ETV Bharat / state

School Girls Smoking in the Class: স্কুল খুলতেই ক্লাসে বসে সুখটান ছাত্রীদের, ভাইরাল ভিডিও - Students of class eleven

স্কুলে ক্লাসে বসেই হাসতে হাসতে ধূমপান একাদশ শ্রেণির ছাত্রীদের (School Girls of Class Eleven Smoking in the Class) ৷ দেখুন ভাইরাল ভিডিও ৷

School Girls Smoking
স্কুল খুলতেই ক্লাসে বসে সুখটান ছাত্রীদের
author img

By

Published : Nov 28, 2021, 9:45 PM IST

Updated : Nov 29, 2021, 4:22 PM IST

চন্দ্রকোণা, 28 নভেম্বর : করোনা সংক্রমণের কারণে টানা প্রায় দেড় বছর বন্ধ থাকার পর চলতি মাসের 16 তারিখ থেকেই খুলেছে রাজ্যের স্কুল ৷ শুরু হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস ৷ শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরাও খুশি ৷ কারণ, অনলাইন ক্লাসের খামতি সরিয়ে ফের ক্লাসে বসে আরও ভাল করে পাঠন-পাঠন করতে পারবে পড়ুয়ারা ৷ আগামীর ভবিষ্যৎ বলে কথা ৷ কিন্তু স্কুল খোলার পর পড়াশোনার পাশাপাশি ক্লাসরুমে আর কী কী ঘটতে পারে তার এক চমকপ্রদ উদাহরণ উঠে এসেছে চন্দ্রকোণার জাড়া হাইস্কুল (Jara High School of Chandrakona) থেকে ৷

সোস্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে এই স্কুলের একাদশ শ্রেণির কিছু ছাত্রীর কীর্তি (Students of class eleven ) ৷ সেখানে দেখা যাচ্ছে দিব্বি ক্লাসে বসে ধূমপান করছে দুই ছাত্রী (School Girls of Class Eleven Smoking in the Class) ৷ তাদের এই সুখটানে আবার পাশ থেকে উৎসাহ দিচ্ছে কিছু ছাত্রও ৷ সঙ্গে রয়েছে অশ্লীল অঙ্গভঙ্গিও ৷ আর সেই দৃশ্য ক্যামেরাবন্দী করছে অপর একজন। এই ঘটনাটি দু-তিন দিন আগের বলে জানা গিয়েছে।

স্কুল খুলতেই ক্লাসে বসে সুখটান ছাত্রীদের

আরও পড়ুন : Nadia Accident Death : হাঁসখালির দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের 10 সদস্যের

ক্লাসে বসে ছাত্রীদের সিগারেটে টান দেওয়ার এই ভিডিও প্রকাশ্য আসতেই অস্বস্তিতে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ব্লকের জাড়া হাইস্কুল কর্তৃপক্ষ । ঘটনার সত্যতা স্বীকার করেছেন জাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক হিরন্ময় মুখোপাধ্যায় ও ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতি প্রশান্ত বারিক। শাস্তি হিসেবে একাদশ শ্রেণির ওই দুই ছাত্রী-সহ মোট 4 পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে ৷ তবে পরীক্ষায় রেজিষ্ট্রেশন করতে ও পরীক্ষায় বসতে পারবে ওই পড়ুয়ারা, এমন সিদ্ধান্তই নিয়েছে স্কুল কর্তৃপক্ষ ৷ আগামী দিনে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার কথাও জানিয়েছে তারা ৷

চন্দ্রকোণা, 28 নভেম্বর : করোনা সংক্রমণের কারণে টানা প্রায় দেড় বছর বন্ধ থাকার পর চলতি মাসের 16 তারিখ থেকেই খুলেছে রাজ্যের স্কুল ৷ শুরু হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস ৷ শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরাও খুশি ৷ কারণ, অনলাইন ক্লাসের খামতি সরিয়ে ফের ক্লাসে বসে আরও ভাল করে পাঠন-পাঠন করতে পারবে পড়ুয়ারা ৷ আগামীর ভবিষ্যৎ বলে কথা ৷ কিন্তু স্কুল খোলার পর পড়াশোনার পাশাপাশি ক্লাসরুমে আর কী কী ঘটতে পারে তার এক চমকপ্রদ উদাহরণ উঠে এসেছে চন্দ্রকোণার জাড়া হাইস্কুল (Jara High School of Chandrakona) থেকে ৷

সোস্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে এই স্কুলের একাদশ শ্রেণির কিছু ছাত্রীর কীর্তি (Students of class eleven ) ৷ সেখানে দেখা যাচ্ছে দিব্বি ক্লাসে বসে ধূমপান করছে দুই ছাত্রী (School Girls of Class Eleven Smoking in the Class) ৷ তাদের এই সুখটানে আবার পাশ থেকে উৎসাহ দিচ্ছে কিছু ছাত্রও ৷ সঙ্গে রয়েছে অশ্লীল অঙ্গভঙ্গিও ৷ আর সেই দৃশ্য ক্যামেরাবন্দী করছে অপর একজন। এই ঘটনাটি দু-তিন দিন আগের বলে জানা গিয়েছে।

স্কুল খুলতেই ক্লাসে বসে সুখটান ছাত্রীদের

আরও পড়ুন : Nadia Accident Death : হাঁসখালির দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের 10 সদস্যের

ক্লাসে বসে ছাত্রীদের সিগারেটে টান দেওয়ার এই ভিডিও প্রকাশ্য আসতেই অস্বস্তিতে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ব্লকের জাড়া হাইস্কুল কর্তৃপক্ষ । ঘটনার সত্যতা স্বীকার করেছেন জাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক হিরন্ময় মুখোপাধ্যায় ও ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতি প্রশান্ত বারিক। শাস্তি হিসেবে একাদশ শ্রেণির ওই দুই ছাত্রী-সহ মোট 4 পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে ৷ তবে পরীক্ষায় রেজিষ্ট্রেশন করতে ও পরীক্ষায় বসতে পারবে ওই পড়ুয়ারা, এমন সিদ্ধান্তই নিয়েছে স্কুল কর্তৃপক্ষ ৷ আগামী দিনে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার কথাও জানিয়েছে তারা ৷

Last Updated : Nov 29, 2021, 4:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.