ETV Bharat / state

চন্দ্রকোনায় পুলিশ-চিকিৎসকদের সংবর্ধনা ফ্রেন্ডস 15 গ্রুপের্ - covid-19 pandemic

চন্দ্রকোনা শহরের 15 জন কলেজ পড়ুয়া যুবকের উদ্যোগে তৈরি ফ্রেন্ডস ফিফটিন(15) গ্রুপ l 15 জনই চন্দ্রকোনার জিরাট হাইস্কুলের প্রাক্তন ছাত্র l

চন্দ্রকোনা
চন্দ্রকোনা
author img

By

Published : May 14, 2020, 10:32 PM IST

চন্দ্রকোনা, 14 মে: কোরোনা যোদ্ধাদের সংবর্ধনা দিল 15 জন কলেজ পড়ুয়াদের নিয়ে তৈরি ফ্রেন্ডস 15 গ্রুপ l পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা হাসপাতালে রোগী ও কর্মীদের ফল-মিষ্টি বিতরণ করে তারা l এরপর চন্দ্রকোনা থানার পুলিশদের হাতে মিষ্টির প্যাকেট,ডাব,গোলাপ ফুল তুলে দেওয়া হয় l পাশাপাশি পৌর এলাকার প্রতিবন্ধী ও দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয় ওই পড়ুয়ারা l

চন্দ্রকোনা শহরের 15 জন কলেজ পড়ুয়া যুবকের উদ্যোগে তৈরী ফ্রেন্ডস ফিফটিন (15) গ্রুপ l সকলেই চন্দ্রকোনার জিরাট হাইস্কুলের প্রাক্তন ছাত্র l কোনও ক্লাব,সংস্থা বা রাজনৈতিক ব্যানারে নয়, 15 জন পড়ুয়া নিজেদের সংগৃহীত অর্থ দিয়েই কোরোনা যোদ্ধাদের ফুল-মিষ্টি দিয়ে সংবর্ধনা জানিয়েছে l বৃহস্পতিবার চন্দ্রকোনা থানার পুলিশদের ডাব, মিষ্টি ও গোলাপ ফুল তুলে দেয় ওই পড়ুয়াদের গ্রুপ l একইসঙ্গে চন্দ্রকোনা হাসপাতালের চিকিৎসক,নার্স,স্বাস্থ্য কর্মীদের সম্মানিত করা হয় l পাশাপাশি পৌর এলাকার দুঃস্থ পরিবার ও প্রতিবন্ধীদের খাদ্য সামগ্রী বিতরণ করে ফ্রেন্ডস 15 গ্রুপ l শহরের কলেজ পড়ুয়াদের এমন উদ্যোগের প্রশংসা করেছেন হাসপাতালের চিকিৎসক থেকে সাধারণ মানুষ l

হাসপাতালের কর্মীদের হাতে তুলে দেওয়া হচ্ছে খাবার
হাসপাতালের কর্মীদের হাতে তুলে দেওয়া হচ্ছে খাবার
গ্রুপের সদস্য প্রিয়রঞ্জন দে বলেন, "এই মহামারীর সময় সমস্ত জায়গায় সংকট নেমে এসেছে l বহু মানুষ খাবারের অভাবে হাহাকার করছে l আমরা কলেজ পড়ুয়ারা একজোট হয়ে কিছু টাকা সংগ্রহ করেছি l সেই টাকায় আমরা এইসব গৃহবন্দী দুঃস্থ মানুষদের কাছে চাল ডাল ও ফুল মিষ্টির প্যাকেট পৌঁছে দিয়েছি l তাছাড়াও যারা এই কোরোনা যুদ্ধে লড়াই করছে সেই সকল পুলিশকর্মীদের আমরা মিষ্টির প্যাকেট ও ফুল দিয়ে সংবর্ধনা দিয়েছি, যাতে তারা আগামী দিনেও লড়াই করতে আরও উৎসাহ পায় l এছাড়াও প্রতিবন্ধী ও হাসপাতালে রোগীদের হাতে ফল-মিষ্টি তুলে দিয়েছি l"

চন্দ্রকোনা, 14 মে: কোরোনা যোদ্ধাদের সংবর্ধনা দিল 15 জন কলেজ পড়ুয়াদের নিয়ে তৈরি ফ্রেন্ডস 15 গ্রুপ l পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা হাসপাতালে রোগী ও কর্মীদের ফল-মিষ্টি বিতরণ করে তারা l এরপর চন্দ্রকোনা থানার পুলিশদের হাতে মিষ্টির প্যাকেট,ডাব,গোলাপ ফুল তুলে দেওয়া হয় l পাশাপাশি পৌর এলাকার প্রতিবন্ধী ও দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয় ওই পড়ুয়ারা l

চন্দ্রকোনা শহরের 15 জন কলেজ পড়ুয়া যুবকের উদ্যোগে তৈরী ফ্রেন্ডস ফিফটিন (15) গ্রুপ l সকলেই চন্দ্রকোনার জিরাট হাইস্কুলের প্রাক্তন ছাত্র l কোনও ক্লাব,সংস্থা বা রাজনৈতিক ব্যানারে নয়, 15 জন পড়ুয়া নিজেদের সংগৃহীত অর্থ দিয়েই কোরোনা যোদ্ধাদের ফুল-মিষ্টি দিয়ে সংবর্ধনা জানিয়েছে l বৃহস্পতিবার চন্দ্রকোনা থানার পুলিশদের ডাব, মিষ্টি ও গোলাপ ফুল তুলে দেয় ওই পড়ুয়াদের গ্রুপ l একইসঙ্গে চন্দ্রকোনা হাসপাতালের চিকিৎসক,নার্স,স্বাস্থ্য কর্মীদের সম্মানিত করা হয় l পাশাপাশি পৌর এলাকার দুঃস্থ পরিবার ও প্রতিবন্ধীদের খাদ্য সামগ্রী বিতরণ করে ফ্রেন্ডস 15 গ্রুপ l শহরের কলেজ পড়ুয়াদের এমন উদ্যোগের প্রশংসা করেছেন হাসপাতালের চিকিৎসক থেকে সাধারণ মানুষ l

হাসপাতালের কর্মীদের হাতে তুলে দেওয়া হচ্ছে খাবার
হাসপাতালের কর্মীদের হাতে তুলে দেওয়া হচ্ছে খাবার
গ্রুপের সদস্য প্রিয়রঞ্জন দে বলেন, "এই মহামারীর সময় সমস্ত জায়গায় সংকট নেমে এসেছে l বহু মানুষ খাবারের অভাবে হাহাকার করছে l আমরা কলেজ পড়ুয়ারা একজোট হয়ে কিছু টাকা সংগ্রহ করেছি l সেই টাকায় আমরা এইসব গৃহবন্দী দুঃস্থ মানুষদের কাছে চাল ডাল ও ফুল মিষ্টির প্যাকেট পৌঁছে দিয়েছি l তাছাড়াও যারা এই কোরোনা যুদ্ধে লড়াই করছে সেই সকল পুলিশকর্মীদের আমরা মিষ্টির প্যাকেট ও ফুল দিয়ে সংবর্ধনা দিয়েছি, যাতে তারা আগামী দিনেও লড়াই করতে আরও উৎসাহ পায় l এছাড়াও প্রতিবন্ধী ও হাসপাতালে রোগীদের হাতে ফল-মিষ্টি তুলে দিয়েছি l"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.