ETV Bharat / state

Ghatal Flood : ঘাটালে শুধু কাঁচা বাড়ির বাসিন্দারাই ত্রাণ শিবিরে, জলমগ্ন হলেও বঞ্চিত বাকিরা

বন্যা কবলিত হয়েও সরকারি সুবিধা থেকে বঞ্চিত ঘাটালের মধ্যবিত্ত মানুষজন ৷ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন ৷ সেদিন তাঁদের মুখ্যমন্ত্রীর কাছে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ করলেন ঘাটাল শহরের জলবন্দি বাসিন্দারা ৷

author img

By

Published : Aug 17, 2021, 6:13 PM IST

Updated : Aug 17, 2021, 6:53 PM IST

Ghatals flood affected middle class Peoples deprived from government assistance
Ghatal Flood : সরকারি সাহায্য থেকে বঞ্চিত ঘাটালের বন্যা কবলিত মধ্যবিত্তরা

ঘাটাল, 17 অগস্ট : ভোটের সময় নেতা-মন্ত্রীরা ঘাটালে যান ৷ সেখানে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal master plan) চালু করার প্রতিশ্রুতি দেন ৷ কিন্তু, ভোট মিটে গেলে সেটা প্রতিশ্রুতি থেকে যায় ৷ তার কোনও বাস্তবায়ন হয় না ৷ আর ঠিক এবারেও সেই একই অবস্থা ৷ লাগাতার বৃষ্টিতে শীলাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়ে গিয়েছে ঘাটাল-সহ পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল ৷ এবারেও মুখ্যমন্ত্রী এসেছিলেন ৷ প্রতিশ্রুতি দিয়ে গেছেন দ্রুত ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানাবেন ৷ কিন্তু, এই প্রতিশ্রুতির পর্ব দীর্ঘ বহু বছর ধরে চলে আসছে বলে অভিযোগ ঘাটালবাসীর ৷

এবারেও কোমর সমান জল ঢুকে গিয়েছে ঘাটাল মহকুমার প্রায় সবক’টি বাড়িতে ৷ গরিব, কাঁচা বাড়ি যাঁদের, তাঁরা ত্রাণ শিবিরে জায়গায় পেয়েছেন ৷ কিন্তু, সেখানে মধ্যবিত্তদের কোনও জায়গা নেই ৷ এমনই অভিযোগ করেছেন ঘাটালের বাসিন্দা পাঞ্চালি দাস নামে এক যুবতী ৷ তাঁর অভিযোগ, বন্যার জল তাঁদের বাড়িতে ঢুকে গিয়েছে ৷ সবার সমস্যা রয়েছে ৷ কিন্তু, মুখ্যমন্ত্রী যেদিন পরিদর্শনে এসেছিলেন ৷ সেদিন তাঁদের মুখ্য়মন্ত্রীর সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি ৷ তাঁরা নিজেদের সমস্যার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে ধরতে পারেননি ৷

ঘাটালে শুধু কাঁচা বাড়ির বাসিন্দারাই ত্রাণ শিবিরে, জলমগ্ন হলেও বঞ্চিত বাকিরা

আরও পড়ুন : Mamata Visits Ghatal: ঘাটাল অ্যাকশন প্ল্যান নিয়ে কেন্দ্রকে তোপ মমতার, প্রতিনিধিদল যাচ্ছে দিল্লিতে

বছর 48 এর সোনা ব্যবসায়ী, ঘাটালের বাসিন্দা ধীমান মণ্ডল ৷ তিনি জানান, জ্ঞানত তাঁরা ঘাটালে বন্যা দেখে আসছেন ৷ এখনও পর্যন্ত 5 থেকে 6টি বড় বন্যা তিনি দেখেছেন ৷ এছাড়া প্রতি বছর ঘাটালে বর্ষার সময় বন্যা পরিস্থিতি তৈরি হয় ৷ তাঁরও অভিযোগ, প্রত্যেক ভোটের সময় নেতারা আসেন ৷ ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির প্রতিশ্রুতি দেন ৷ বলেন, নতুন করে খাল কাটা হবে ৷ কিন্তু, কোনও কাজ হয় না ৷ আর এই প্রতিশ্রুতির খেলা প্রায় 40 থেকে 50 বছর ধরে চলে আসছে বলে অভিযোগ করেছেন তিনি ৷

