ETV Bharat / state

Pradhan Mantri Awas Yojana: আদৌ বাড়ি পাওয়ার যোগ্য তো ? আবাস যোজনার উপভোক্তাদের দুয়ারে মহকুমাশাসক - পঞ্চায়েত ভোট

প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) বাড়ি নিয়ে দুর্নীতির অভিযোগ সমূলে উৎখাত করতে আসরে প্রশাসন ৷ আবেদনকারী ও যোগ্য উপভোক্তাদের তালিকা যাচাই করতে বাড়ি বাড়ি ঘুরছেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের (Ghatal) মহকুমাশাসক ৷

Ghatal SDO doing inspection for Pradhan Mantri Awas Yojana
Pradhan Mantri Awas Yojana: আদৌ বাড়ি পাওয়ার যোগ্য তো ? আবাস যোজনার উপভোক্তাদের দুয়ারে মহকুমাশাসক
author img

By

Published : Dec 9, 2022, 8:18 PM IST

ঘাটাল, 9 ডিসেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) বাড়ি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা ৷ পাশাপাশি, অভিযোগের একই সুর শোনা গিয়েছে প্রকল্পের তালিকায় নাম না-ওঠা হতদরিদ্রদের গলাতেও ৷ বস্তুত, ক্ষোভে ফুঁসছেন আবাস যোজনার যোগ্য অথচ বঞ্চিত আবেদনকারীরা ৷ এদিকে, সামনেই পঞ্চায়েত নির্বাচন (WB Panchayat Election 2023) ৷ ইতিমধ্য়েই নির্দিষ্ট কিছু শর্তের বিনিময়ে আবাস যোজনার টাকা হাতে পেয়েছে রাজ্য সরকার ৷ দুর্নীতি নিয়ে যাতে আর কোনও অভিযোগ না-ওঠে, তা নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপ করেছে নবান্ন ৷ রাজ্য সরকারের শীর্ষ কার্যালয়ের নির্দেশে গ্রামে গ্রামে শুরু হয়েছে সমীক্ষার কাজ ৷ কারা প্রকৃত অর্থেই সরকারি প্রকল্প পাওয়ার যোগ্য, তা খতিয়ে দেখতে আশাকর্মীদের পাশাপাশি সমীক্ষা শুরু করেছেন আমলারাও ৷ পশ্চিম মেদিনীপুরের ঘাটালে (Ghatal) এই সমীক্ষা করতে দেখা গেল মহকুমাশাসক সুমন বিশ্বাসকে ৷ কিন্তু, তারপরও ক্ষোভের আঁচ নিভছে কই !

গত কয়েকদিন ধরেই ঘাটাল মহকুমার বিডিও অফিসগুলিতে ভিড় জমাচ্ছেন হতদরিদ্ররা ৷ তাঁদের কারওরই বাড়ি, ঘর নেই ৷ অথচ বারবার আবেদন করেও প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম উঠছে না ! এই মর্মে বহু মানুষ ব্লক কার্যালয়গুলিতে অভিযোগ জানিয়ে যাচ্ছেন ৷ তাঁদের দাবি, তাঁরা ঘর না-পেলেও গ্রামে যাঁদের পাকা বাড়ি, এমনকী চারচাকা গাড়ি পর্যন্ত আছে, তাঁরাও যোজনার টাকা পাচ্ছেন ! এই প্রেক্ষাপটে আবাস যোজনার তালিকা ধরে ধরে উপভোক্তাদের বাড়ি বাড়ি ঘুরছেন মহকুমাশাসক ৷ নিজেই তালিকা যাচাই করে দেখছেন তিনি ৷ একইসঙ্গে, দুয়ারে সরকার নিয়ে মানুষের মধ্যে কোনও ক্ষোভ রয়েছে কি না, তারও খোঁজ নিচ্ছেন মহকুমাশাসক ৷ তিনি জানালেন, শুধু তিনি নন, বিডিওরাও একই কাজ করছেন ৷ নিয়মিত খোঁজখবর রাখছেন জেলাশাসকও ৷

আবাস যোজনার উপভোক্তাদের দুয়ারে মহকুমাশাসক

আরও পড়ুন: কংগ্রেস করার 'অপরাধে' জোটেনি সরকারি ঘর, প্রবীণ দম্পতির রাত কাটে মাটির দাওয়ায়

উপভোক্তাদের গ্রহণযোগ্যতা যাচাইয়ের জন্য কয়েকটি বিষয়ের খোঁজ নেওয়া হচ্ছে ৷ যেমন, আবেদনকারী আগে কখনও সরকারি যোজনার আওতায় বাড়ি পেয়েছেন কিনা, তাঁর বাড়িতে মোটরবাইক আছে কি না, উপভোক্তার কোনও পাকা বাড়ি আছে কি না, উপভোক্তার নিজের টাকা খরচ করে পাকা বাড়ি তৈরির ক্ষমতা আছে কি না ইত্য়াদি ৷ এই উদ্যোগে বাসিন্দাদের একাংশ খুশি হলেও সকলে সন্তুষ্ট নন ৷ কারণ, হতদরিদ্র হওয়া সত্ত্বেও এবারও বহু পরিবারেরই নাম আবাস যোজনার তালিকায় ওঠেনি ৷ ফলে বিভিন্ন জায়গায় ক্ষোভ-বিক্ষোভ চলছেই ৷ পঞ্চায়েত ভোট শুরু হওয়ার আগে রাজ্য সরকার সেসব মিটিয়ে উঠতে পারে কিনা, এখন সেটাই দেখার ৷

