ETV Bharat / state

Panchayat Elections 2023: 'কঙ্কালকাণ্ডের নায়ক গো ব্যাক', সুশান্ত ঘোষের সভা শুরুর আগেই পোস্টারে ছয়লাপ চন্দ্রকোনা - সুশান্ত ঘোষের সভা শুরুর আগেই পোস্টার চন্দ্রকোনায়

মনোনয়ন জমা দেওয়ার পর্ব শেষ হতেই তাঁর একসময়ের খাসতালুক চন্দ্রকোনায় প্রচারে আসেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ ৷ তবে তাঁর সমাবেশ এলাকাতেই কঙ্কালকাণ্ডের নায়ক গো ব্যাক লেখা পোস্টার ৷

Etv Bharat
সুশান্ত ঘোষ
author img

By

Published : Jun 19, 2023, 12:35 PM IST

সুশান্ত ঘোষের সভা শুরুর আগেই কঙ্কালকাণ্ডের নায়ক গো ব্যাক পোস্টার

চন্দ্রকোনা, 19 জুন: একদিকে পঞ্চায়েত ভোটের প্রচারে গেলেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ আর একদিকে তাঁর নামে পোস্টার পড়লো চন্দ্রকোনার জাড়াতে । যে পোস্টারে লেখা কঙ্কালকাণ্ডের নায়ক গো ব্যাক । আর তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যদিও পোস্টারগুলি কে বা কারা দিয়েছে তা নিয়ে সন্দেহ রয়েছে । যদিও বিষয়টি তাদের নজরে আসেনি বলেই জানিয়েছে স্থানীয় বাম নেতৃত্ব ৷ অন্যদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা ।

শেষ হয়েছে মনোনয়ন জমা দেওয়ার পর্ব । হাতে আর মাত্র একদিন বাকি রয়েছে মনোনয়ন প্রত্যাহারের ৷ এরই মধ্যে ভোট প্রচারে রবিবার চন্দ্রকোনায় আসেন সিপিএমের ডাকাবুকো নেতা সুশান্ত ঘোষ ও তরুণ তুর্কি নেতা শতরূপ ঘোষ । মূলত চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের জাড়াতে সিপিআইএমের নির্বাচনী সমাবেশ ছিল এদিন । একসময় এই চন্দ্রকোণা সুশান্তর খাসতালুক বলেই পরিচিত ছিল।

জাড়া গ্রাম পঞ্চায়েতের 22টি বুথ নিয়ে আয়োজিত এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুশান্ত ঘোষ ও শতরূপ ঘোষ । কিন্তু সেই বক্তব্য রাখার আগেই চন্দ্রকোনা জুড়ে পড়ল সুশান্ত ঘোষের বিরুদ্ধে পোস্টার । যেখানে কঙ্কালের ছবি এঁকে লেখা রয়েছে কঙ্কালকাণ্ডের নায়ক গো ব্যাক । আবার কোথাও লেখা রয়েছে, 'কঙ্কালকাণ্ডের নায়ক তোমায় জানাই ধিক্কার'। রাজ্য সড়কের ধারেই রাস্তার দু'পাশের দেওয়ালে দেওয়া রয়েছে অজস্র এই পোস্টার ।

যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে বামেরা । খোদ যার উদ্দেশ্যে এই পোস্টার সেই সিপিএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিল ইটিভি ভারত ৷ সেখানে তিনি বলেন, "আমি সভা করে ফিরে এসেছি কিন্তু কোথাও কোনও পোস্টার চোখে পড়েনি ৷ কীভাবে তা এল বা কারা দিল সে সম্পর্কেও জানি না ৷ বলতেও পারব না । এই ছবি আমার চোখে পড়েনি ।"

যদিও এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল । ঘাটাল তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদায়িত বলেন," এখনও সাধারণ মানুষ ভুলতে পারেনি কঙ্কালকাণ্ডের নায়ককে । সেই বীভৎস ঘটনা এখনও তাদের চোখে মুখে । তারা যদি এই ধরনের পোস্টার দেয় তাতে আমাদের করার কিছু নেই । যে যার নিজের অভিব্যক্তি জানাতে পারে ।"
আরও পড়ুন: কেশপুরে সিপিএম নেই, হুমকি দেবে কে ? জবাব সুশান্তর
যদিও এই বিষয়ে তৃণমূলের সঙ্গে সহমত পোষণ করে বিজেপি জেলা মুখপাত্র অরূপ দাস বলেন,"এটাই স্বাভাবিক । কারণ শুধু পোস্টার না যিনি শয়ে শয়ে মানুষকে মেরে কঙ্কাল করে দিয়েছেন তার বিরুদ্ধে স্লোগানও ওঠা উচিত । গড়বেতা ও শালবনি-সহ বিভিন্ন এলাকার মানুষ এখনও সেই নৃশংস ঘটনা ভুলতে পারেনি । আমরাও তার তীব্র প্রতিবাদ এখনও জানাচ্ছি । আমাদের বক্তব্য উনি প্রচারে যেখানেই যাবেন সেইখানেই ওনার বিরুদ্ধে স্লোগান ওঠা উচিত ৷"