ঘাটাল, 17 অগস্ট : ভোটের সময় নেতা-মন্ত্রীরা ঘাটালে যান ৷ সেখানে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal master plan) চালু করার প্রতিশ্রুতি দেন ৷ কিন্তু, ভোট মিটে গেলে সেটা প্রতিশ্রুতি থেকে যায় ৷ তার কোনও বাস্তবায়ন হয় না ৷ আর ঠিক এবারেও সেই একই অবস্থা ৷ লাগাতার বৃষ্টিতে শীলাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়ে গিয়েছে ঘাটাল-সহ পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল ৷ এবারেও মুখ্যমন্ত্রী এসেছিলেন ৷ প্রতিশ্রুতি দিয়ে গেছেন দ্রুত ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানাবেন ৷ কিন্তু, এই প্রতিশ্রুতির পর্ব দীর্ঘ বহু বছর ধরে চলে আসছে বলে অভিযোগ ঘাটালবাসীর ৷

এবারেও কোমর সমান জল ঢুকে গিয়েছে ঘাটাল মহকুমার প্রায় সবক’টি বাড়িতে ৷ গরিব, কাঁচা বাড়ি যাঁদের, তাঁরা ত্রাণ শিবিরে জায়গায় পেয়েছেন ৷ কিন্তু, সেখানে মধ্যবিত্তদের কোনও জায়গা নেই ৷ এমনই অভিযোগ করেছেন ঘাটালের বাসিন্দা পাঞ্চালি দাস নামে এক যুবতী ৷ তাঁর অভিযোগ, বন্যার জল তাঁদের বাড়িতে ঢুকে গিয়েছে ৷ সবার সমস্যা রয়েছে ৷ কিন্তু, মুখ্যমন্ত্রী যেদিন পরিদর্শনে এসেছিলেন ৷ সেদিন তাঁদের মুখ্য়মন্ত্রীর সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি ৷ তাঁরা নিজেদের সমস্যার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে ধরতে পারেননি ৷

ঘাটালে শুধু কাঁচা বাড়ির বাসিন্দারাই ত্রাণ শিবিরে, জলমগ্ন হলেও বঞ্চিত বাকিরা

আরও পড়ুন : Mamata Visits Ghatal: ঘাটাল অ্যাকশন প্ল্যান নিয়ে কেন্দ্রকে তোপ মমতার, প্রতিনিধিদল যাচ্ছে দিল্লিতে

বছর 48 এর সোনা ব্যবসায়ী, ঘাটালের বাসিন্দা ধীমান মণ্ডল ৷ তিনি জানান, জ্ঞানত তাঁরা ঘাটালে বন্যা দেখে আসছেন ৷ এখনও পর্যন্ত 5 থেকে 6টি বড় বন্যা তিনি দেখেছেন ৷ এছাড়া প্রতি বছর ঘাটালে বর্ষার সময় বন্যা পরিস্থিতি তৈরি হয় ৷ তাঁরও অভিযোগ, প্রত্যেক ভোটের সময় নেতারা আসেন ৷ ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির প্রতিশ্রুতি দেন ৷ বলেন, নতুন করে খাল কাটা হবে ৷ কিন্তু, কোনও কাজ হয় না ৷ আর এই প্রতিশ্রুতির খেলা প্রায় 40 থেকে 50 বছর ধরে চলে আসছে বলে অভিযোগ করেছেন তিনি ৷

Last Updated : Aug 17, 2021, 6:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.