ঘাটাল, 24 মে : বঙ্গে এবার আগাম বর্ষার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷ আর বর্ষা মানেই ঘাটালের সেই চেনা ছবি বন্যা । এখানে বন্যায় পারাপারের একমাত্র ভরসা নৌকা (Ghatal Flood Risk) ৷ তাই জোরকদমে চলছে সেই নৌকা সারাইয়ের কাজ ৷
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বন্যাপ্রবণ এলাকা । বর্ষা এলেই ঘাটালে বন্যার ভয়াবহ ছবি কারও কাছে অজানা নেই । একবার বন্যার কবলে ঘাটাল পড়লে তার ভোগান্তি টানা 7 থেকে 8 দিন দিন পর্যন্ত চলে । পৌর এলাকা থেকে ব্লকের অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এইসময় জলবন্দি হয়ে পড়ে আর তখন ঘাটালবাসীর কাছে একমাত্র ভরসা হয়ে ওঠে নৌকা । সে নদী পারাপার হোক বা বাড়ি থেকে প্রয়োজনে অন্যত্র যাতায়াত ৷ ইতিমধ্যে আবহাওয়া দফতরের তরফে এবছর আগাম বর্ষার পূর্বাভাস মিলেছে ।
আরও পড়ুন : মা দুর্গার কাছে এর স্থায়ী সমাধান চাইব, সস্ত্রীক বন্যা পরিস্থিতি পরিদর্শন করে বললেন সুব্রত
বর্ষা ঢোকার আগে ঘাটালের বিভিন্ন জায়গায় এখন দিনরাত এক করে চলছে নৌকা সারানোর কাজ । আর এই মরশুমে ভিনজেলা থেকে ঘাটালের বিভিন্ন প্রান্তে ঘাঁটি গেড়েছেন নৌকা সারাইয়ের কারিগররা । মূলত তাঁদের দিয়েই নৌকার মালিকরা যে যার নৌকা সারাই এবং নতুন করে ঝালিয়ে নিচ্ছেন । ঘাটাল ব্লকের মনসুকা এলাকায় ঝুমি নদীর বক্ষে রীতিমতো তাঁবু খাটিয়ে কারিগরেরা নৌকা মেরামতির কাজে ব্য়স্ত ।
যদিও প্রসঙ্গক্রমে বলা যায় জঙ্গলমহলের অন্যতম ডিভিশন ঘাটাল সবসময় জলে ডুবে থাকার জন্য বিখ্যাত । এদিকে ঘাটাল মাস্টার প্ল্যান এখনও শেষ করে উঠতে পারেনি রাজ্য সরকার । প্রতিশ্রুতি মত যদি মাস্টারপ্ল্যান খুব দ্রুত হয়ে যায় তাহলে সমস্যার সমাধান হবে ৷