP -র পঞ্চায়েত সমিতির সদস্য গৌতম কৌরী জানান,"আমাদের এলাকায় কোরোনার চেন ব্রেক করতেই আমাদের এই সিদ্ধান্ত l"



ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.