মেদিনীপুর, 29 মার্চ: মেদিনীপুর কলেজে (Midnapore College) অনুষ্ঠিত হল চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান (Fourth convocation ceremony) । জঙ্গলমহল থেকে সম্মানিত হল 72 জন গোল্ড সিলভার মেডেল-সহ 1625 কৃতীরা । করোনার জেরে বিগত বছরগুলিতে বন্ধ ছিল সমাবর্তন অনুষ্ঠান ৷ এবছর ফের সমাবর্তন অনুষ্ঠানে আয়োজন করল মেদিনীপুর কলেজ । এদিন তাদের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয় মেদিনীপুর কলেজের বিবেকানন্দ হলে । এই অনুষ্ঠান থেকে ইউজি 1319 জন এবং পিজি ছাত্রছাত্রীদের সম্মানিত করা হল । এরই সঙ্গে 72 জনের হাতে সিলভার এবং গোল্ড মেডেলে তুলে দেওযা হয় ।
বাংলা,ইংরেজি,সংস্কৃত,পলিটিকাল সাইন্স,কেমিস্ট্রি ও ফিজিক্স মিলিয়ে কৃতীরা তাদের মেডেল গ্রহণ করলেন । গোল্ড ও সিলভার মেডেলগুলি তুলে দেন এদিন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্রকুমার চক্রবর্তী । এই সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক বিকে রায়, মেদিনীপুর কলেজের অধ্যক্ষ গোপালচন্দ্র বেরা-সহ অন্যান্যরা ।
জঙ্গলমহল পড়ুয়াদের উৎসাহ করতেই মেদিনীপুরে সমাবর্তন অনুষ্ঠান ৷ যাকে ঘিরে যথেষ্ট উদ্দীপনা ছিল ছাত্র-ছাত্রীদের মধ্যে । কারণ দীর্ঘ বছর তিনেকের কোভিড কাটিয়ে অফলাইন কনভোকেশন অনুষ্ঠিত হয়েছে এবছর । আর তাতে আসতে পেরে এবং প্রফেসরদের হাত থেকে সম্মান পেয়ে খুশি ও আপ্লুত পড়ুয়ারা । এদিন এই সম্মান পেয়ে পড়ুয়ারা বলেন, "দীর্ঘ কোভিডের সময় ঘর বন্দি ছিলাম । কখনও ভাবতে পারিনি আবার সেই বিপর্যয় কাটিয়ে বাইরে বেরিয়ে আসতে পারব ৷ স্যারদের সঙ্গে ক্ল্যাসে অংশগ্রহণ করতে পারব এবং এই ধরনের সম্মান হাতে পাব । তবে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে ৷ আজকের এই গোল্ড ও সিলভার সঙ্গে সার্টিফিকেট পেয়ে আমরা যথেষ্ট খুশি । আগামী ভবিষ্যতে আমরা কলেজের নাম যেমন উজ্জ্বল করব ৷ সেই সঙ্গে জেলার নামকে ছড়িয়ে দেব দেশ-বিদেশে ।"
মেদিনীপুর কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র বেরা বলেন, "করোনা অতিমারী কাটিয়ে আজ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বিভিন্ন দিকে দিকে । আগের পরিস্থিতিতেই আমরা মূলত কনভোকেশন বন্ধ রেখেছিলাম । কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আমরা সরাসরি ইন্টারেকশন এর মাধ্যমেই কনভোকেশন অনুষ্ঠিত করেছি ৷ 2021 সালের এই কৃতিদের সম্বর্ধিত করলাম । আমরা চাই জঙ্গলমহল থেকে আগামিদিনে আরও পড়ুয়ারা উঠে আসুক এবং সম্মানিত হোক এই ধরনের সমাবর্তন অনুষ্ঠান থেকে ।"
আরও পড়ুন: জাঁকজমকের সঙ্গে পালিত হল খড়গপুর আইআইটি’র 68তম সমাবর্তন