সুশান্ত ঘোষের সভা শুরুর আগেই কঙ্কালকাণ্ডের নায়ক গো ব্যাক পোস্টার

চন্দ্রকোনা, 19 জুন: একদিকে পঞ্চায়েত ভোটের প্রচারে গেলেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ আর একদিকে তাঁর নামে পোস্টার পড়লো চন্দ্রকোনার জাড়াতে । যে পোস্টারে লেখা কঙ্কালকাণ্ডের নায়ক গো ব্যাক । আর তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যদিও পোস্টারগুলি কে বা কারা দিয়েছে তা নিয়ে সন্দেহ রয়েছে । যদিও বিষয়টি তাদের নজরে আসেনি বলেই জানিয়েছে স্থানীয় বাম নেতৃত্ব ৷ অন্যদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা ।

শেষ হয়েছে মনোনয়ন জমা দেওয়ার পর্ব । হাতে আর মাত্র একদিন বাকি রয়েছে মনোনয়ন প্রত্যাহারের ৷ এরই মধ্যে ভোট প্রচারে রবিবার চন্দ্রকোনায় আসেন সিপিএমের ডাকাবুকো নেতা সুশান্ত ঘোষ ও তরুণ তুর্কি নেতা শতরূপ ঘোষ । মূলত চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের জাড়াতে সিপিআইএমের নির্বাচনী সমাবেশ ছিল এদিন । একসময় এই চন্দ্রকোণা সুশান্তর খাসতালুক বলেই পরিচিত ছিল।

জাড়া গ্রাম পঞ্চায়েতের 22টি বুথ নিয়ে আয়োজিত এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুশান্ত ঘোষ ও শতরূপ ঘোষ । কিন্তু সেই বক্তব্য রাখার আগেই চন্দ্রকোনা জুড়ে পড়ল সুশান্ত ঘোষের বিরুদ্ধে পোস্টার । যেখানে কঙ্কালের ছবি এঁকে লেখা রয়েছে কঙ্কালকাণ্ডের নায়ক গো ব্যাক । আবার কোথাও লেখা রয়েছে, 'কঙ্কালকাণ্ডের নায়ক তোমায় জানাই ধিক্কার'। রাজ্য সড়কের ধারেই রাস্তার দু'পাশের দেওয়ালে দেওয়া রয়েছে অজস্র এই পোস্টার ।

যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে বামেরা । খোদ যার উদ্দেশ্যে এই পোস্টার সেই সিপিএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিল ইটিভি ভারত ৷ সেখানে তিনি বলেন, "আমি সভা করে ফিরে এসেছি কিন্তু কোথাও কোনও পোস্টার চোখে পড়েনি ৷ কীভাবে তা এল বা কারা দিল সে সম্পর্কেও জানি না ৷ বলতেও পারব না । এই ছবি আমার চোখে পড়েনি ।"

যদিও এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল । ঘাটাল তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদায়িত বলেন," এখনও সাধারণ মানুষ ভুলতে পারেনি কঙ্কালকাণ্ডের নায়ককে । সেই বীভৎস ঘটনা এখনও তাদের চোখে মুখে । তারা যদি এই ধরনের পোস্টার দেয় তাতে আমাদের করার কিছু নেই । যে যার নিজের অভিব্যক্তি জানাতে পারে ।"
আরও পড়ুন: কেশপুরে সিপিএম নেই, হুমকি দেবে কে ? জবাব সুশান্তর
যদিও এই বিষয়ে তৃণমূলের সঙ্গে সহমত পোষণ করে বিজেপি জেলা মুখপাত্র অরূপ দাস বলেন,"এটাই স্বাভাবিক । কারণ শুধু পোস্টার না যিনি শয়ে শয়ে মানুষকে মেরে কঙ্কাল করে দিয়েছেন তার বিরুদ্ধে স্লোগানও ওঠা উচিত । গড়বেতা ও শালবনি-সহ বিভিন্ন এলাকার মানুষ এখনও সেই নৃশংস ঘটনা ভুলতে পারেনি । আমরাও তার তীব্র প্রতিবাদ এখনও জানাচ্ছি । আমাদের বক্তব্য উনি প্রচারে যেখানেই যাবেন সেইখানেই ওনার বিরুদ্ধে স্লোগান ওঠা উচিত ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.