ঘাটাল, 9 ডিসেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) বাড়ি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা ৷ পাশাপাশি, অভিযোগের একই সুর শোনা গিয়েছে প্রকল্পের তালিকায় নাম না-ওঠা হতদরিদ্রদের গলাতেও ৷ বস্তুত, ক্ষোভে ফুঁসছেন আবাস যোজনার যোগ্য অথচ বঞ্চিত আবেদনকারীরা ৷ এদিকে, সামনেই পঞ্চায়েত নির্বাচন (WB Panchayat Election 2023) ৷ ইতিমধ্য়েই নির্দিষ্ট কিছু শর্তের বিনিময়ে আবাস যোজনার টাকা হাতে পেয়েছে রাজ্য সরকার ৷ দুর্নীতি নিয়ে যাতে আর কোনও অভিযোগ না-ওঠে, তা নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপ করেছে নবান্ন ৷ রাজ্য সরকারের শীর্ষ কার্যালয়ের নির্দেশে গ্রামে গ্রামে শুরু হয়েছে সমীক্ষার কাজ ৷ কারা প্রকৃত অর্থেই সরকারি প্রকল্প পাওয়ার যোগ্য, তা খতিয়ে দেখতে আশাকর্মীদের পাশাপাশি সমীক্ষা শুরু করেছেন আমলারাও ৷ পশ্চিম মেদিনীপুরের ঘাটালে (Ghatal) এই সমীক্ষা করতে দেখা গেল মহকুমাশাসক সুমন বিশ্বাসকে ৷ কিন্তু, তারপরও ক্ষোভের আঁচ নিভছে কই !

গত কয়েকদিন ধরেই ঘাটাল মহকুমার বিডিও অফিসগুলিতে ভিড় জমাচ্ছেন হতদরিদ্ররা ৷ তাঁদের কারওরই বাড়ি, ঘর নেই ৷ অথচ বারবার আবেদন করেও প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম উঠছে না ! এই মর্মে বহু মানুষ ব্লক কার্যালয়গুলিতে অভিযোগ জানিয়ে যাচ্ছেন ৷ তাঁদের দাবি, তাঁরা ঘর না-পেলেও গ্রামে যাঁদের পাকা বাড়ি, এমনকী চারচাকা গাড়ি পর্যন্ত আছে, তাঁরাও যোজনার টাকা পাচ্ছেন ! এই প্রেক্ষাপটে আবাস যোজনার তালিকা ধরে ধরে উপভোক্তাদের বাড়ি বাড়ি ঘুরছেন মহকুমাশাসক ৷ নিজেই তালিকা যাচাই করে দেখছেন তিনি ৷ একইসঙ্গে, দুয়ারে সরকার নিয়ে মানুষের মধ্যে কোনও ক্ষোভ রয়েছে কি না, তারও খোঁজ নিচ্ছেন মহকুমাশাসক ৷ তিনি জানালেন, শুধু তিনি নন, বিডিওরাও একই কাজ করছেন ৷ নিয়মিত খোঁজখবর রাখছেন জেলাশাসকও ৷

আবাস যোজনার উপভোক্তাদের দুয়ারে মহকুমাশাসক

আরও পড়ুন: কংগ্রেস করার 'অপরাধে' জোটেনি সরকারি ঘর, প্রবীণ দম্পতির রাত কাটে মাটির দাওয়ায়

উপভোক্তাদের গ্রহণযোগ্যতা যাচাইয়ের জন্য কয়েকটি বিষয়ের খোঁজ নেওয়া হচ্ছে ৷ যেমন, আবেদনকারী আগে কখনও সরকারি যোজনার আওতায় বাড়ি পেয়েছেন কিনা, তাঁর বাড়িতে মোটরবাইক আছে কি না, উপভোক্তার কোনও পাকা বাড়ি আছে কি না, উপভোক্তার নিজের টাকা খরচ করে পাকা বাড়ি তৈরির ক্ষমতা আছে কি না ইত্য়াদি ৷ এই উদ্যোগে বাসিন্দাদের একাংশ খুশি হলেও সকলে সন্তুষ্ট নন ৷ কারণ, হতদরিদ্র হওয়া সত্ত্বেও এবারও বহু পরিবারেরই নাম আবাস যোজনার তালিকায় ওঠেনি ৷ ফলে বিভিন্ন জায়গায় ক্ষোভ-বিক্ষোভ চলছেই ৷ পঞ্চায়েত ভোট শুরু হওয়ার আগে রাজ্য সরকার সেসব মিটিয়ে উঠতে পারে কিনা, এখন সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.