ETV Bharat / state

আত্মার শান্তি কামনায় শ্বশুরবাড়িতে বিদ্যাসাগরের শ্রাদ্ধানুষ্ঠান - Ishwar Chandra Vidyasagar

মূর্তি ভাঙার ঘটনায় ক্ষুব্ধ বিদ্যাসাগরের শ্বশুরবাড়ির লোকজন । প্রতীকী শ্রাদ্ধানুষ্ঠান করে প্রতিবাদ জানাল বর্তমান প্রজন্ম ।

বিদ্যাসাগরের শ্রাদ্ধানুষ্ঠান
author img

By

Published : May 17, 2019, 9:21 PM IST

Updated : May 17, 2019, 11:43 PM IST

চন্দ্রকোনা, 17 মে : বিদ্যাসাগরের শ্রাদ্ধানুষ্ঠান! না এটা কোনও ছাপার ভুল নয় । এমনই কাণ্ড ঘটিয়ে তাক ফেলে দিয়েছেন বিদ্যাসাগরের শ্বশুরবাড়ির লোকজন । বিষয়টি প্রতীকী হলেও, সন্দেহ নেই এমন উদ্যোগ প্রতিবাদেরই স্বরূপ ।

একটু স্পষ্ট করে বলা যাক । গত মঙ্গলবার । কলকাতায় BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সভা । যে সভাকে কেন্দ্র করে ধুন্ধুমার বেঁধে যায় কলকাতা বিশ্ববিদ্যালয়-বিদ্যাসাগর কলেজ সংলগ্ন এলাকায় । হামলাকারীদের হাত থেকে বাদ যায়নি বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্রের আবক্ষ মূর্তি । ভেঙে যায় সেটি । আর এই ভাঙচুরের ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগরের শ্বশুরবাড়ির লোকজন ।

পরিবারের লোকজনের দাবি, এই ঘটনা অপমৃত্যুর সামিল । 'খুন' করা হয়েছে তাঁদের জামাইকে । ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে মাথা । আর তাই প্রতিবাদের ভিন্ন পন্থা নিলেন তাঁরা । আজই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ক্ষীরপাই কাছারি পাড়ায় ভট্টাচার্য পরিবার পারলৌকিক ক্রিয়ার অনুষ্ঠানের আয়োজন করে । রীতি মেনে, মন্ত্র উচ্চারণ করে পালন করা হয় যাবতীয় পারলৌকিক কাজকর্ম । শ্রাদ্ধানুষ্ঠানের জন্য এ দিন অরন্ধনও পালন করে ভট্টাচার্য পরিবার ।

১৮৩৪ সালে ভট্টাচার্য পরিবারের শত্রুঘ্ন ভট্টাচার্যের বছর আটের মেয়ে দীনমনি দেবীর সঙ্গে বিয়ে হয়েছিল বিদ্যাসাগরের। সেই সময়ের কেউই আজ আর বেঁচে নেই । পরিবারের বর্তমান সদস্য গৌতম ভট্টাচার্য এই পারলৌকিক অনুষ্ঠানের মূল উদ্যোক্তা । গৌতমবাবুর দাবি, পরিবারের বর্তমান সদস্যরা মূর্তি ভাঙার বিষয়টি মেনে নিতে পারছেন না । তাঁরা শুধু ক্ষুব্ধ তাই নয়, বিষয়টি নিয়ে রীতিমতো শোকস্তব্ধও তাঁরা ।

বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে রাজনৈতিক চাপানউতোর চরমে উঠেছে রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদির মধ্যে বাকযুদ্ধ সপ্তম দফা ভোটের আগে রাজ্যের হাওয়া গরম করেছে । শুধু মূর্তি ভাঙা নয়, কে-কোন রাজনৈতিক দল মূর্তি গড়বে তা নিয়েও শুরু হয়েছে দাবি-পাল্টা দাবি । মূর্তি ভাঙার ঘটনায় পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন সমাজকর্মীদের একাংশ । কিন্তু, এ ভাবে শ্রাদ্ধানুষ্ঠান করে প্রতিবাদ জানানোর ঘটনা সত্যিই বিরল ।

চন্দ্রকোনা, 17 মে : বিদ্যাসাগরের শ্রাদ্ধানুষ্ঠান! না এটা কোনও ছাপার ভুল নয় । এমনই কাণ্ড ঘটিয়ে তাক ফেলে দিয়েছেন বিদ্যাসাগরের শ্বশুরবাড়ির লোকজন । বিষয়টি প্রতীকী হলেও, সন্দেহ নেই এমন উদ্যোগ প্রতিবাদেরই স্বরূপ ।

একটু স্পষ্ট করে বলা যাক । গত মঙ্গলবার । কলকাতায় BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সভা । যে সভাকে কেন্দ্র করে ধুন্ধুমার বেঁধে যায় কলকাতা বিশ্ববিদ্যালয়-বিদ্যাসাগর কলেজ সংলগ্ন এলাকায় । হামলাকারীদের হাত থেকে বাদ যায়নি বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্রের আবক্ষ মূর্তি । ভেঙে যায় সেটি । আর এই ভাঙচুরের ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগরের শ্বশুরবাড়ির লোকজন ।

পরিবারের লোকজনের দাবি, এই ঘটনা অপমৃত্যুর সামিল । 'খুন' করা হয়েছে তাঁদের জামাইকে । ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে মাথা । আর তাই প্রতিবাদের ভিন্ন পন্থা নিলেন তাঁরা । আজই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ক্ষীরপাই কাছারি পাড়ায় ভট্টাচার্য পরিবার পারলৌকিক ক্রিয়ার অনুষ্ঠানের আয়োজন করে । রীতি মেনে, মন্ত্র উচ্চারণ করে পালন করা হয় যাবতীয় পারলৌকিক কাজকর্ম । শ্রাদ্ধানুষ্ঠানের জন্য এ দিন অরন্ধনও পালন করে ভট্টাচার্য পরিবার ।

১৮৩৪ সালে ভট্টাচার্য পরিবারের শত্রুঘ্ন ভট্টাচার্যের বছর আটের মেয়ে দীনমনি দেবীর সঙ্গে বিয়ে হয়েছিল বিদ্যাসাগরের। সেই সময়ের কেউই আজ আর বেঁচে নেই । পরিবারের বর্তমান সদস্য গৌতম ভট্টাচার্য এই পারলৌকিক অনুষ্ঠানের মূল উদ্যোক্তা । গৌতমবাবুর দাবি, পরিবারের বর্তমান সদস্যরা মূর্তি ভাঙার বিষয়টি মেনে নিতে পারছেন না । তাঁরা শুধু ক্ষুব্ধ তাই নয়, বিষয়টি নিয়ে রীতিমতো শোকস্তব্ধও তাঁরা ।

বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে রাজনৈতিক চাপানউতোর চরমে উঠেছে রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদির মধ্যে বাকযুদ্ধ সপ্তম দফা ভোটের আগে রাজ্যের হাওয়া গরম করেছে । শুধু মূর্তি ভাঙা নয়, কে-কোন রাজনৈতিক দল মূর্তি গড়বে তা নিয়েও শুরু হয়েছে দাবি-পাল্টা দাবি । মূর্তি ভাঙার ঘটনায় পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন সমাজকর্মীদের একাংশ । কিন্তু, এ ভাবে শ্রাদ্ধানুষ্ঠান করে প্রতিবাদ জানানোর ঘটনা সত্যিই বিরল ।

জামাই খুন হয়েছেন এমনই দাবি তুলছেন বিদ্যাসাগর মহাশয় শ্বশুরবাড়ির লোকেরা।বিদ্যাসাগরের মূর্তির মাথা ভেঙে দেওয়াকে অপঘাতে মৃত্যু হিসাবে ধরে নিয়ে পারলৌকিক ক্রিয়া আয়োজন করেছে বিদ্যাসাগরের শ্বশুরবাড়ির পরিজনেরা।পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে ভট্টাচার্য্য পরিবার।মঙ্গলবার সন্ধ্যায় কোলকাতা বিদ্যাসাগর কলেজে দুষ্কৃতকারীরা বিদ্যাসাগর মহাশয় এর মূর্তি ভাঙে।বাঙালিরা দুর্ঘটনায় মৃত্যু হলে সেই মৃত্যুকে অপঘাত মৃত্যু বলেই তার পারলৌকিক ক্রিয়া করে থাকে।ঠিক সেইরকম বিদ্যাসাগর মহাশয় এর মূর্তি ভাঙ্গাকে অপঘাতে মৃত্যু হিসাবে ধরে নিচ্ছেন শশুরবাড়ির লোকেরা তাই চার দিনের দিনে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ক্ষীরপাই কাছারি পাড়ায় ভট্টাচার্য্য পরিবার পারলৌকিক ক্রিয়ার অনুষ্ঠানের আয়োজন করেছেন।ভট্টাচার্য্য পরিবারে অরন্ধন পালন করে পুরোহিত মন্ত্র উচ্চারণ মধ্য দিয়ে পালন করা হচ্ছে বিদ্যাসাগর মহাশয়ের পারলৌকিক ক্রিয়া।এই ভট্টাচার্য পরিবারেরই জামাই ছিলেন ঘাটালের বীরসিংহ গ্রামের ভূমিপুত্র বিদ্যাসাগর।১৮৩৪ সালে ভট্টাচার্য পরিবারের শত্রুঘ্ন ভট্টাচার্যের বছর আটের মেয়ে দিনময়ী দেবীর সাথে বিবাহ হয়েছিল বিদ্যাসাগরের এমনটাই ভট্টাচার্য পরিবারের বর্তমান সদস্যদের থেকে জানাযায়।শ্বশুর বাড়ির বর্তমান সদস্য গৌতম ভট্টাচার্য শ্রাদ্ধানুষ্ঠানে ব্রতি হোন।মূর্তি ভাঙ্গার ঘটনায় আগেই শোকপ্রকাশ করেছে বিদ্যাসাগরের জন্মভূমি এবার কিছু ভিন্নভাবে ঘটনার গোভীর শোকপ্রকাশ করলেন ওনার শ্বশুর বাড়ির বর্তমান সদস্যরা।
Last Updated : May 17, 2019, 11:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.